
দুঃস্বপ্নের রাতে সর্বহারা জুভেন্টাস
২৩ মে ২০২৩, ০৪:৫২ পিএম | আপডেট: ২৯ মে ২০২৩, ০৫:১৫ পিএম

ম্যাচ শুরুর আগ মুহূর্তে আসে ১০ পয়েন্ট কাটা পড়ার সাজা। এরপর মাঠের লড়াইয়ে ভাগ্যে জুটে ৪-১ গোলের হার। জোড়া ধাক্কায় দুঃস্বপ্নের এক রাত পার করল জুভেন্টাস। তুরিনের বুড়িরা এখন সর্বহারা। লিগ শিরোপা হাতছাড়া আগেই। এবার সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগেও তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ল।
সোমবার (২২ মে) রাতে সিরি’আতে এম্পোলির মুখোমুখি হয় ইতালিয়ান জায়ান্টরা। ম্যাচ শুরুর বাঁশি বাজতে যখন ১০ মিনিট বাকি, তখনই জানা গেল ১০ পয়েন্ট কাটা পড়েছে তাদের। নতুন করে শুনানির পর এই শাস্তি পেয়েছে জুভেন্টাস।
জানুয়ারিতে তাদের ১৫ পয়েন্ট কাটা পড়েছিল। আপিল করায় ইতালির সর্বোচ্চ স্পোর্টিং কোর্ট ওই রায় বাতিল করে পুরো ঘটনা তদন্তের নির্দেশ দেয়। পুর্নবিবেচনায় ১০ পয়েন্ট কাটা পড়ল তুরিনের বুড়িদের। শাস্তির প্রভাব পড়ে মাঠের পারফরম্যান্সে। এম্পোলির আঙিনায় ছন্নছাড়া ছিল জুভেন্টাস। প্রথমার্ধে হজম করে জোড়া গোল। এরপর দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে স্কোরলাইন ৩-০ করে স্বাগতিকরা। ৮৫ মিনিটে একটি গোল শোধ দেন ফেদেরিকো চেইসা। এরপর ইনজুরি টাইমের স্ট্রাইকে ৪-১ গোলে জয় নিশ্চিত হয় এম্পোলির।
জোড়া ধাক্কায় টেবিলের দ্বিতীয় স্থান থেকে সাতে অবনমন হয়েছে জুভেন্টাসের। ৩৬ ম্যাচে তাদের অর্জন ৫৯ পয়েন্ট। পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে সেরা চারে থাকতেই হবে জুভেন্টাসের। যা এখন তাদের নিয়ন্ত্রণে নেই। অবশিষ্ট দুই ম্যাচ জয়ের পাশাপাশি নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলে।
এসজি