মনকুড়ানিয়া

২১ এপ্রিল ২০২৩, ০২:২০ পিএম | আপডেট: ০২ জুন ২০২৩, ০৪:৩৯ এএম


মনকুড়ানিয়া

ধৈর্য ধরো ধৈর্য ধরো পাকবেই ফল
অপেক্ষায় জোড়াচোখ অশ্রু টলমল
যে যায় সে তাকায় না নিজের শরীরে
যখন জননী চোখে পাহাড়িয়া ঢল।

লুসাই পাহাড়ে জন্ম ভাক্কুম ফলের
একদিন চোখে পড়ে শিশু অমলের
মনকুড়ানিয়া শিশু কুড়ায় ভাক্কুম
কুড়াতে কুড়াতে দেখা জুম ফসলের।

আলিকদমের পর দূরের পাহাড়
সূর্যাস্তের ঠিক আগে ফেরায় সে ঘাড়
ডুবন্ত সূর্যের চোখে ডোবে ঘরবাড়ি
অপেক্ষায় অপেক্ষায় জননী অসাড়।

ডানা মেলে ডাল থেকে উড়ে যায় পাখি
পাকা ভাক্কুমের টুপ, ডাল খায় ঝাঁকি
ঘুমন্ত শিশুর পাশে ঘুমায় বাঘিনী
অমলের তখনো যে ঘরে ফেরা বাকি।

বাঘিনী পাহারা দেয় শিশুর শরীর
সন্তানের অপেক্ষায় জননী অধীর

 


বিভাগ : সাহিত্য

বিষয় : কবিতা