শনিবার, ৩ মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

পাকিস্তানে জঙ্গি হামলায় ১৬ সেনা নিহত

ছবি: সংগৃহীত

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সেনা চৌকিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৬ জন সেনা। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (২১ ডিসেম্বর) দুই গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, ৩০ জনেরও বেশি জঙ্গি খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকেন এলাকায় একটি সেনা পোস্টে এ হামলা চালায়। জঙ্গিদের আক্রমণে ১৬ সেনা শহীদ এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

তিনি আরো বলেন, জঙ্গিরা চেকপয়েন্টে থাকা বেতার যোগাযোগের সরঞ্জাম, নথি এবং অন্যান্য জিনিসপত্রে আগুন ধরিয়ে দিয়েছে।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

নিহত মিজানুর রহমান। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ধনবাড়ীতে মিজানুর রহমান (৪০) নামের এক আওয়ামী লীগের নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ মে) রাতে উপজেলার ভাইঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (৩ এপ্রিল) সকালে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহীদুল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান উপজেলার নরিল্লা সান্ডাইল পুর এলাকার মৃত মান্নানের ছেলে। তিনি উপজেলার ধোপাখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

নিহত মিজানুর রহমানের চাচা মহির উদ্দিন ও স্থানীয়রা জানান, গত শুক্রবার ভাইঘাট বাসস্ট্যান্ড জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে মিজানুর একটি দোকানের সামনে বসে ছিলেন। সেখান থেকে তাকে ডেকে মসজিদের কাছের একটি গলিতে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই গলিতে তাকে কুপিয়ে আহত করে। সেখান থেকে চলে যায় তারা।

এরপর তার চিৎকার শুনে স্থানীয়রা মিজানুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। টাঙ্গাইল নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহীদুল্লাহ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Header Ad
Header Ad

নেইমারের ‘বিশেষ উপহার’ পেলেন ব্রাজিল-ভক্ত অভিনেতা পলাশ

নেইমারের ‘বিশেষ উপহার’ পেলেন ব্রাজিল-ভক্ত অভিনেতা পলাশ। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে ‘বিশেষ উপহার’ পাঠিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র ও তার প্রতিষ্ঠিত নেইমার জুনিয়র ইনস্টিটিউট। পলাশের হাতে সেই উপহার তুলে দিয়েছেন নেইমারের পারিবারিক বন্ধু ও প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী রবিন মিয়া।

সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে ঢাকায় এসেছেন রবিন মিয়া। ঢাকায় অবস্থানকালে অভিনেতা পলাশের সঙ্গে দেখা করেন তিনি। পুরনো পরিচয়ের সুবাদে এই সাক্ষাতে নেইমারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি বিশেষ জার্সি এবং একটি ভিনটেজ ডিজাইনের পানির বোতল সদৃশ স্মারক পলাশকে উপহার দেন।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন পলাশ। ভিডিওতে দেখা যায়, রবিন মিয়া তার হাতে উপহারটি তুলে দেন এবং বোতলের তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি জানান, এটি নেইমার জুনিয়র ইনস্টিটিউটের একটি বিশেষ স্মারক, যা ব্রাজিল থেকে সরাসরি ঢাকায় নিয়ে আসা হয়েছে শুধুমাত্র পলাশের জন্য।

রবিন বলেন, "পলাশ এই উপহারটি ডিজার্ভ করে, কারণ সে ব্রাজিল এবং নেইমারের একজন একনিষ্ঠ সমর্থক।" পাশাপাশি তিনি জানান, ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক ইভেন্টে পলাশকে নেইমারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ারও ইচ্ছা রয়েছে তার।

উপহার পেয়ে আবেগাপ্লুত অভিনেতা পলাশ বলেন, "আমি নিজেও একটা ফাউন্ডেশন নিয়ে কাজ করি, সেটা রবিন ভাই আগে থেকেই জানতেন। সেই সূত্রে নেইমারও আমার কাজ সম্পর্কে জানতে পেরেছেন এবং খুশি হয়েছেন। বোতলের উপর যেসব শিল্পকর্ম রয়েছে, তা ব্রাজিলের সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তৈরি। এজন্যই এটি আমার কাছে খুবই স্পেশাল।"

উল্লেখ্য, নেইমার জুনিয়র ইনস্টিটিউট মূলত ব্রাজিলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলাভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়েও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। এই ইনস্টিটিউটের সঙ্গে সরাসরি কাজ করছেন বাংলাদেশি সমাজকর্মী রবিন মিয়া।

Header Ad
Header Ad

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকারদের কবলে পড়েছে। শনিবার (৩ মে) রাত সোয়া ৮টার দিকে পেজটি হ্যাক করে লাইভ জুয়ার প্রচার শুরু করে হ্যাকাররা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইন্দোনেশিয়ার একদল হ্যাকার এই সাইবার আক্রমণের সঙ্গে জড়িত। পেজ হ্যাক করার পর সেখানে ‘বাহাসা’ (ইন্দোনেশিয়ান ভাষা) ব্যবহার করে জুয়ার প্রচারণা চালানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, ভাষার এই কৌশল মূল পরিচয় গোপন রাখার উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকতে পারে।

পেজ হ্যাক হওয়ার কিছুক্ষণের মধ্যেই—রাত সাড়ে ৮টার দিকে—ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়। রাতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া টিম বিষয়টি শনাক্ত করে এবং সম্ভাব্য ক্ষতি ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পেজটি অফলাইনে রয়েছে।

এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কেউ মন্তব্য না করলেও, ঘটনা নিয়ে অভ্যন্তরীণ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
নেইমারের ‘বিশেষ উপহার’ পেলেন ব্রাজিল-ভক্ত অভিনেতা পলাশ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক
কাউকে যদি করিডোর ব্যবহার করতে দেন তাহলে জনগণের অনুমতি লাগবে: টুকু
রাজধানীর পুরানা পল্টনে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
পদত্যাগ করলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী
নওগাঁয় আসামিদের নিয়মিত আদালতে উপস্থাপন না করায় ওসিকে শোকজ
মাদক সেবনের দায়ে নিষিদ্ধ রাবাদা
দুই পুত্রবধূসহ ফিরছেন খালেদা জিয়া, অভ্যর্থনা দিতে সবাই প্রস্তুত: মির্জা ফখরুল
চুয়াডাঙ্গায় প্রণোদনার সার মিলল গোডাউনে, অতঃপর...
মালয়েশিয়ায় পামওয়েল কারখানায় বিস্ফোরণ, বাংলাদেশিসহ দগ্ধ ৪
কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু ৭ মে
উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান
রাতেই ঢাকাসহ ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
এবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত
মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রুকে
ফেরেশতা এলেও কয়েক মাসে এ দেশকে ঠিক করতে পারবে না: সমাজকল্যাণ উপদেষ্টা
ছাত্র-জনতার আন্দোলনে হামলা, টাঙ্গাইলে আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার
এবার উটের দুধের ব্যবসায় নামছেন মিষ্টি জান্নাত
বিতর্কিত সাংবাদিক ময়ূখকে গ্রেফতারের দাবিতে উত্তাল কলকাতা (ভিডিও)