‘আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় নেতা-কর্মীদের উপর হামলা’

৩০ মার্চ ২০২৩, ০৮:২১ পিএম | আপডেট: ০৪ জুন ২০২৩, ০৫:১৫ পিএম


‘আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় নেতা-কর্মীদের উপর হামলা’
ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শিল্পাঞ্চল কমিটির নেতা-কর্মীদের উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় পার্টির নেতা-কর্মীদের উপর সন্ত্রাসী হামলা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গতকাল সন্ধ্যায় ইফতারির আগে আগে আশুলিয়ায় ঘরে ঢুকে এই হামলা চালানো হয়। তারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্থানীয় অফিসেও হামলা চালায়। এই হামলায় পার্টির শিল্পাঞ্চল কমিটির নেতা আলমগীর হোসেন, কমিটির সদস্য তানিয়া আকতার লিমা ও রবিউল ইসলামসহ পার্টির ৪ সংগঠক মারাত্মক আহত হয়েছেন। আহত নেতা-কর্মীদের এখন চিকিৎসা চলছে। পার্টির শিল্পাঞ্চল কমিটির সভাপতি শ্রমিক নেতা অরবিন্দু বেপারী বিন্দুকে নানাভাবে হুমকি প্রদান করা হচ্ছে।

সাইফুল হক আরও বলেন, স্থানীয় মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়াই এই হামলা চালানো হয়েছে। থানায় মামলা হলেও এখন পর্যন্ত হামলাকারীরা ধরা ছোঁয়ার বাইরে। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি জানান তিনি। একইসঙ্গে তিনি সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করারও আহ্বান জানান তিনি।

এমএইচ/এসজি


বিভাগ : রাজনীতি

বিষয় : রাজনীতি