বেনাপোলে ৪৪৭ বোতল ফেনসিডিলসহ আটক ৩

অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার শ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে বেনাপোল বন্দর থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন–বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের মৃত দ্বীন ইসলামের ছেলে মো. আতিয়ার রহমান (৫৫), কাগমারী গ্রামের মৃত আহম্মেদ খাঁর ছেলে মো. শাহ আলম (৪০), একই গ্রামের মো. শাহ আলমের ছেলে আরজু (১৯) এবং বড় আঁচড়া গ্রামের মৃত মঞ্জুরুল ইসলামের ছেলে মো. আক্তারুল ইসলাম (২৭)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, রোববার (৯ জানুয়ারি) সকাল ১০টার সময় গোপন খবর আসে, বেনাপোল বন্দর থানাধীন সাদিপুর গ্রামের খেয়াঘাটপাড়ার আতিয়ার রহমানের বসতবাড়ির সামনের রাস্তায় ফেনসিডিলের একটি চালান নিয়ে মাদকব্যবসায়ীরা অবস্থান করছে এমন খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। সেখান থেকে ৪৪৭ বোতল ফেনসিডিলসহ তিন সন্দেহভাজন মাদককারবারিকে আটক করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
এসএ/
