
ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রির দায়ে ৮ জনের কারাদণ্ড
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৬ এএম | আপডেট: ১৩ মার্চ ২০২৩, ০৬:০৬ এএম

সাভারের আশুলিয়ায় বেআইনিভাবে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ৮ জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এই কারাদণ্ড দেওয়া হয়।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকাপ্রকাশ-কে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট আনোয়ার হোসেন। এর আগে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন-আশুলিয়ার শিমুলিয়া রনস্থল গ্রামের ফেদু বেপারীর ছেলে মো. রসুল উদ্দিন (৪৭), গাজীপুরের কালিয়াকৈরের পাকুরাইল গ্রামের সুলতান মিয়ার ছেলে মো. রাজিব (২২), একই থানার ডোবাইল গ্রামের মো. বছুর উদ্দিন ছেলে মো. সাইফুল ইসলাম (২০) ও গোসতরা গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. মোসলেম (৪২), ধামরাইয়ের বারাড়িয়া গ্রামের ফাইজুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (১৯) ও একই গ্রামের আব্দুল মালেলেরকর ছেলে মো. জুলহাস হোসেন (২৬), ফইসকা গ্রামের মানিক ময়িার ছেলে মো. শিপুল হোসেন (১৮), ফেনী জেলার সোনাগাছি থানার দক্ষিণ চরদরবেশ গ্রামের নরুল ইসলামের ছেলে মো. আকবর হোসেন (২০)।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন, গতকাল শিমুলিয়া এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে কয়েকজনকে মাটি কাটার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে যাছাই-বাছাই করে ৮ জনকে বেআইনিভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এই চক্রটি মাটি চোর। তারা দীর্ঘদিন ধরে আইন ভেঙে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছিল। আবাদি কৃষি জমির মাটি কেটে এভাবে ইটভাটায় বিক্রি করা আইনের লঙ্ঘন।
তিনি আরও বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন-২০১৩ এর ১৫ ধারা মোতাবেক তাদের এই সাজা দেওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে সাজাপ্রাপ্ত আসামিদের আশুলিয়া থানার সহযোগিতায় জেলহাজতে পাঠানো হয়।
এসআইএইচ