মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | ৩০ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‘দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন প্রবাসীরা’

বাংলা‌দেশ সরকা‌রের পক্ষ প্রপ্রবাসীদের সবসময় আহ্বান জানা‌নো হয় দে‌শে বি‌নি‌য়োগ করার জন্য। সরকার প্রধান ও মন্ত্রীদের আহ্বা‌নে সাড়া দি‌য়ে‌ প্রবাসীরা দে‌শে বি‌নি‌য়োগ ক‌রেছেন ছেন শত শত কো‌টি টাকা। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রবাসী বি‌নি‌য়োগকারী‌দের অর্থ আত্নসাতের পাশাপা‌শি মামলা, গ্রেপ্তার ক‌রে হয়রা‌নির অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

এ কার‌ণে দে‌শে বি‌নি‌যো‌গে আগ্রহ হা‌রি‌য়ে ফেলার পাশাপাশি ও ক্ষোভও প্রকাশ ক‌রে‌ছেন প্রবাসীরা।

গ্রাহকদের পলিসির টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ‘হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাত পরিচালককে গ্রেপ্তার করা হয় গত ২১সেপ্টেম্ভর।

রাজধানী ঢাকার মতিঝিলের ‘হোমল্যান্ড লাইফ’র প্রধান কার্যালয় থেকে তা‌দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকলেই ব্রিটিশ নাগরিক এবং দেশ‌টির প্র‌তি‌ষ্ঠিত ব্যবসায়ী।

গ্রেপ্তারকৃতরা হ‌লেন, হোমল্যান্ড লাইফ ই‌ন্স্যু‌রেন্স কোম্পানির ভাইস-চেয়ারম্যান জামাল মিয়া, পরিচালক যথাক্রমে আব্দুর রব, কামাল মিয়া, আব্দুর রাজ্জাক, আব্দুল আহাদ, জামাল উদ্দিন মখদ্দুস ও আব্দুল হাই।

এই ব্যবসায়ীরা হোমল্যান্ড লাইফ ইন্স্যু‌রেন্স কোম্পািন ছাড়াও দে‌শে নানা ব্যবসায় কো‌টি কো‌টি টাকা বি‌নি‌য়োগ ক‌রে‌ছেন।

সংশ্লিষ্টরা জানান, এই সাত পরিচালক প্রবাসে থেকে নিজেদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে গড়ে তোলেন হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানি।

প্রতিষ্ঠানটি পরিচালনা করেন চেয়ারম্যান ও সিইও। তারাই সবকিছু দেখভাল করেন। ‌বি‌ভিন্ন সম‌য়ে প্রবাসী প‌রিচালকরা কোম্পানির অ‌নিয়ম, দুর্নী‌তির বিষ‌য়ে সোচ্চার ছি‌লেন। এ কার‌ণে চেয়ারম্যান ও সিইও তা‌দের উপর ক্ষুব্ধ ছি‌লেন।

পরিচালক‌দের স্বজনরা বল‌ছেন, গ্রাহক‌দের টাকা আত্মসাৎ হ‌লে মামলা হওয়ার কথা চেয়ারম্যান, সিইও বা ব্যবস্থাপনা পরিচালক ও আঞ্চ‌লিক ব্যবস্থাপ‌কের বিরু‌দ্ধে। ‌কিন্তু ক‌থিত গ্রাহ‌কের মামলায় আসা‌মি করা হ‌য়ে‌ছে প্রবা‌সে থাকা সাত উ‌দ্যোক্তা প‌রিচাল‌কের বিরু‌দ্ধে।

অন্য প‌রিচালক‌দেরও মামলার আসা‌মি করা হয়‌নি। প্রবাসী‌দের বি‌নি‌য়োগকৃত টাকা আত্নসাৎ ও প‌রিচালক পদ থে‌কে বাদ দেয়া কৌশল হি‌সে‌বে চেয়ারম্যান এবং এম‌ডি মামলা ও গ্রেপ্তার ক‌রি‌য়ে তা‌দের ক‌রে হয়রা‌নি কর‌ছেন।

এ‌দি‌কে গতকাল বুধবার (২৮ সে‌প্টেম্ভর) সুনামগ‌ঞ্জের জগন্নাথপুর থে‌কে গ্রেপ্তার করা হয় মাহবুবুল হক শে‌রিন না‌মের স্থানীয় এক ইউ‌পি চেয়ারম্যান‌কে। প্রবাসী‌দের বি‌নি‌য়ো‌গের কো‌টি কো‌টি টাকা আত্নসাতের অ‌ভি‌যো‌গে সিআই‌ডি তা‌কে গ্রেপ্তার ক‌রে।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, মাহবুবুল হক শেরিন সিলেট মহানগ‌রে ‘আম্বরখানা আবাসন অ্যাসোসিয়েট প্রাইভেট লি. কোম্পানি’র উ‌দ্যেক্তা করার প্র‌লোভন দে‌খি‌য়ে বহু প্রবাসীর কো‌টি কো‌টি টাকা হা‌তি‌য়ে নি‌য়ে‌ছেন।

অর্থ আত্নসা‌তের অ‌ভি‌যো‌গে তার বিরু‌দ্ধে তিন‌টি মামলা ক‌রে‌ছেন প্রতা‌রিতরা। এ ছাড়া, গ্রেপ্তারের পর আরও ২২ জন তার বিরু‌দ্ধে অর্থ আত্নসা‌তের অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন। যা‌দের অ‌ধিকাংশই প্রবাসী। মাহবুবুল হক শে‌রিন জগন্নাথপুর উপ‌জেলার মি‌রপুর ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম্যান।

যুক্তরা‌জ্যের সাংবা‌দিক আ স ম মাসুম ব‌লেন, প্রবাসী‌ বি‌নি‌য়োগকারী‌দের য‌দি নানাভা‌বে প্রতারণার ফাঁ‌দে ফে‌লে হয়রা‌নি, তা‌দের অর্থ আত্মসাৎ করা হয় তাহ‌লে কেউ যা‌বে না দে‌শে বি‌নি‌য়োগ কর‌তে। 

যুক্তরাজ্যস্থ সুনামগঞ্জ প্রবাসী স‌মি‌তির সভাপ‌তি ইমানুজ্জামান ম‌হি ব‌লেন, সরকারিভাবে বিভিন্ন সময়ে প্রবাসীদেরকে বিনিয়োগে আকৃষ্ট করতে নানা উদ্যোগ নেওয়া হয়, প্রবাসীরা শ্রম ঘামে উপা‌র্জিত টাকা দে‌শে বি‌নি‌য়োগ ক‌রেন। বি‌নি‌য়ো‌গের পর য‌দি তারা হয়রা‌নি‌তে প‌ড়েন, তাহ‌লে ভ‌বিষ্য‌তে কেউ আর বি‌নি‌য়ো‌গে আগ্রহী হ‌বে না। এ ব্যাপা‌রে সরকা‌রের সুদৃ‌ষ্টি থাকা উ‌চিত। 

ব্রি‌টিশ বাংলা‌দেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌স্ট্রি'র পরিচালক শ‌ফিকুল ইসলাম ব‌লেন, ‘যা‌দের বিরু‌দ্ধে ক‌মিউ‌নি‌টি‌তে কোনোদিন কোনো অ‌ভি‌যোগ উচ্চা‌রিত হয়নি, দুঃজনকভা‌বে তা‌দের বিরু‌দ্ধে মামলা ক‌রে জে‌লে রাখা হ‌য়ে‌ছে। এটা গভীর ষড়যন্ত্র, কারণ হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স দীর্ঘ দিন ধ‌রে নানা অ‌নিয়ম আ‌ছে। এর জন্য চেয়ারম্যান, এম‌ডি ও কর্মকর্তা‌দের বিরু‌দ্ধে মামলা না ক‌রে শুধু মাত্র লন্ডন প্রবাসী সাত প‌রিচাল‌ক‌কে আসা‌মি ক‌রে মামলা করা হ‌য়ে‌ছে। আমাদের দা‌বি, প্রবাসী‌দের যেন বি‌নি‌য়োগের সুরক্ষা দেওয়া হয়।’

 

এমএমএ/

 

Header Ad
Header Ad

এবার টিউলিপকে দায়িত্ব ছাড়ার আহ্বান দুর্নীতিবিরোধী জোটের

টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগের মুখে ক্রমেই বাড়ছে চাপ, যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ওপর। প্রথমে বিরোধী দল এবং এখন দেশটির দুর্নীতিবিরোধী জোটও টিউলিপকে দুর্নীতিবিরোধী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছে। এই জোটে বিশ্বব্যাপী স্বীকৃত দুর্নীতিবিরোধী সংগঠনগুলো, যেমন অক্সফাম এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, অন্তর্ভুক্ত রয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জোটটি এক বিবৃতিতে জানায়, যুক্তরাজ্যের মানি লন্ডারিং নিয়ন্ত্রণ কাঠামো ও অর্থনৈতিক অপরাধ মোকাবিলার দায়িত্বে থাকা টিউলিপের বিরুদ্ধেই অর্থ আত্মসাৎের অভিযোগ উঠেছে। যা তার কাজের সঙ্গে সাংঘার্ষিক। ফলে ব্রিটিশ সরকারের মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার মতো অবস্থানে তিনি আছেন কি না বিষয়টি পরিষ্কার নয়।

বিবৃতিতে আরও বলা হয়, ট্রেজারি মন্ত্রী যুক্তরাজ্যের মানি লন্ডারিং নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক অপরাধ মোকাবিলার কাঠামোর দায়িত্বে রয়েছেন, অথচ তার এমন একটি ক্ষমতাচ্যুত সরকারের সাথে সরাসরি পারিবারিক সম্পর্ক রয়েছে যা সেই কাঠামোর অধীনে তদন্ত করা যেতে পারে।

সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার অভিযোগ উঠে। এছাড়া, বাংলাদেশের ৯টি মেগা প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

এই অভিযোগের মধ্যেই টিউলিপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠায় তাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করার দাবি জানান ব্রিটেনের বিরোধীদলীয় নেতা কেমি ব্যাডেনোচ।

টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি)। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে।

Header Ad
Header Ad

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী ড. পুরনজিত মহালদার মারা গেছেন। সোমবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন,‘ গতকাল দুপুরে রাজশাহী মহানগরীর বার রাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ড. পুরনজিত মহালদার। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।’

সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করে উপ-উপাচার্য বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ড. পুরনজিত মহালদারের মরদেহ আজ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে রাখা হবে। তার বন্ধু শুভানুধ্যায়ী, সহকর্মী, শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে ১০টার মধ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা হলো।

ড. পুরনজিত মহালদারের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলা বিভাগ অ্যালামনাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি জামিল রায়হান ও সাধারণ সম্পাদক শহীদ ইকবাল। নি মারা যান।

Header Ad
Header Ad

ময়মনসিংহে হামলার হুমকিতে ৭৫৫ বছরের ওরস বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের  

ছবিঃ সংগৃহীত

উগ্রবাদীদের হুমকির প্রেক্ষিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হজরত শাহ সৈয়দ আবদুল আজিজ বোগদাদীর (রহ.) মাজারের ৭৫৫তম বার্ষিক ওরস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

ওরসকে কেন্দ্র করে উগ্রবাদীদের সাথে মাজারের ভক্ত-অনুসারীদের দ্বন্দ্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে- এমন আশঙ্কায় এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

রোববার ১২ই জানুয়ারি সন্ধ্যার পর উপজেলা প্রশাসন জরুরি সভা ডেকে সেখানে এমন সিদ্ধান্ত নেয়। পরে মাজার পরিচালনা কমিটিকে তা জানিয়ে দেয়।

এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে তীব্র অসন্তোষ এবং ক্ষোভ। এই মাজারের ওরস উপলক্ষ্যে হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতেন। তাদের আগমনে এলাকায় একটা সম্প্রীতির পরিবেশ বিরাজ করত। শত শত বছর ধরে চলে আসা এই অনুষ্ঠান ইতিপূর্বে কখনো বন্ধের নির্দেশ আসেনি। এবারই উগ্রবাদীদের হুমকিতে এভাবে ওরস বন্ধের নির্দেশে স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

মাজার পরিচালনা কমিটির সভাপতি আইনজীবী অ্যাডভোকেট কাজী শাহ জাহান জানান, ১৫-১৭ জানুয়ারি তিন দিনব্যাপী ৭৫৫তম বার্ষিক ওরসের আয়োজন করা হয়েছিল। কিন্তু একটি সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে ওরস বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে প্রশাসন।

তবে মাজারে বাউল ও লোকসঙ্গীতের আয়োজন বন্ধ রাখলেও কোরআন খতম, শিরনি বিতরণসহ অন্যান্য কার্যক্রম চালু থাকবে বলে জানান তিনি।

ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের বর্তমান দরগাপাড়া গ্রামটির নামকরণ করা হয়েছে বটগাছে ঘেরা হজরত শাহ সৈয়দ মাওলানা আবদুল আজিজ বোগদাদীর (রহ.) মাজারকে ঘিরে। প্রায় ৪০ বছর মাজারের খাদেম হিসেবে আছেন নুরুল ইসলাম ফকির (৯০)।

তিনি বলেন, চারটি বটগাছে ঘেরা মাজারে প্রতিদিনই মানুষ আসে। তিন শ শতাংশ জায়গা নিয়ে মাজারটি।

খোঁজ নিয়ে জানা যায়, ইত্তেফাককুল ওলামা নামের একটি সংগঠন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে। অভিযোগ রয়েছে, ইতিপূর্বে ঈশ্বরগঞ্জ এলাকায় অত্যন্ত নিভৃতে থাকা অল্প কয়েকটি আহমদিয়া পরিবারের সদস্যদের ওপরেও তারা হুমকি-ধমকি দিয়ে নিপীড়ন চালিয়েছিল। এই উগ্রবাদী সংগঠনটি মাজারের ভক্ত-অনুসারীদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান নিয়ে আসছে। মাজারকে শিরকি আখ্যা দিয়ে বিভিন্ন সময় বক্তব্য-বিবৃতি দিয়ে আসছে।

তবে সকল অভিযোগ এড়িয়ে গিয়ে সংগঠনটির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজি বলেন, আল্লাহর অলির মাজার অপবিত্র করে ‘কার্যক্রম’ করা অন্যায়। অলির মাজারকে কষ্ট দেওয়ায় আমাদের ইমানি দায়িত্ব থেকে প্রতিবাদ জানিয়েছি।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ বলেন, ‘আলেম-ওলামারা’ চাচ্ছেন না মাজারে ওরস হোক। ময়মনসিংহ শহরে একটি মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব মাথায় রেখেই প্রশাসনের আশঙ্কা, এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে মোকাবিলা করা কঠিন হবে। ৫ই আগস্ট–পরবর্তী পরিস্থিতি যেহেতু স্থিতিশীল নয়, তাই ওরসের আনুষ্ঠানিকতা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবারও বার্ষিক ওরস আয়োজন করতে পারবেন বলে জানিয়েছেন ইউএনও।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ময়মনসিংহ শহরে মাজারে একটি ঘটনা ঘটেছে। পাশাপাশি উপজেলা এটি। সেটির প্রভাব এখানেও পড়তে পারে, এমন আশঙ্কা ছিল আমাদের। ৭৫৫তম ওরস হলেও এবার আগের মতো পরিবেশ-পরিস্থিতি তো নেই।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এবার টিউলিপকে দায়িত্ব ছাড়ার আহ্বান দুর্নীতিবিরোধী জোটের
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
ময়মনসিংহে হামলার হুমকিতে ৭৫৫ বছরের ওরস বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের  
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর মৃত্যু  
এলপিজি গ্যাসের সাড়ে ৭ শতাংশ অতিরিক্ত ভ্যাট অব্যাহতি  
অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তের পথে  
রোহিঙ্গা ইস্যু নিয়ে ভুল প্রতিবেদন প্রকাশ, ঢাকার কড়া প্রতিবাদ
এ বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন চায় বিএনপি  
নাইজেরিয়ায় কৃষকদের জড়ো করে গুলি, নিহত অন্তত ৪০
দুর্দান্ত ডেথ বোলিংয়ে ঘুরলো ম্যাচের মোড়, রংপুরের সাতে সাত
বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে বললেন প্রধান উপদেষ্টা
এইচএমপিভি নিয়ে শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি
স্বচ্ছ ভোটার তালিকা ১৮ কোটি মানুষের আমানত : নির্বাচন কমিশনার
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
ইবিতে পরীক্ষা দিতে এসে তোপের মুখে ছাত্রলীগ নেতা, থানায় সোপর্দ
এবার মাদক অধিদপ্তরের ডিসপ্লেতে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
সাবেক ডিবিপ্রধান হারুনের বিরুদ্ধে এক নারীর গুরুতর অভিযোগ
জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
বাংলাদেশে কিছুই নেই, ওই দেশে দরিদ্র মানুষ বেশি: বিজেপি নেতা
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জামায়াতের