‘রঙ তুলিতে বঙ্গবন্ধু’ চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী যারা
২৬ মার্চ ২০২৩, ০১:০১ এএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০১:০১ এএম
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের জন্য ‘রঙ তুলিতে বঙ্গবন্ধু’ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ঢাকাপ্রকাশ। প্রতিযোগিতাটির ফলাফল ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
-
শুক্রবার (২৪ মার্চ) সকালে এ ফলাফল ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছে রাজধানীর ধানমন্ডি টিউটোরিয়ালের শিক্ষার্থী সাফওয়ান মুস্তফা, দ্বিতীয় হয়েছে টাঙ্গাইল বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাওনাক রাসেল নিধি এবং তৃতীয় হয়েছে গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুলের শিক্ষার্থী মো. নাফিস আব্দুল্লাহ জীয়ন।
-
সর্বোচ্চ ১২ বছর বয়সী শিশুদের জন্য আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতাটির বিষয় ছিল ‘বঙ্গবন্ধু’। অনলাইনভিত্তিক এ প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশ নেয়। প্রাপ্ত ছবি থেকে বিচারক প্যানেল ৩৮ টি ছবি বাছাই করে। এরপর সেসব ছবি ঢাকাপ্রকাশ-এর নিউজ পোর্টালে প্রকাশ করা হয়। ছবিগুলোর আউটরিচ (লাইক, কমেন্ট, শেয়ার) থেকে ৫০ শতাংশ নম্বর ও ছবি আঁকার দক্ষতা দেখে বিচারক প্যানেল তিন জনকে বিজয়ী ঘোষণা করেন।
-
বিজয়ীদের আগামী ১ এপ্রিল বিকাল ৪টায় ঢাকাপ্রকাশ-এর কার্যালয়ে পুরস্কার দেওয়া হবে। বিজয়ীদের ঢাকাপ্রকাশ-এর কার্যালয়ে এসে পুরস্কার গ্রহন করার জন্য অনুরোধ করা হল।