চুয়াডাঙ্গায় কমেছে তাপমাত্রা, স্বস্তিতে জনজীবন

ছবি : ঢাকাপ্রকাশ
চুয়াডাঙ্গায় টানা চারদিনের প্রচণ্ড দাবদাহের পর আজ সোমবার (১২ মে) তাপমাত্রা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে দাঁড়িয়েছে ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াসে। এতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।
রোববার (১১ মে) দুপুর ৩টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল মাত্র ২৬ শতাংশ। আজ সে তুলনায় তাপমাত্রা কমলেও বাতাসে আর্দ্রতা বেড়ে দাঁড়িয়েছে ৪১ শতাংশে, ফলে গরম কমলেও ভ্যাপসা অনুভূতি এখনো রয়েই গেছে।
গত কয়েক দিন চুয়াডাঙ্গায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। শুক্রবার (৯ মে) ৪১.২, শনিবার (১০ মে) ৪২ এবং বৃহস্পতিবার (৮ মে) সর্বোচ্চ ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এতে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন চরম দুর্ভোগে পড়ে।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, এ ধরনের তাপমাত্রা আগামীকাল ১৩ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর ১৪ মে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
