শনিবার, ১৮ মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
Dhaka Prokash

মোবাইল ফোনে তৈরী তামিল সিনেমার অ্যাকশন দৃশ্য

তামিল সিনেমার আদলে অ্যাকশন দৃশ্যের ভিডিও তৈরি হয়েছে সাধারণ একটি মোবাইল ফোনের কারসাজিতে। বিস্ময়কর কাজটি করে তাক লাগিয়ে দিয়েছেন সুনামগঞ্জের হাওরপাড়ের একদল তরুণ। তাদের দাবি, বাজেট কোনও বড় বিষয় নয়, প্রযুক্তির সঠিক ব্যবহারে স্বল্প বাজেটে দেশে যেকোনো অ্যাকশন দৃশ্য ধারণ করা সম্ভব।

লেখাপড়ার পাশাপাশি অ্যাকশন দৃশ্যের ভিডিও বানিয়ে প্রশংসায় ভাসছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া এলাকার এই তরুণরা। মাদক থেকে দূরে থাকতে ও সোশ্যাল মিডিয়ায় বা গেমস খেলে সময় নষ্ট না করে ভিন্ন কিছু করার পরিকল্পনা খেকেই এমন উদ্যোগ তাদের।

তামিল সিনেমা বাহুবলি: দ্য বিগেনিং, দ্য রিটার্ন অব রেবেল, কেজিএফ, ডিজেসহ আরও বেশ কিছু সিনেমা থেকে নেওয়া তাদের তৈরি অ্যাকশন দৃশ্যের ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে- সামান্য একটি স্মার্টফোন দিয়েই তামিল মুভির অ্যাকশন দৃশ্য অবিকল ধারণ করছে এই ক্ষুদে নির্মাতারা। দেখে মনে হতেই পারে দৃশ্যটি তামিল কিংবা ভারতের বিপুল বাজেটের অ্যাকশন ক্লিপ। সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের এই ক্ষুদে তরুণদের প্রতিভা দেখে হতবাক জেলাবাসী।

নেই কোনো ক্যামেরা বা পেশাদার ক্যামেরাম্যান। নিজেদের ব্যবহৃত সাধারণ একটি স্মার্টফোন, এর সঙ্গে ব্যবহার করা হয় ধুলা ও আটা, খেলনা অস্ত্র ‍এবং রক্তের জন্য আলতা। এসব দিয়েই তামিল সিনেমার আদলে অ্যাকশন দৃশ্য ধারণ, ভিডিও এডিটিংসহ সব কিছু মোবাইল ফোনে করা হয়।

শুটিংয়ের আকার ও প্রকারভেদে একটি ভিডিও তৈরি করতে সময় লাগে এক সপ্তাহ থেকে ১০ দিন। সর্বশেষ ধারণকৃত অ্যাকশন দৃশ্যের সঙ্গে তামিল সিনেমার সাউন্ড ইফেক্ট জুড়ে দেওয়া হয়। এতে নিখুঁতভাবে ফুটে উঠে স্কুল-কলেজ পড়ুয়া ক্ষুদে নির্মাতাদের তৈরি অ্যাকশন দৃশ্য। আর এই শুটিংগুলো করা হয় আশপাশের এলাকায়।

হাওরপাড়ের এই অ্যাক্টরদের মনে প্রশ্ন, অন্যরা পারলে আমরা কেন পারব না? আর এ ইচ্ছা শক্তি নিয়ে আগে ফ্রিডম ফিলম সোসাইটি নামের একটি সংগঠন করা হয়। এরপর একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ খোলেন তারা। সেখানেই তাদের তৈরি অ্যাকশন ভিডিওগুলো আপলোড করা হয়। তাদের তৈরি ভিডিওগুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে নেট দুনিয়ায়।

ওই ক্ষুদে নির্মাতাদের মধ্যে ডিরেক্টর হিসেবে কাজ করেছেন রকি আহমেদ শুভ। আর ভিডিও এডিটর ও ক্যামেরাম্যান হিসেবে কাজ করছেন মো. জাহিদ হাসান। এ ছাড়া তাদের সহযোগী হিসেবে কাজ করছেন সাজিব, জয় সরকার। তা ছাড়া অ্যাক্টর হিসেবে রয়েছেন ফারদিন, আরমান, শাহেদ, সবজল , ইমন , সাহাগির, মেহেদী , বাচ্চু , রাহুল, আকরাম। তাদের মধ্যে কেউ এসএসসি পাস করেছেন আবার কেউ নবম-দশম শ্রেণীর বা কলেজ পড়ুয়া শিক্ষার্থী।

অভিনেতা ফারদিন তালুকদার ঢাকাপ্রকাশ-কে বলেন, আমরা পড়াশোনার ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলো করি। আমাদের ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করার পর খুব ভালো সাড়া পেয়েছি। তাই আমাদের এই কাজের প্রতি আগ্রহ আরও বেড়েছে।

ভিডিও এডিটর মো. জাহিদ হাসান ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমরা সব কিছু মোবাইল দিয়ে করি। ভিডিও ধারণ, এডিটিংও মোবাইলে করি। এখ পর্যন্ত ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করছি না। এছাড়া আমরা সুনামগঞ্জের যে গ্রামে থাকি এটি খুবই দুর্গম এলাকা। আমরা চাইলেও ভালো একটা ভালো জায়গায় গিয়ে শুটিং করতে পারি না। তবুও আমরা আগামীতে ফিল্ম করার চেষ্টা করমু। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

ডিরেক্টর রকি আহমেদ শুভ ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমার অনুপ্রেরণা হচ্ছে তামিল সিনেমা, মুভিগুলো দেখে অনেক ভালো লাগত। আমার খুব মনে হতো আমরাও যদি এভাবে পারতাম।’

তিনি আরও বলেন, ‘আমি বলব আসলে বাজেট কোনও বিষয় না। যদি মনোবল আর বিশ্বাস থাকে যে এটা আমরা পারব, তাহলে অবশ্যই সম্ভব। তখন থেকে আমি তামিল মুভি দেখতাম আর অ্যাকশন দৃশ্য মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করতাম। আমরা খুবই চেষ্টা করি ভালো করার। আমাদের কাছে অনেক কিছুই নেই। অনেক প্রযুক্তির ব্যবহার করতে পারি না বলে কিছুটা সমস্যা হয়। তবে আমরা যদি সব ধরনের সরঞ্জাম পাই তাহলে আরও ভালো কিছু করতে পারব।’

এই তরুণ ক্ষুদে নির্মাতাদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম অবস্থায় পরিবারের কোনো সাপোর্ট না পেলেও পরবর্তীতে তারা তাদের পরিবারকে বুঝাতে সক্ষম হন ভবিষ্যতে তারা ভালো কিছু করবেন। এখন মানুষ তাদের প্রশংসা করছে। তবে তাদের পরিবার চাইছে তারা আগে পড়াশোনা করুক, পাশাপাশি বাকি কাজ চালিয়ে যাক।

এলাকাবাসী জানায়, এমন প্রত্যন্ত এলাকা থেকে তাদের সমাজের কিছু প্রতিভাবান তরুণ যে কাজটি করেছে সেটা গর্বের। তারা সামনের দিকে এগিয়ে যাক এমনটাই প্রত্যাশা তাদের।

স্থানীয় গণমাধ্যমকর্মী সইদুর রহমান তালুকদার ঢাকাপ্রকাশ-কে বলেন, আমাদের এই ভাটি অঞ্চলে অনেক গুণী শিল্পী ছিলেন। এক সময়ে যাত্রা পালা, গ্রাইম বাউল গানের আসর হইতো সবার বাড়িতে বাড়িতে। ছোট ছোট নাটক হতো, বহু অভিনেতা ছিলেন এই ভাটির শহরে। কিন্তু বর্তমানে আগের কিছুই নেই, সব হারিয়ে গেছে। এই সংস্কৃতি আবার ফিরিয়ে আনতে হলে এসব যুবকদের সহযোগিতা করতে হবে। আমার মনে হয় এই তরুণদের মাধ্যমে আমাদের ভাটি এলাকার নাম দাম সারাবাংলায় ছড়িয়ে পড়বে।

এদিকে ফাইটিং দেখে অনেকে মনে করতে পারেন এদের মাধ্যমে কিশোর গ্যাং তৈরি হতে পারে কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। শিক্ষকসহ সচেতন মহল বলছেন, এটা শিল্প। এটা বিখ্যাত মরমী সাধক হাসন রাজার, বাউল আব্দুল করিমের দেশে এখানকার মানুষের সংস্কৃতির প্রেম। প্রশিক্ষণ আর প্রযুক্তির সহায়তা পেলে ভবিষ্যতে আরও ভালো কিছু করে দেখাতে পারবে তারা।

এসআইএইচ

Header Ad

মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নিহত কলেজছাত্র মেহেদী হাসান মিশু। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান মিশু (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শুক্রবার (১৮ মে) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া নামক এলাকায় দুর্ঘটনার শিকার হন মিশু।

নিহত মেহেদী হাসান মিশু উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের স্কুলশিক্ষক রফিকুল ইসলাম মোল্লার ছেলে। গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুবেল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মেহেদী হাসান শুক্রবার রাতে মোটরসাইকেলযোগে গোবিন্দাসী এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কষ্টাপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে যায় মেহেদী।

এরপর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে তার অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র।

ইউপি সদস্য মো. রুবেল সরকার বলেন, গত শুক্রবার রাতে দুর্ঘটনার শিকার হয়ে আজ শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। বাদ আসর নামাজের পর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

এ ঘটনায় ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় কোনো ব্যক্তির মৃত্যুর খবর জানা নেই। কেউ অভিযোগও করেনি।

যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ের আঘাতে ৭ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে অন্তত ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শক্তিশালী এই ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ওই অঞ্চলের পাঁচ লক্ষাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। সেখানের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৬ মে) রাতের এ ঝড়ে স্থানীয় বাসিন্দাদের কয়েক সপ্তাহ বিদ্যুৎহীন থাকতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাছপালা ও বিদ্যুতের লাইন উপড়ে এবং বজ্রপাতে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ঝড়ের পর উপসাগরীয় উপকূল অঞ্চলে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। তবে ঝড়টি প্রতিবেশী লুইসিয়ানা অঙ্গরাজ্যে চলে গেছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা।

ঝড়ের পর গতকাল শুক্রবার কর্তৃপক্ষ জানায়, শক্তিশালী এ ঝড়ে বজ্রপাতে ৮৫ বছর বয়সী এক নারী, বৈদ্যুতিক খুঁটি সরাতে গিয়ে ৫৭ বছর বয়সী একজন এবং অসুস্থ অবস্থায় অক্সিজেনের অভাবে আরও একজন মারা গেছে। কর্মকর্তারা এর আগে বলেছিলেন, ঝড়ে গাছ পড়ে দুজন, ক্রেন পড়ে একজন এবং গাড়ির ওপর গাছ পড়ে একজনসহ মোট চারজন মারা গেছেন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় সাতজনে।

গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে হ্যারিস কাউন্টির শীর্ষ সরকারি কর্মকর্তা টেক্সাসের বিচারক লিনা হিডালগো জানান, কমপক্ষে দুটি টর্নেডো বৃহস্পতিবার রাতে এই অঞ্চলে আঘাত হেনেছে। বৃহস্পতিবারের ঝড়ে হিউস্টন শহরের বিভিন্ন ভবনের জানালার কাচ ভেঙে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। জ্বলছে না সড়কের বাতিও। কর্তৃপক্ষ বলেছে, ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৭৭ কিলোমিটার।

১৯৮৩ সালে হারিকেন অ্যালিসিয়ার পর এই অঞ্চলে এমন গতিতে আর কোনো ঝড় হয়নি বলেও জানান বিচারক হিডালগো।

শুক্রবার হিউস্টনে মৃদু তাপমাত্রা ছিল, তবে আর্দ্রতার সঙ্গে সপ্তাহের শেষে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগের কর্মকর্তারা। ঝড়ের কারণে গতকাল শুক্রবার ওই অঞ্চলে সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার (১৯ মে) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। খবর বিবিসি

জিয়াউর রহমান বাকশালের সদস্য হয়েছিলেন: ওবায়দুল কাদের

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশাল সদস্য হয়েছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৮ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন। কিন্তু বিএনপি ও মির্জা ফখরুল বাকশালকে গালিতে পরিণত করতে চায়।

ওবায়দুল কাদের বলেন, গণমাধ্যমও লিখছে ভারত বিরোধিতার বিষয়টি পুনর্বিবেচনা করে দেখবে বিএনপি। ভারত প্রশ্নে এখন মধ্যপন্থা নিতে চায় বিএনপি।

সেতুমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্রের কোনো ঘাটতি নেই, সংসদ এবং সংসদের বাইরেও সরকারের বিরোধিতা জারি আছে। সরকার কোনো দল বা গোষ্ঠীর ওপর দমনপীড়ন চালাচ্ছে না। গণতন্ত্রের বিচারে বিশ্বের অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

সর্বশেষ সংবাদ

মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ের আঘাতে ৭ জনের মৃত্যু
জিয়াউর রহমান বাকশালের সদস্য হয়েছিলেন: ওবায়দুল কাদের
মা হারালেন সংগীতশিল্পী মোনালি ঠাকুর
মালয়েশিয়ায় ২ লাখ টাকায় বিক্রি হওয়ার অভিজ্ঞতা জানালেন বাংলাদেশি শ্রমিক
মসজিদে ভোজের আয়োজন করলেন ডিআইজি বাতেন, ইসিতে অভিযোগ
ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে
টাঙ্গাইলে ধান কাটতে এসে বজ্রপাতে প্রাণ হারালেন দুই ভাই
মেসি-বার্সা চুক্তির সেই ন্যাপকিন বিক্রি হলো ১১ কোটি টাকায়
এবার রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন
কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি-বাতাসে রাজধানীতে স্বস্তি
সাতক্ষীরায় ট্রাক উল্টে প্রাণ গেল দুই শ্রমিকের, আহত ১১
রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ভাঙা হাত নিয়েই ‘কান চলচ্চিত্র উৎসব’ মাতালেন ঐশ্বরিয়া
ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-শিলাবৃষ্টির আভাস, কমবে তাপপ্রবাহ
আচরণবিধি লঙ্ঘন: আ.লীগ নেতাকে জরিমানা, ৭ ডেগ খিচুড়ি জব্দ
সৌদিতে চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
যমজ ২ বোনকে হাতুড়ি দিয়ে পেটালেন ছাত্রলীগ নেতা
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি