শ্বশুরবাড়ি থেকে ডেকে এনে যুবককে হত্যা

২৫ মে ২০২৩, ০১:৫২ পিএম | আপডেট: ০১ জুন ২০২৩, ১২:৫৩ পিএম


শ্বশুরবাড়ি থেকে ডেকে এনে যুবককে হত্যা

কুমিল্লায় শ্বশুরবাড়ি থেকে ডেকে এনে ছুরিকাঘাতে আবদুল কুদ্দুস (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৪ মে) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর টিক্কারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কুদ্দুস কুমিল্লা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক। তিন বছর বয়সী তার একটি কন্যা শিশু রয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় কুদ্দুস কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় তার শ্বশুরবাড়িতে ছিলেন। এ সময় শুভপুরের সোহাগ নামের এক ছেলে শ্বশুরবাড়ি থেকে কুদ্দুসকে ডেকে আনে। পরে কুদ্দুস, সোহাগ ও সাগরসহ তিনজন দোকানে চা পান করতে করতে হঠাৎ করে সোহাগ কুদ্দুসের কাছে টাকা চায়। এ সময় কুদ্দুস সোহাগকে ২০০ টাকা দেয়। কিন্তু টাকার পরিমাণ কম হওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা বাদে। এক পর্যায়ে সোহাগ তার সাথে থাকা ছুরি দিয়ে কুদ্দুসকে আঘাত করে। এরপর স্থানীয়রা কুদ্দুসকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে কর্তব্যরত চিকিৎসক কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে ছুরির আঘাত আছে।

এদিকে ছেলের হত্যার বিচার চেয়েছেন কুদ্দুসের পিতা আব্দুস সালাম। তিনি বলেন, টাকা ধার চেয়ে পরিমাণ কম হওয়ায় সে আমার ছেলেকে হত্যা করে ফেলেছে। খুনির ফাঁসি চাই।

আব্দুস সালাম আরও বলেন, আমার দেড় বছরের একটা নাতিন আছে। তার কী হবে? আমার ছেলের বউ কই যাবে? এখন কে আমাকে দেখাশোনা করবে?

এসআইএইচ


বিভাগ : সারাদেশ

বিষয় : সারাদেশ