শনিবার, ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ভারতকে কোনো বিষয়ে ছাড় দেয়া হবে না: বিজিবি প্রধান

ভারতের সঙ্গে যেসব বিষয়ে বাংলাদেশ বঞ্চিত হয়েছে, সেসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজিবির ডিজি। সীমান্ত হত্যা এই বৈঠকের মূল আলোচ্যবিষয় হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। এটা ডিপ্লোমেটিক চ্যানেলে সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। যেগুলোতে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি, সে বিষয়গুলোতে আমরা কোনো ছাড় দেব না।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসবো। সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন। বর্ডার কিলিং এই সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা। মোট কথা কোনো বিষয়ে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

আগামী মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন হবে।

Header Ad
Header Ad

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন। ছবি: ঢাকাপ্রকাশ

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উদ্‌যাপিত হয়েছে প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫। শনিবার (১০ মে) দিনব্যাপী এই আয়োজনে অনুষ্ঠিত হয় হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. গোলাম মর্তুজা, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আমিনুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি নুর উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মন্ডল, স্থানীয় শিক্ষক, অভিভাবক ও বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানজুড়ে ছিল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রাণবন্ত পরিবেশ।

Header Ad
Header Ad

আইপিএলের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান যুদ্ধাবস্থার ছায়া এবার ঘনিয়ে এসেছে ক্রিকেট অঙ্গনেও। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যেই এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করেছে। এবার একই পথে হাঁটল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তানের সিদ্ধান্ত আরও কঠোর—পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে ভারতীয় ড্রোন হামলার ঘটনা ঘটে, যার কারণে নিরাপত্তাজনিত শঙ্কায় ম্যাচটি স্থগিত করা হয়। একই কারণে বাতিল করা হয় আজকের ম্যাচটিও।

শুরুতে শোনা যাচ্ছিল, পিএসএলের বাকি ৮টি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের পরিকল্পনা করছে পিসিবি। আলোচনাও এগিয়েছিল দুই দেশের বোর্ডের মধ্যে। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করে দেওয়া হয় এবং আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে পিএসএল স্থগিতের ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বিবৃতিতে জানানো হয়, “সীমান্তে (এলওসি) সাম্প্রতিক উত্তেজনার কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শাহবাজ শরীফের পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পিএসএলের সঙ্গে যুক্ত সকল খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজি, ব্রডকাস্টার, স্পন্সর ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে পিসিবি জানিয়েছে, সংকট কাটলে দ্রুতই খেলা ফিরিয়ে আনার পরিকল্পনা থাকবে। বিদেশি খেলোয়াড়দের নিরাপদে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়েও আশ্বস্ত করেছে বোর্ড।

এদিকে পিএসএলে বাংলাদেশের হয়ে খেলছিলেন তরুণ দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকও। নিরাপত্তা পরিস্থিতির কারণে তাদের সবাইকে আজই দুবাই হয়ে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

Header Ad
Header Ad

যমুনা ও সচিবালয়সহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‌‘সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১০ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টো রোড) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’

এর আগেও দুইবার যমুনা ও সচিবালয়কে কেন্দ্র করে সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছিল ডিএমপি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন
আইপিএলের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল
যমুনা ও সচিবালয়সহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন
মৌসুমের সর্বোচ্চ তাপে পুড়ছে চুয়াডাঙ্গা
সালিসে নারীর চুল কাটলেন ‘বিচারকরা’
আ.লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবরোধ
সৌদি পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী, ৫ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন উদ্ধারের পর কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত
পাপুলের স্ত্রী সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেফতার
ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করল পাকিস্তান
শাহবাগ ছাড়া অন্য কোথাও ‘ব্লকেড’ দিবেন না: হাসনাত আবদুল্লাহ
চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনে জয়ী হলেন যারা
ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত, পড়েছে নিজেদের রাজ্যেই
শাহবাগে বিক্ষোভে উত্তাল জনতা, খালেদা জিয়ার উপস্থিতি চায় ইনকিলাব মঞ্চ
১৭ বছর পর দেশে ফিরে মসজিদে জুমার নামাজ পড়লেন জোবাইদা রহমান
ভারতে ইউটিউবে বন্ধ যমুনা-বাংলাভিশনসহ ৪ বাংলাদেশি টিভি চ্যানেল
আটকের পরও যে ফোনে ছেড়ে দেওয়া হয় আবদুল হামিদকে
নওগাঁয় দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা
বাংলাদেশ সফরে আসছে না ভারত, অনিশ্চিত এশিয়া কাপ