প্রজ্ঞাপন জারি করে অবশেষে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল

ছবি: সংগৃহীত
সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নাগরিকদের জন্য সহজ ও ঝামেলাহীন পাসপোর্ট ব্যবস্থা নিশ্চিত করতে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, নতুন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের (NID) তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান করা হবে।
এছাড়া, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের (BRC) তথ্যের ভিত্তিতে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান করা হবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, পাসপোর্ট পুনরায় ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের তথ্যের সঙ্গে নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ ও জন্ম স্থানের পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য অনুযায়ী পাসপোর্ট ইস্যু করা হবে।
এই নতুন সিদ্ধান্তের ফলে পাসপোর্ট আবেদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাগরিকরা এখন আগের মতো পুলিশ ভেরিফিকেশনের দীর্ঘ অপেক্ষার বিড়ম্বনা ছাড়াই পাসপোর্ট পেতে পারবেন।
