
বড় ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান বায়ার্ন কোচ
১৮ মার্চ ২০২৩, ০৬:১১ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৩, ০৬:০১ পিএম

চ্যাম্পিয়ন্স লিগে ইতিমধ্যে বড় দুই বাধা টপকে এসেছে বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালে আরেকটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য। কেননা, গতকাল শেষ আটের ড্রয়ে ম্যানচেস্টার সিটিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। তারই প্রতিক্রিয়ায় বায়ার্ন কোচ জুলিয়ান ন্যাগলসম্যান বললেন, বড় ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান তারা।
ন্যাগলসম্যানের ভাষ্য ছিল ঠিক এমন, ‘আমরা কোচিং স্টাফরা একসঙ্গে ড্র দেখেছি। আমি মনে করি (ম্যানসিটির বিপক্ষে) এটি একটি চ্যালেঞ্জিং টাই। আবার এটি ভালো কারণ আপনি যদি শিরোপা জিততে পারেন...কেউ আপনার বিরুদ্ধে ড্রয়ের ভাগ্য নিয়ে কথা বলতে পারবে না। মৌসুম শেষে যদি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পাওয়া যায়, তবে তা হবে একটি দুর্দান্ত জয়।’
চলতি মৌসুমে ইউরোপ সেরা টুর্নামেন্টে ডেথ গ্রুপে পড়েছিল বায়ার্ন। তাদের গ্রুপসঙ্গী ছিল- ইন্টার মিলান, বার্সেলোনা এবং ভিক্টোরিয়া প্লাজেন। মৃত্যুকূপে জার্মানদের পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। ৬ ম্যাচের প্রতিটি জিতে নকআউট পর্ব নিশ্চিত করে গ্রুপসেরা হয়ে। এরপর শেষ ষোলোতে তারকাঠাসা পিএসজিকে নাকানিচুবানি খাইয়েছে ন্যাগলসম্যানের শিষ্যরা।
এ যাত্রায় যদি ম্যানসিটির বিপক্ষে কোয়ার্টারের বাধা টপকে যায় বায়ার্ন, তাহলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ অথবা চেলসি। কঠিন এই পথ পেরিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন ন্যাগলসম্যান, ‘আপনি যদি জিততে চান তবে আপনাকে এই দলগুলোকে বিদায় করতে হবে।’
বায়ার্ন কোচ যোগ করেন, ‘পিএসজির পর ম্যানসিটি। তারপর হয়তো রিয়াল বা চেলসি এবং তারপর ফাইনালে পর্তুগিজ বা ইতালিয়ান দল। এটি এমন বিজয় হবে যার একটি উচ্চমূল্য, দুর্দান্ত মানসিকতা ও গুনমান থাকবে। সবটাই চ্যালেঞ্জিং। তবে আমরা এর জন্য প্রস্তুতি নেব। আপাতত ম্যানসিটির বিপক্ষে আমাদের ম্যাচ জিততে হবে।’
এমএমএ/