রবিবার, ২৩ মার্চ ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

টাঙ্গাইলের মধুপুর-ঢাকা রুটে চালু হলো বিআরটিসির বাস, খুশি যাত্রীরা

ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের মধুপুর থেকে রাজধানীর ঢাকা রুটে অবশেষে চালু হলো বিআরটিসি’র বাস সার্ভিস। ফলে যাতায়াত আরও সহজ হবে যাত্রীদের এবং ভোগান্তি কমায় উচ্ছ্বসিত প্রকাশ করেছেন যাত্রীরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে পৌর শহরের বাসস্ট্যান্ডের আনারস চত্বরে এই বিআরটিসি’র বাস সার্ভিস উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের ডিডি আল মামুন, মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমরানুল কবির, কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সভাপতি নাজমুল হক, মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যাপক হোসেন শহীদ, বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

উল্লেখ্য, মধুপুর থেকে রাজধানীর ঢাকা ফার্মগেট প্রতিদিন চলাচল করবে বিআরটিসি’র এই বাস এবং যাত্রীরা সর্বোচ্চ সেবা পাবে বলে জানিয়েছেন বাস সার্ভিস কর্তৃপক্ষ। এনিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।

Header Ad
Header Ad

প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক : চীনা রাষ্ট্রদূত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশা প্রকাশ করেছেন যে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে মাইলফলক হয়ে উঠবে। আজ রবিবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আগামী ২৬ মার্চ ড. মুহাম্মদ ইউনূস তিনদিনের সফরে চীন যাচ্ছেন। এ সফরকে সামনে রেখে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে তিনি বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরকে সফল ও গঠনমূলক করার জন্য উভয় পক্ষই কাজ করে যাচ্ছে।

ইয়াও ওয়েন আরও জানান, এ বছর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। এ বিশেষ উপলক্ষে প্রধান উপদেষ্টার সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এবং সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন চীনা রাষ্ট্রদূত।

Header Ad
Header Ad

পাওনা আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক

ছবি: সংগৃহীত

বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পত্তি নিলামে বিক্রির নোটিশ দিয়েছে ইসলামী ব্যাংক। রোববার (২৩ মার্চ) দেশের একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ মার্চ পর্যন্ত সুদ ও আসলসহ ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে ইসলামী ব্যাংকের মোট পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৮ কোটি টাকা। এ ঋণ আদায়ের জন্য ব্যাংকটি প্রতিষ্ঠানটির বন্ধকি ২০১.৭৫ শতক জমি এবং সেখানকার ভবন ও স্থাপনাসমূহ নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখিত জমিগুলো চট্টগ্রামে অবস্থিত। আগ্রহী ক্রেতাদের আগামী ২৭ এপ্রিলের মধ্যে বিডিং করার জন্য বলা হয়েছে।

এর আগে, গত নভেম্বর মাসে এস আলম গ্রুপ জানায় যে, এলসি (লেটার অব ক্রেডিট) খুলতে না পারায় প্রয়োজনীয় কাঁচামালের অভাবে ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজের কারখানা বন্ধ রাখতে হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১৯ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের শেয়ার কিনে ব্যাংকটির বোর্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর বিভিন্ন নামে-বেনামে ব্যাংকটি থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকার ঋণ গ্রহণ করে এস আলম গ্রুপ। বর্তমানে ইসলামী ব্যাংকের প্রায় ৮৩ শতাংশ শেয়ার এস আলম গ্রুপের কাছে রয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশে বর্তমানে জব্দ অবস্থায় রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার মধ্য দিয়ে এস আলম গ্রুপের ব্যাংকটির উপর কর্তৃত্বের অবসান ঘটে।

এর আগে, এস আলম গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের বন্ধকি সম্পদ বিক্রি করে ঋণ আদায়ের জন্য জনতা ব্যাংকও নিলাম নোটিশ জারি করেছিল।

Header Ad
Header Ad

সাগরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

বিজিবি সিপাহী মো. বিল্লাল হাসানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় সাগরে নিখোঁজ থাকা বিজিবি সিপাহী মো. বিল্লাল হাসানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ গোলারচর এলাকা বঙ্গোপসাগর থেকে তার মৃতদেহ পাওয়া যায়। 

মৃত বিল্লাল কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিরতলা গ্রামের বজলুর রহমানের ছেলে। শাহপরীর দ্বীপ বিজিবি সীমান্ত ফাঁড়িতে কর্মরত সিপাহী ছিলেন। 

এর আগে গত শুক্রবার গভীর রাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনায় নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গা জীবত উদ্ধার করে। ওই সময় বিজিবুর সদস্যসহ আরও বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ হন। এ ঘটনায় গতকাল শনিবার এক শিশুসহ চার রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে পাচঁজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 
 
এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ‘নিখোঁজ থাকার দুই দিন পর সাগর থেকে বিজিবির সদস্যের মরদেহ পাওয়া গেছে। এর আগে সমুদ্রে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ায় বহনকারী নৌকায় উদ্ধার অভিযানে যান বিজিবি সদস্য। এ সময় নৌকাডুবির ঘটনায় সমুদ্রে নিখোঁজ হন তিনি। অবশেষে তার মৃতদেহ পাওয়া গেছে।' 
 
তিনি আরও বলেন, ‘এছাড়া ঘটনার দিন খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার অভিযানে যান এবং শিশুসহ ২৫ জনকে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার অভিযান এখনও চলছে।’

এদিকে নিহত বিজিবি সদস্যের ভাই আবু বকর বলেন, ‘ভাইকে খোঁজার জন্য টেকনাফের উদ্দেশ্য রওনা হয়েছিল। এর মধ্য খবর আসে, সাগরে চরের মধ্য ভাইয়ের মৃতদেহ পাওয়া গেছে। গত শুক্রবার সাগরে রোহিঙ্গা বহনকারী নৌকা উদ্ধার অভিযানে গেলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছিল ভাই। ওই সময় আমাদের জানানো হয়েছিল, তিনিসহ ৩৩ জন নিখোঁজ রয়েছেন। এ নিয়ে আমাদের ভুল বুঝাবুঝি হয়েছিল।’

নিখোঁজ বিজিবির সদস্যর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

ইউএনও বলেন, এর আগে রোহিঙ্গা বহনকারী নৌকাডুবির ঘটনায় শিশুসহ চার রোহিঙ্গার মৃতদেহ ভাসমান পাওয়া গেছে। এ ঘটনায় আরও বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ রয়েছে। তাদের বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। 

স্থানীয়রা জানান, গত ২২ মার্চ শুক্রবার রাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা টেকনাফে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া এলাকায় সাগরে ভাসতে দেখেন বিজিবি সদস্যরা। পরে মাঝিমাল্লারা রোহিঙ্গা বহনকারী নৌকাটি থামানোর সংকেত দেন সমুদ্রে। পরে ওই নৌকাতে ওঠেন বিজিবি সদস্য। এ সময় উত্তাল সাগরের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। তাদের চিৎকারে নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় জেলে ও বিজিবি। পরে নিখোঁজ বিজিবির সদস্যসহ রোহিঙ্গাদের সন্ধানে সাগরে তল্লাশি চালানো হয়। ডুবে যাওয়া নৌকায় অর্ধশতাধিক লোকজন ছিলেন বলে জানিয়েছেন উদ্ধার রোহিঙ্গারা। স্থানীয় মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য ঈমান হোসাইন ও আবুল মনছুর মিলে মিয়ানমারের থেকে রোহিঙ্গা পারাপারে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

 
 
Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক : চীনা রাষ্ট্রদূত
পাওনা আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক
সাগরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাতের সঙ্গে সারজিসের দ্বিমত
টয়লেটে বেশিক্ষণ থাকায় যাত্রীকে মারলেন পাইলট
পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক তুলে নিলো ভারত
গাজীপুরে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
হাসিনাবিরোধী আন্দোলনের বিষয়ে ভারত অবগত ছিল: জয়শঙ্কর
নামাজরত বাবাকে ছুরিকাঘাতে হত্যা করল ছেলে
নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, তদন্ত কমিটি    
গাজার পর লেবাননেও ইসরায়েলী হামলা  
দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস  
টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দুর্ভোগে যাত্রীরা  
রাজধানীর সড়কে বসছে ‘রিকশা ট্র্যাপার’    
ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাব, দুপুরে যাচ্ছে বিএনপি-এনসিপি  
সুন্দরবন পুড়ছে, পানির উৎস নেই কাছে  
ঈদের আগে ও পরে ৬দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ  
রোহিঙ্গাবাহী নৌকাডুবি: ৪ জনের লাশ উদ্ধার, বিজিবি সদস্যসহ নিখোঁজ অনেকে
বিদ্রোহী ১৮ নারী ফুটবলার অবশেষে ফিরছেন ক্যাম্পে
সেবার বিনিময়ে ‘উপহার’ নিতে পারবেন না সরকারি চাকরিজীবীরা