শনিবার, ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

অবৈধ ওষুধ তৈরি কারখানায় অভিযান, জরিমানা

পাবনা শহরের আব্দুল হামিদ রোড এলাকার একটি বাসায় অবস্থিত অবৈধ ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অনুমোদনহীন ওষুধ, উৎপাদনের জন্য কাঁচা মাল ও অন্যান্য সামগ্রী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের এ. আর কর্নারের বিপরীত পাশে অবস্থিত আব্দুস সাত্তার বিশ্বাস ভবনের ৫ম তলায় রিবার্থ ইউনানী ড্রাগস ল্যাবরেটরিজ এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানার মালিক শরিফুল ইসলামকে নিজ বাসায় বেআইনি ভাবে ওষুধ তৈরির দায়ে ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি রিবার্থ ইউনানী ড্রাগস ল্যাবরেটরিজ নামক এই কারখানায় অনুমোদনহীন ওষুধ উৎপাদন করা হয়। অভিযান চালিয়ে দেখা যায়, সেখানে বিপুল পরিমান ওষুধের মোড়ক এবং ওষুধ তৈরির কাঁচামাল মজুদ রয়েছে। তাৎক্ষনিক ভাবে সেগুলো জব্দ করে ধ্বংস করার নির্দেশ দেয়া হয়।

এসময় কারখানার মালিক শরিফুল ইসলাম অপরাধ স্বীকার করলে এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ড আর করবে না বিষয়ে জবানবন্দি দিলে তাকে ড্রাগ এ্যক্ট ১৯৪০ এর ২৭ ধারায় সংশোধনমূলক ভাবে ২ লক্ষ্য টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। কিন্তু পরবর্তীতে জরিমানা কমিয়ে ১ লক্ষ টাকা করা হয়।

সাংবাদিকদের উপস্থিতিতে জরিমানা করা হলো ২ লাখ টাকা, পরে সেটি ১ লাখ টাকা কিভাবে হলো- এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আবুল হাসনাত জানান, পরিস্থিতি বিবেচনায় ১ লাখ টাকা মওকুফ করা হয়েছে। মোবাইল কোর্ট ২০০৯-এ ৭ এর ৩ ধারায় এমন মওকুফ করার সুযোগও রয়েছে।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার এই কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করার হয়েছিল। তারপরেও এই বেআইনি কার্যকলাপ বন্ধ করা যায়নি। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন শেষ বারের মত ওনাকে সংশোধনের জন্য সুযোগ দেয়া হল। না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেয়া।
এএজেড

Header Ad
Header Ad

চট্টগ্রামে বিএনপির তারুণ্য সমাবেশে উপস্থিত তামিম ইকবাল

বিএনপির তারুণ্য সমাবেশে উপস্থিত তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র ডাক দিয়ে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে চলছে বিএনপির তারুণ্য মহাসমাবেশ। শনিবার (১০ মে) বিকেল থেকে শুরু হওয়া এই সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বিকেল সোয়া ৪টার দিকে তামিম ইকবালকে মঞ্চে উঠতে দেখা যায়। এরপর তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্নার পাশে বসেন।

মঞ্চে আরও উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তামিমকে মঞ্চে অবস্থান করতে দেখা গেছে।

সমাবেশকে ঘিরে সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেন। দুপুর গড়াতেই পলোগ্রাউন্ড মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিভাগের ৯৯টি উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেন।

আয়োজকরা জানান, সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চ ও মাঠজুড়ে শোনা যাচ্ছে নানা স্লোগান ও উদ্দীপনামূলক সংগীত, যা পুরো এলাকাকে রূপ দিয়েছে এক উৎসবমুখর পরিবেশে।

Header Ad
Header Ad

শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মোদির জরুরি বৈঠক

শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মোদির জরুরি বৈঠক। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১০ মে) অনুষ্ঠিত এই বৈঠকের খবরটি নিশ্চিত করেছে ভারত সরকারের একটি সূত্র, যা প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তিন বাহিনীর (সেনা, নৌ ও বিমান) প্রধানরা উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি প্রধানমন্ত্রীর দফতর থেকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো মনে করছে, সাম্প্রতিক হামলা ও পাল্টা অভিযানের প্রেক্ষাপটেই এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে গত মাসে জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়তে থাকে। ভারত এ হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে।

এর জেরে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে টানা ১২ রাত ধরে গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি আরও ঘোলাটে হয় ভারতের সামরিক অভিযানে—‘অপারেশন সিঁদুর’। অভিযানের আওতায় ভারত পাকিস্তানের অন্তত ৯টি স্থানে হামলা চালায়।

এই হামলার জবাবে পাকিস্তানও শুরু করে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এবং ভারতীয় কিছু সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে তা হ্যাক করেছে। যদিও এসব দাবির সত্যতা এখনো নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

Header Ad
Header Ad

টানা দ্বিতীয়বার স্কাই স্পোর্টসের সেরা একাদশে হামজা চৌধুরী

হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

মৌসুমের শুরুটা ছিল অনিশ্চয়তায় ঘেরা, কিন্তু শেষটা স্বীকৃতি ও সাফল্যে রাঙিয়ে নিলেন হামজা চৌধুরী। ইংলিশ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে স্কাই স্পোর্টসের ব্রিটিশ-দক্ষিণ এশীয় বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন এই বাংলাদেশি মিডফিল্ডার।

লেস্টার সিটির হয়ে মৌসুম শুরু করলেও নিয়মিত একাদশে জায়গা করে নিতে পারেননি হামজা। তবে মৌসুমের মাঝপথে ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েই যেন নিজের পুরনো ছন্দ ফিরে পান। কোচ ক্রিস ওয়াইল্ডারের অধীনে কখনো মিডফিল্ডে, কখনো রাইটব্যাকে—প্রতিটি পজিশনেই খেলেছেন আত্মবিশ্বাসের সঙ্গে। তার সেই পারফরম্যান্সই এবার এনে দিয়েছে মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং দক্ষিণ এশীয় ফুটবলার স্কাউট জোহাইব রশিদের নির্বাচিত একাদশে টানা দ্বিতীয়বারের মতো জায়গা পেয়েছেন হামজা চৌধুরী। ইউরোপজুড়ে ছড়িয়ে থাকা ব্রিটিশ-দক্ষিণ এশীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের মধ্য থেকে বেছে নেওয়া এই একাদশে হামজা রয়েছেন মিডফিল্ডের কেন্দ্রে।

৪-৩-৩ ফর্মেশনের এই স্কোয়াডে হামজার পাশাপাশি মিডফিল্ডে আছেন ভারতীয় বংশোদ্ভূত মিলি চন্দ্রানা (নটিংহ্যাম ফরেস্ট নারী দল) এবং পাকিস্তানি বংশোদ্ভূত জিদান ইকবাল (এফসি উট্রেখট)। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অভিষেকের পর ইউরোপিয়ান ক্লাব ফুটবলেও নিজেকে প্রমাণ করেছেন হামজা।

এই বর্ষসেরা একাদশে জায়গা পাওয়া আরও কিছু উল্লেখযোগ্য নাম হলো-

গোলরক্ষক: জাসবির সিং (ট্যামওর্থ এফসি)।
রক্ষণভাগ: আসমিতা অ্যালি (লেস্টার সিটি নারী দল), মেল বেনিং (শ্রসবুরি টাউন), ক্যাম ক্যান্ডোলা (কিডারমিনস্টার হারিয়ার্স), ড্যানি ভট্ট (ব্ল্যাকবার্ন রোভার্স)।
মধ্যমাঠ: মিলি চন্দ্রানা, হামজা চৌধুরী, জিদান ইকবাল।
আক্রমণভাগ: ডিলান মারকান্দে (ব্ল্যাকবার্ন রোভার্স), ব্রেন্ডন খেলা (ব্র্যাডফোর্ড সিটি), সিমরান ঝামাত (ওয়েস্ট ব্রোমউইচ নারী দল)।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে বিএনপির তারুণ্য সমাবেশে উপস্থিত তামিম ইকবাল
শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মোদির জরুরি বৈঠক
টানা দ্বিতীয়বার স্কাই স্পোর্টসের সেরা একাদশে হামজা চৌধুরী
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু: আযম খান
সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন
আইপিএলের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল
যমুনা ও সচিবালয়সহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন
মৌসুমের সর্বোচ্চ তাপে পুড়ছে চুয়াডাঙ্গা
সালিসে নারীর চুল কাটলেন ‘বিচারকরা’
আ.লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবরোধ
সৌদি পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী, ৫ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন উদ্ধারের পর কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত
পাপুলের স্ত্রী সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেফতার
ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করল পাকিস্তান
শাহবাগ ছাড়া অন্য কোথাও ‘ব্লকেড’ দিবেন না: হাসনাত আবদুল্লাহ
চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনে জয়ী হলেন যারা
ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত, পড়েছে নিজেদের রাজ্যেই
শাহবাগে বিক্ষোভে উত্তাল জনতা, খালেদা জিয়ার উপস্থিতি চায় ইনকিলাব মঞ্চ