শুক্রবার, ৩ মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

২০২৭ সালে অস্ট্রেলিয়াতে টেস্ট খেলবে বাংলাদেশ!

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। কিন্তু আসলেই তারা কতোটুকু নিয়ামক এ নিয়ে যথেষ্ট সংশয় আছে। চাইলেই একটি দেশ যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, সেখানে আইসিসি করার কোনো কিছুই থাকে না। ভারত না চাওয়াতে পাকিস্তানের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ বন্ধ হয়ে আছে।

আবার আইসিসিরি এফটিতে খেলা থাকার পরও কোনো দেশ ইচ্ছে করলেই খেলতে অপরাগতা প্রকাশ করছে। ২০১৬ সালে নিারপত্তার কথা বলে অস্ট্রেলিয়া দল তাদের বাংলাদেশ সফর স্থগিত করে দিলেও একই সময় অস্ট্রেলিয়ার ফুটবল দলের বিশ্বকাপ বাছাই খেলা ছিল বাংলাদেশে। তারাও না আসতে চেয়েছিল। কিন্তু ফিফার কঠোর মনোভাবের কারণে ফুটবল দলকে বাংলাদেশে এসে খেলে যেতে হয়েছিল। এই দুইটি ঘটনাতে বুঝা যায় ফিফা কতোটা শক্তিশালী, আর আইসিসি কতোটা দূর্বল।

বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মযার্দা পাওয়ার পর এখন পর্যন্ত একবারই অস্ট্রেলিয়া গিয়ে দ্বি পাক্ষিক টেস্ট সিরিজ খেলে এসেছে। সেটা ২০০৩ সালে। দুইটি খেলাই দিয়েছিল অপরিচিত দুই ভেন্যুতে। এরপর ছিল ২০১৬ সালের সেই টেস্ট সিরিজ। এদিকে অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছে দুইবার ২০০৬ ও ২০১৭ সালে। বাংলাদেশে আবার অস্ট্রেলিয়া গিয়ে ২০০৮ সালে ওয়ানডে সিরিজ খেলে এসেছে। ২০২২ সাল পর্যন্ত এফটিতে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসলেও বাংলাদেশেকে আতিথেয়তা দেওয়ার প্রয়োজন মনে করেনি তারা। সেই অস্ট্রেলিয়াতে আবার বাংলাদেশের যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আইসিসির নতুন (২০২৩-২০২৮) এফটিতে।

রবিবার (১৭ এপ্রিল) মিরপুরে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘২০২৭ সালে দুটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। পরিকল্পনা আছে। এখনও চূড়ান্ত হয়নি। ২০২৬ সালে ওরা আসবে।’

এদিকে অস্ট্রেলিয়ার মতো করে না হলেও ইংল্যান্ডেও বাংলাদেশের খুব একটা দ্বি পাক্ষিক সিরিজ খেলা হয়নি। যদিও বাংলাদেশ ইংল্যান্ডে আইসিসিরি আসর খেলকে বেশ কয়েকবারই গিয়েছে। সর্বশেষ গিয়েচিল ২০১৯ সালের ওয়ানেডে বিশ্বকাপ ক্রিকেট খেলতে। দ্বি পাক্ষিক সিরিজ সর্বশেষ খেলে এসেছে ২০১০ সালে। আর ইংল্যান্ডে সর্বশেষ বাংলাদেশে এসেছিল ২০১৬ সালে। এবার ইংল্যান্ডে গিয়েও টেস্ট সিরিজ খেলার চেষ্টা করছে বিসিবি।

জালাল ইউনুস বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে এখনো কথা হচ্ছে। নিশ্চিত হয়নি। আমরা চেষ্টা করছি ইংল্যান্ডে গিয়ে একটা সিরিজ খেলতে। আমরা আশা করছি ওদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাব।’

এর বাইরে নতুন এফটিপেতে বাংলাদেশ দল পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা সফরও করবে বাংলাদেশ। জালাল ইউনুস বলেন, ‘দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান সফর করার পরিকল্পনা আছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ তো আছেই। কিছু কিছু সিরিজ মোটামুটি নিশ্চিত হয়েছে, পরে আপনারা জানতে পারবেন।’

এই সব দেশে দ্বি পাক্ষিক সিরিজ একেবারে না খেলা বা কম খেলা প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আমরা সব সময় চাই পূর্ণাঙ্গ সিরিজ হোক। আমরা চেষ্টা করি। কিন্তু আমাদের চাওয়ামতো অনেক কিছু মেলে না। দেখা যায়, আমরা আলাপ করলে ওরা একটা বা দুইটা ফরম্যাটের কথা বলে। সেটা আমাদের মেনে নিতে হয়। দেখা যাক আমরা আলোচনা করে আরো কিছু খেলা বাড়িয়ে নিতে পারি কি না। এটা নির্ভর করে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর। অনেক সময় দেখা যায় তাদের যেসব সূচি থাকে, আমি অস্ট্রেলিয়ার কথা বলছি। খা যায় অ্যাশেজ থাকলে তারা লম্বা সময়ের জন্য ওটা নিয়ে ব্যস্ত থাকে। তাই অন্য সিরিজ সংক্ষিপ্ত করে ফেলে। তখন একটা বা দুইটা ফরম্যাটে খেলার সুযোগ পাই।’

নতুন এফটিতে হয়তো অস্ট্রেলিয়া সফর হবে। হতে পারে ইংল্যান্ড সফরও। কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের জন্য আছে সুখবর। বেড়েছে ম্যাচের সংখ্যা। জালাল ইউনুস বলেন, ‘বাংলাদেশের জন্য সুখবরও আছে। আলাপ আলোচনা করে যেগুলো চূড়ান্ত করেছি এর মধ্যে ৪০টির বেশি টেস্ট, ৭০ এর বেশি ওয়ানডে ও ৭৬টিরও বেশি আছে টি-টোয়েন্টি ম্যাচ। হতে পারে এখান থেকে কিছু বদল হতে পারে। এগুলো আইসিসি ও মহাদেশীয় ইভেন্টের বাইরে। এরপর তো আইসিসি ইভেন্ট আছেই। এরমধ্যে ত্রিদেশীয় সিরিজও খেলতে পারি।’

এমপি/এমএমএ/

 

Header Ad

যুগ্ম সচিব মর্যাদার ৩ জনকে বদলি

ছবি: সংগৃহীত

যুগ্ম সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব), বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল এর যুগ্মসচিব মো: আহসান হাবীবকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর পরিচালক পদে, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব জসিম উদ্দিন হায়দারকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

 

এছাড়া কৃষি মন্ত্রণালযয়ের যুগ্মসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমানকে বাংলাদেশ টেলিভিশন এর উপমহাপরিচালক করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

টিকেট নিয়ে সেনা সদস্য-টিটিই'র বাকবিতন্ডায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ভাংচুর, আহত ৫

ছবি : ঢাকাপ্রকাশ

টিকেট নিয়ে সেনাবাহিনীর সদস্য ও রেলওয়ের টিটিই'র মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটেছে। এতে টিটিই, গার্ড ও এক সেনা সদস্যসহ পাঁচ জন আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া এই ঘটনায় ট্রেনের কর্তব্যরত গার্ড রুমের দরজা, জানালা ভাংচুর করার অভিযোগ উঠেছে সেনা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। আর ঘটনার পর প্রায় ১ ঘন্টা ৫০ মিনিট বিলম্বে ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন থেকে ছেড়ে যায়।

আর এতেই দূর্ভোগে পড়ে প্রায় দুই হাজার যাত্রী। অনেক যাত্রীকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়। আবার প্রায় দুই শত যাত্রীকে দেখা যায় তারা ট্রেন ছাড়ার জন্য বিক্ষোভ করতে করতে স্টেশন মাস্টারের রুমের দিকে এগিয়ে যায়।

 

ছবি : ঢাকাপ্রকাশ

বৃহস্পতিবার (২ মে) বিকাল ৫ টার দিকে বগুড়ার সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে এঘটনা ঘটে।

জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় ফুলবাড়ি স্টেশনে পৌঁছে। এ সময় ওই ট্রেনের শিতাতপ নিয়ন্ত্রিত (এসি) 'গ' বগিতে থাকা সেনা সদস্য আল আমিন সৈয়দপুর সেনানিবাস থেকে ছুটিতে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে। সেই ট্রেনে আরও ১০-১২ জন সেনা সদস্য ছিল। ওই ট্রেনের দায়িত্বরত টিটিই রাসেল হোসেন টিকেট চাইলে দেখাতে ব্যর্থ হয়। এরপর টিটিই'র চাহিদামতো টিকেট বাবদ ৭ শত টাকা দিয়ে দেয় সেনা সদস্য। টাকার বিনিময়ে টিকেট চাইলে টিকিট দিতে অস্বীকৃতি জানান সেই টিটিই। আর এতেই সেখানে এক পর্যায়ে ওই টিটিইর সাথে তাদের বাকবিতন্ডা বাঁধে। ওই ট্রেনের অ্যাটেনডেন্ট আব্দুল মালেক, গার্ড আব্দুস সাত্তার বিষয়টি সমাধানের জন্য এগিয়ে আসেন।

এরপর ট্রেনটি সান্তাহার স্টেশনে পৌঁছলে ওই ট্রেনের বিভিন্ন বগিতে যাত্রা করা ১০-১২ সেনা সদস্য একত্রিত হয়ে ওই ট্রেনের গার্ড, টিটিই ও অ্যাটেনডেন্টসহ ৪-৫ জনকে কিল, ঘুষি ও চেয়ার দিয়ে মারপিট করে আহত করেন। পাশাপাশি ট্রেনের দরজা, জানালা ভাংচুর করেন।

 

ছবি : ঢাকাপ্রকাশ

এ ঘটনায় এক সেনা সদস্যও আহত হওয়ার ঘটনা ঘটেছে।

খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ, আদমদীঘি থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধার করে। আহত টিটি ও গার্ডকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও বেশ কিছু সেনা সদস্যকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয় নিয়ে পুলিশ বা সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে একাধিক সূত্রে জানা যায়, বগুড়া সহকারী পুলিশ সুপার, রেলওয়ে পুলিশ সুপার ও সেনাবাহিনীর উর্দ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

প্রত্যক্ষদর্শী এক ট্রেন যাত্রী বলেন, টিটিই জানতোনা সে সেনাবাহিনীর সদস্য। টিকেট না থাকায় তার কাছে টিকেট চায় কর্তব্যরত টিটি। তখন সে সেনাবাহিনীর পরিচয় দিয়ে বলে আমার কাছে টিকেট নেই। টিটিই তার কাছে সাত শত টাকা চাইলে টিকেটের মূল্য বাবদ সেনাবাহিনীর ওই সদস্য টিটিকে টাকা দিয়ে দেয়। এরপর টিকেট চাইলে টিকেট দিতে গড়ি মসি করে টিটিই। মূলত টিকেট না দেওয়ায় শুরু হয় বাগবিতণ্ডা। তিনি একটু ক্ষোভ নিয়েই বললেন, প্রায় সকল ট্রেনেই কিছু দূর্নীতিবাজ টিটিই থাকে।

যাত্রীরা ক্ষোভ নিয়ে বলেন, সরকারি লোকদের গন্ডগোলের কারণে ভোগান্তিতে পড়েছি আমাদের মতো প্রায় দুই হাজার সাধারণ যাত্রীরা। এই ঘটনার পর প্রায় এক থেকে দেড় ঘন্টা ট্রেন দাঁড়িয়ে আছে এই সান্তাহার স্টেশনে। কখন যে এর সমাধান হবে কিছুই বলতে পারছি না। তবে এর দ্রুত সমাধান চাই আমরা যাত্রী সাধারণেরা।

এরিপোর্ট লেখা রাত সাড়ে ৯টা পর্যন্ত সান্তাহার রেলওয়ে থানায় সেনাবাহিনীর ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

সারা দেশে আরও ২ দিন হিট অ্যালার্ট জারি

নিজস্ব ছবি : ঢাকা প্রকাশ

তীব্র গরমে সারা দেশে আরও ২ দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। এ নিয়ে সপ্তমবার হিট অ্যালার্ট দিয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য এই হিট অ্যালার্ট জারি করা হয়।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক তাপপ্রবাহের সতর্কবার্তায় বলেন, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

এর আগে রবিবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও ৭২ ঘণ্টা বাড়ানো হয়েছিল।

সর্বশেষ সংবাদ

যুগ্ম সচিব মর্যাদার ৩ জনকে বদলি
টিকেট নিয়ে সেনা সদস্য-টিটিই'র বাকবিতন্ডায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ভাংচুর, আহত ৫
সারা দেশে আরও ২ দিন হিট অ্যালার্ট জারি
জমি নিয়ে বিরোধ: স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
কক্সবাজারে হবে উন্মুক্ত কারাগার, শিগগিরই নির্মাণ শুরু : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় পাওয়ার টিলার চালক নিহত
আরেক দফা কমলো স্বর্ণের দাম
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : সেতুমন্ত্রী
মে মাসে আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
জায়েদ খানের উপস্থাপনায় মঞ্চ মাতাবেন জেমস
আইপিএল থেকে কত টাকা পাচ্ছেন মুস্তাফিজ?
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করে ৯৯৯-এ ফোন দিলেন স্বামী
গণমাধ্যমের যে কোনো সমালোচনাকে সরকার স্বাগত জানায়: তথ্য প্রতিমন্ত্রী
কংগ্রেসকে পাকিস্তানের ‘মুরিদ’ বললেন নরেন্দ্র মোদি
দেশে নির্মাণ হচ্ছে স্বর্ণ কারখানা
টাঙ্গাইলে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা
ওমরাহ পালন করতে সস্ত্রীক ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল
সরকারি খাদ্য গুদামে হয়রানির অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
রোনালদোর পর সিকান্দার রাজাও সংবাদ সম্মেলনে কোমল পানীয়র বোতল সরালেন