
যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও পিটার হাসের বৈঠক
২৫ মে ২০২৩, ০৬:০৯ পিএম | আপডেট: ৩১ মে ২০২৩, ০৪:১৪ পিএম

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ‘গতকালের (২৪ মে) ঘোষণা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মার্কিন সমর্থনের একটি প্রয়াস।’
তিনি বলেন, ‘নতুন ভিসানীতির বিষয়ে গতকাল বুধবারের বিবৃতি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের অংশ।’
বৃহস্পতিবার (২৫ মে) বিকালে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় একঘণ্টার এ বৈঠকে বাংলাদেশের জন্য প্রযোজ্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে আলোচনা করেন তারা।
বৈঠক শেষে সাংবাদিকদের পিটার হাস আরও বলেন, এটি পূর্বনির্ধারিত, যা নিয়মিত বৈঠকের অংশ, দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন ভিসানীতি। এটি বাংলাদেশের জনগণ, সরকার এবং প্রধানমন্ত্রী- বাংলাদেশের সবার জন্য, যাতে করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়।
এনএইচবি/এসজি