ভারতের গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এরপর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। উদ্ধার অভিযানে কাজ করছে অন্তত ৯০ জন কর্মীর তিনটি দল। ধ্বংসস্তূপ সরাতেই বেরোচ্ছে একের পর এক লাশ।
সবশেষ কমপক্ষে ১৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও অনেকের খোঁজ মেলেনি।
বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান (ফ্লাইট নম্বর AI-171) উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয়।

বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডীয় ও সাতজন পর্তুগালের নাগরিক বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলটরা নিয়ন্ত্রণ কক্ষে 'মেডে কল' সংকেত পাঠিয়েছিলেন, যা সাধারণত চরম বিপদের সময় পাঠানো হয়। কিন্তু সংকেত পাঠানোর পর তাদের সঙ্গে আর যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি বলে জানায় ভারতের বিমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, "আহমেদাবাদের এই দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। আমি গভীর দুঃখ প্রকাশ করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছি। উদ্ধার কার্যক্রম তদারকিতে সংশ্লিষ্ট মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আমি যোগাযোগ রাখছি।"
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও শোক প্রকাশ করে দ্রুত উদ্ধার তৎপরতা ও আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, "আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য গ্রিন করিডরের ব্যবস্থা করা হয়েছে এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।"