
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা
২৬ মে ২০২৩, ০৬:৫৪ পিএম | আপডেট: ০১ জুন ২০২৩, ০৬:৪৮ এএম

সামনের মাসে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ৭ জুন লন্ডনের দ্য ওভালে গড়াবে দুই দলের ফাইনাল। যে দল জিতবে তারা ট্রফির সঙ্গে পাবে ১৩.২ কোটি রুপি।
শুক্রবার (২৬ মে) আইসিসি ২০২৩ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করেছে।
রানার্সআপ দল বাড়ি ফিরবে ৬.৬১ কোটি রুপি নিয়ে। তৃতীয় স্থানে থাকা দল পাবে ৩.৭১ কোটি রুপি। প্রতিযোগিতার মোট প্রাইজমানি ২৯.৭৫ কোটি রুপি। টেবিলের চতুর্থ স্থান নিশ্চিত করা ইংল্যান্ড পাবে ২.৮৯ কোটি। শ্রীলঙ্কার পকেটে যাবে ১.৬৫ কোটি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে পরের স্থানগুলোতে আছে যথাক্রমে নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। প্রতিটি দলই পাবে প্রায় ৮৪ লাখ রুপি।
এসজি