অ্যাডায়ারের হুঙ্কার: ভয়-ডরহীন ক্রিকেট খেলবে আয়ারল্যান্ড

২৫ মার্চ ২০২৩, ০৮:০০ পিএম | আপডেট: ২৬ মে ২০২৩, ০৫:৩৬ এএম


অ্যাডায়ারের হুঙ্কার: ভয়-ডরহীন ক্রিকেট খেলবে আয়ারল্যান্ড

ওয়ানডেতে নাকানিচুবানি খেয়েছে আয়ারল্যান্ড। বৃষ্টির আশীর্বাদে পায়নি ধবলধোলাইয়ের লজ্জা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ হেরেছে ২-০ ব্যবধানে। শুরুতেই নাস্তানাবুদ হলেও উচ্চকণ্ঠ রস অ্যাডায়ার। তার হুঙ্কার: টি-টোয়েন্টি সিরিজে ভয়-ডরহীন ক্রিকেট খেলবে আয়ারল্যান্ড।

শুধু ফরম্যাট নয়, ভেন্যুও বদলে গেছে। বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ খেলেছিল সিলেটে। টি-টোয়েন্টি সিরিজ খেলবে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংক্ষিপ্ত ফরম্যাটের তিন ম্যাচ হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ মার্চ।

ওয়ানডে সিরিজের দলে ছিলেন না অ্যাডায়ার। নেই টেস্ট স্কোয়াডে। শুধুমাত্র টি-টোয়েন্টি খেলতে আয়ারল্যান্ডের সফরসঙ্গী হয়েছেন এই ব্যাটার, যিনি এখন পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটে মাত্র ৩ ম্যাচ খেলেছেন। অভিজ্ঞতা কম হলেও আত্মবিশ্বাস কোনো ঘাটতি দেখা যাচ্ছে না তার মাঝে।

শনিবার (২৫ মার্চ) অনুশীলনে ফাঁকে অ্যাডায়ার বলেছেন, ‘হয়তো আমরা কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে খুব বেশি সময় নিয়েছি। আমাদের এটা তাড়াতাড়ি করা উচিত ছিল। গোটা কয়েক ছেলেই ক্রিসে টিকতে পেরেছে। যাইহোক, ওয়ানডে শেষ হয়েছে। আমরা টি-টোয়েন্টি জন্য অপেক্ষা করছি।’

২৮ বছর বয়সী ক্রিকেটার যোগ করেন, ‘অবশ্যই ছেলেরা হতাশ হয়েছে কিন্তু এটি একটি নতুন শুরু, একটি নতুন ফরম্যাট। আমরা ঘুরে দাঁড়াতে চাই এবং যতটা সম্ভব ইতিবাচক হতে চাই। জানি বাংলাদেশ কতটা ভালো দল। তবে নতুন ফরম্যাটটিকে আমরা এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছি।’

এরপরই হুঙ্কার দেন অ্যাডায়ার। বলেন, ‘আমরা আক্রমনাত্মক হতে চাই, মাঠে ব্যাট হাতে শৃঙ্খলাবদ্ধ হতে চাই এবং শট খেলতে চাই। যদি বাংলাদেশের বিপক্ষে পরিকল্পনা মতো খেলতে পারি, আমরা হয়তো বড় জয় পাব। আশা করি, আমরা টি-টোয়েন্টিতে সবকিছু ঠিকঠাক করতে পারব।’

আইরিশ ক্রিকেটার তার বক্তব্য শেষ করেন এভাবে, ‘আমরা যা করতে পারি সেটাই চালিয়ে যেতে চাই। আমরা মাঠে ব্যাট এবং বল হাতে আক্রমনাত্মক হব। যদি আমরা তা করতে পারি, তাহলে কী হতে পারে সেটা কারো জানা নেই।’

এমএমএ/


বিভাগ : খেলা