রবিবার, ৫ মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

৭ উইকেটে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল বাংলাদেশের

বর্ণিল হলো না তামিম ইকবালের ৩৩দম জন্মদিন। হয়নি সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করা। দুইটি লক্ষ্যই ছিল এক সূতায় গাঁথা। তার জন্য প্রয়োজন ছিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জেতা। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে তা করা সম্ভব হয়নি। হেরে গেছে ৭ উইকেটে। বাংলাদেশের ৯ উইকেটে করা ১৯৪ রান দক্ষিণ আফ্রিকা অতিক্রম করে ৩৭.২ ওভারে ৩ উইকেটে ১৯৫ রান করে। সিরিজ জেতার পরিবর্তে সমতা। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচ সিরিজ নির্ধারনি অলিখিত ফাইনাল। ২৩ মার্চ বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের ভেন্যু সেই সেঞ্চুরিয়ানই অনুষ্ঠিত হবে দিবা-রাত্রির এই ম্যাচটি।

জোহানেসবার্গের যে উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা ছটফট করেছেন, সেই উইকেটেই স্বাগতিক দলের ব্যাটসম্যানরা বিচরন করেছেন স্বাভাবিক। বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানরা প্রোটিয়াদের পেস আক্রমণের সামনে পড়ে হা-হুতাশ করেছেন। ৩৪ রান ফিরে যান যান ৫ ব্যাটসম্যাস তামিম ইকবাল ১, লিটন দাস ১৫, সাকিব ০, মুশফিক ১১, ইয়াসির আলী ২। সেখানে দক্ষিণ আফ্রিকার যারাই ব্যাট করতে নেমেছেন তারাই রানের দেখা পেয়েছেন। মালান-ডি কক মিলেই উদ্বোধনী জুটিতে ৮৬ রান এনে বাংলাদেশকে কোনো রকমের লড়াই করারই সুযোগ দেননি। মালান ৪০ বলে ২৬ রান করলেও ওডি কক সিরিজে প্রথমবারের মতো খেলতে নেমিই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে মাত্র ৪১ বলে ৬২ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ২ ছক্কা ৯ চার। মালানকে মিরাজ ও ডি কককে সাকিব ফিরিয়ে দেন। ৮ রানের ব্যবধানে দুই জন ফিরে গেলেও পরে আসা দুই ব্যাটসম্যান ভেরেন্নি ও দলপতি টেম্বা বাভুমা মিলে যোগ করেন ৮০ রান। বাভুমাকে ৩৭ রানে আফিফ ফিরিয়ে দেয়ার পর ভেরেন্নি ডসনকে নিয়ে জয়ের বাকি কাজ সারেন। ভেরেন্নি ৭৭ বলে ১ ছক্কা ও ৩ চারে ৫৮ রানে ও ডসন ৮ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের তিন পেসার তাসকিন, শরিফুল, কোন প্রভাবই বিস্তার করতে পারেননি। তাদের উপর চড়াও হয়ে খেলেছেন স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। দুই পেসাররা এতোই বাজেবোলিং করেন যে তাসকিন ও শরিফুলকে দিয়ে ৪ ওভারের বেশি বোলিংই করাননি তামিম ইকবাল। শরিফুল ২৯ ও তাসকিন ৪১ রান দেন। দুই পেসারের এমন ব্যর্থতায় তামিম ইকবাল তৃতীয় পেসার মোস্তাফিজকে দিয়ে ৩ ওভার বোলিং করেন। যদিও মোস্তাফিজ শরিফুল ও তাসকিনের মতো খরুচে ছিলেন না। রান দেন ১৩। পেসারদের মানের এ রকম অবনতির কারণে তামিম ইকবাল স্পিনারদের উপর ভরসা করেন। সাফল্যও এনে দেন তারাই। মিরাজ ১০ ওভারে একটু বেশি ৫৬ রান দিয়ে ১ উইকেট নিলেও সাকিব ১০ ওভারে মাত্র ৩৩ রান দেন ১ উইকটে। পরে তামিম আফিফ ও মাহমুদউল্লাহকে আক্রমণে নিয়ে আসেন। এখানে সফল হন আফিফ। তিনি ৫ ওভারে ১৫ রান দিয়ে নেন ১ উইকেট। মাহমুদউল্লাহ ১.২ ওভারে ৮ রান দেন।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের সময় উইকেটের চরিত্র ছিল সম্পূর্ণ ব্যাটিং বান্ধব। যা বাংলাদেশের ইনিংসের পুরো বিপরীত। তবে বাংলাদেশের ইনিংসের প্রথম ৫ উইকেট পড়ে যাওয়ার পর ধীরে ধীরে ব্যাটিং বান্ধব হয়ে উঠতে থাকে। যে কারণে মাত্র ১২.৪ ওভারে টপ অর্ডারের ৫ ব্যাটসম্যানকে হারানোর পরও বাংলাদেশ অলআউট হয়নি। দুইটি বড় জুটি হয়েছে। একটি ষষ্ট উইকেট জুটিতে মাহমুদউল্লাহ ও মিরাজ ৬০ ও এবং আফিফ ও মিরাজ সপ্তম উইকেটি জুটিতে ৮৬ রান যোগে করেন। আফিফ খেলেন ১০৭ বলে ৯ চারে ৭২ রানের ইনিংস।

স্কোরবোর্ডে বাংলাদেশের ৯ উইকেটে ১৯৪ রান দেখে হতাশ হওয়াটাই স্বাভাবিক। আবার ৩৪ রানে টপ অর্ডারর ৫ ব্যাটসম্যানকে হারানোর পর এই সংগ্রহ অনেকে বেশি। অন্তত বোলারদের লড়াই করার মতো। যদিও তাার মোটেই লড়াই করতে পারেননি।
জোহানেসবার্গের পেস স্বর্গরাজ্য উইকেটে তামিম ইকবালের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে মোটেই সময় নেননি প্রোটিয়া পেসাররা। শুরুটা বার্থডে বয় তামিম ইকবালকে দিয়ে। মুহূর্তে তা পরিণত হয় ৩৪ রানে ৫ উইকেট। শুরুটা করেন এনগিডি। পরে ভয়ংকর রুপে আবির্ভত হন রাবাদা। যে কারণে ৩০০ বলের ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা ডট বল দিয়েছেন ১৮৯টি। ছয় ছিল ২টি। আর বাউন্ডারি ১৬টি।

বাংলাদেশের ব্যাটসম্যানরা মূলত পরাস্ত হয়েছেন পেসারদের গতি আর বাউন্সের কাছে। ৩৪ রান ৫ উইকেট হারানোর পর বাংলাদেশের শতরান পার হওয়াই শঙ্কায় ছিল। সে শঙ্কা দূর করেন আফিফ ৭২ রানের ইনিংস খেলে। সঙ্গি হিসেবে পেয়ে যান মাহমুদউল্লাহ ও মিরাজকে। ষষ্ঠ উইকেট জুটিতে রান আসে ৬০। মাহমুদউল্লাহ ২৫ রান করে সামসির বলে ফিরে যাওয়ার পর আফিফ ও মিরাজ সপ্তম উইকেট জুটিতে যোগ করেন ৮৬ রান। এই দুই জনকে যখন কিছুতেই ফেরানো যাচ্ছে না, তখন আবার আক্রমণে এসে রাবাদা একই ওভারে ফিরিয়ে দেন প্রথমে আফিফ ও পরে মিরাজকে। আফিফ ৭৯ বলে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি করার পর ১০৭ বলে ৯ চারে ৭২ রান করে আউট হন বাভুমার হাতে ধার পড়ে। মিরাজকে ৩৮ রান ক্যাচ ধরেন মালান। রাবাদা ৩৯ রানে নেন ৫ উইকটে। ১টি করে উইকেট নেন এনগিডি, পার্নের, ডসন ও সামসি।

 

এমপি/

Header Ad

৩০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন

ছবি: সংগৃহীত

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রবিবার (৫ মে) সকাল থেকে ফায়ার সার্ভিস, বনবিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া, আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার দিয়ে উপর থেকে পানি ঢালে বিমানবাহিনী। আগুনের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি করেছে বন বিভাগ।

বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে গণমাধ্যমকে বলেন, সুন্দরবনের আমুরবুনিয়া জঙ্গলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। নতুন করে আগুন আর ছড়ায়নি। ফায়ার সার্ভিসের সহায়তায় বন বিভাগের ২ শতাধিক বনকর্মীসহ নৌবাহিনী, কোস্টগার্ড, আনসার-ভিডিপি সদস্যরা আগুন নেভাতে কাজ করে। বিমানবাহিনীও আগুন নির্বাপণে অংশ নেয়।

প্রাথমিকভাবে বনের ৫/৬ একর বনভূমির লতাগুল্ম পুড়ে গেছে বলে সিএফ জানিয়েছেন। রবিবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন ও পুলিশ সুপার মো. আবুল হাসনাত খান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বন পরিদর্শন করেন।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মো. নুরুল করিম বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত ও এতে বনের ক্ষতি সম্পর্কে জানতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী

ছবি: সংগৃহীত

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রীর প্রস্তাব পেয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। এই তথ্য জানিয়ে তিনি বলেছেন, এটি রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের বিষয়। প্রধানমন্ত্রীর কাছে এ প্রস্তাব উপস্থাপিত হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

রবিবার (৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সাধারণভাবে ৩৫ ও কোটার ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সম্প্রতি এ সুপারিশ করে জনপ্রশাসনমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধাদের পোষ্যসহ বিভিন্ন কোটার ক্ষেত্রে এ বয়স ৩২ বছর। দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীরা বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসনমন্ত্রী বলেন, যেকোনও বিষয়ে নীতিগত সিদ্ধান্ত একটি প্রক্রিয়া অনুসরণ করে হয়। আমরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো। তিনি পরামর্শ দেবেন কোন প্রক্রিয়া অনুসরণ করে কোন জায়গায় যাওয়া যায়।

তিনি বলেন, এরই মধ্যে প্রধানমন্ত্রীর সামনে বিষয়গুলো উত্থাপিত হয়েছে। একাদশ সংসদের এমপিরা এ বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্নের উত্তর আমি নিজে দিয়েছি, প্রধানমন্ত্রীও কিন্তু সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে দুই বছর বেশি অর্থাৎ ৩২ বছর হবে।

তিনি বলেন, চাকরিতে প্রবেশের ক্ষেত্রেও বাড়িয়ে ২৭ বছর থেকে ৩০ বছর হয়েছে। আমরা কিন্তু বাড়িয়েছি। এটা (প্রবেশের বয়স) বাড়ালে আবার ওই দিকটার (অবসরের বয়স) একটা ব্যাপার আছে। তখন যে বাস্তবতা ছিল, বাস্তবতা বিভিন্ন সময়ে পরিবর্তন হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন। বিষয়গুলো পরিষ্কার করেছেন।

মন্ত্রী বলেন, চাকরিতে প্রবেশের বয়স বাড়ালে নিয়োগের নীতিমালার পরিবর্তন আনতে হবে। এটার ওপর আমাদের বিশেষ কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেই বলা যাবে এটি করা যাবে কি যাবে না বা আমরা এটা কখন করবো।

এবার মানবপাচার মামলায় ৪ দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার

ছবি: সংগৃহীত

মানবপাচার আইনে মিরপুর মডেল থানার এক মামলায় ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালতে শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে জাল মৃত্যুসনদ জালিয়াতির অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় তিন দিনের রিমান্ড শেষে মিল্টন সমাদ্দারকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) মিরপুর জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল হোসেন। এরপর তাকে মানবপাচার আইনের মামলায় গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক শিকদার মহিতুল আলম। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তাকে মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। মিল্টন সমাদ্দারের পক্ষে আইনজীবী আব্দুস সালাম শিকদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

আজ দুপুর ১টার দিকে মিল্টন সমাদ্দারকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানিকালে তাকে এজলাসে তোলা হয়।

জাল মৃত্যুসনদের মামলায় গত ২ মে মিল্টন সমাদ্দারকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে ওই মামলায় কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল হোসেন।

গত ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

৩০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
এবার মানবপাচার মামলায় ৪ দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার
দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় স্ত্রীকে তালাকের অভিযোগ
দেশে ফেরা হলো না প্রবাসীর, বিমানে ওঠার আগে মৃত্যু
বজ্রপাত থেকে বাঁচার ‘কৌশল’ জানাল আবহাওয়া অফিস
নওগাঁয় ঔষধ ব্যবসায়ীদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন
কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যা করল জনতা
সত্য বলায় যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই: ওবায়দুল কাদের
সেনাবাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী
উপজেলা নির্বাচন বর্জনে রিজভীর লিফলেট বিতরণ
টাঙ্গাইলে বজ্রপাতে বাবুর্চির মৃত্যু
জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্র সিরিজের ফলাফল কোনো কাজে আসবে না : সাকিব
১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
গাজায় দেড় লাখের বেশি অন্তঃসত্ত্বা নারী পানিশূন্যতায় ভুগছেন
স্বামীর সঙ্গে অভিমানে নববধূর আত্মহত্যা
নারী এমপিকে মাদক খাইয়ে যৌন হেনস্তা
নীলক্ষেতে দুই রেস্টুরেন্টে আগুন
খাগড়াছড়িতে টিনের চালে বজ্রপাত, ঘরসহ পুড়ে ছাই মা-ছেলে