বিএনপি ও ১২ দলীয় জোটের লিয়াঁজো কমিটির বৈঠক কাল

২৮ জানুয়ারি ২০২৩, ০৮:০০ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০১:২৯ এএম


বিএনপি ও ১২ দলীয় জোটের লিয়াঁজো কমিটির বৈঠক কাল

বিএনপি ও ১২ দলীয় জোটের লিয়াঁজো কমিটির বৈঠক আগামীকাল রবিবার (২৯ জানুয়ারি) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সকল ১১ টায় অনুষ্ঠিত হবে। উভয় লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকাপ্রকাশ-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

১২ দলীয় জোট লিয়াঁজো কমিটির নেতৃত্ব দেবেন জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

বিএনপি লিয়াঁজো কমিটির সদস্যরা হলেন, দলের স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ।

এমএইচ/এএস


বিভাগ : রাজনীতি