জোকোভিচকে শুভেচ্ছা জানালেন নাদাল

৩০ জানুয়ারি ২০২৩, ০৪:৫৩ পিএম | আপডেট: ০৫ জুন ২০২৩, ০৪:১১ পিএম


জোকোভিচকে শুভেচ্ছা জানালেন নাদাল

গ্র্যান্ড স্লামে ৫৫তম কোয়ার্টার ফাইনাল, ৪৪তম সেমিফাইনাল, ৩৩তম ফাইনাল। অতঃপর হাতে ধরা দিল ২২তম গ্র্যান্ড স্লাম। আরেকটি শিরোপা জয়ে রাফায়েল নাদালকে ছুঁয়েছেন নোভাক জোকোভিচ। তাই সার্ব কিংবদন্তিকে শুভেচ্ছা জানালেন স্প্যানিশ কিংবদন্তি।

উন্মুক্ত যুগে ছেলেদের এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালিক এখন যৌথভাবে নাদাল ও জোকোভিচ। গতকাল স্তেফানোস সিৎসিপাসের অপেক্ষা বাড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনে দশম শিরোপা জিতে নেন সার্ব তারকা। এরপরই জোকোভিচের প্রশংসায় মাতেন নাদাল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নাদাল লিখেছেন, ‘আশ্চর্যজনক অর্জন নোভাক। তোমার এবং তোমার দলকে অনেক অভিনন্দন। এটা তোমার প্রাপ্য ছিল। উপভোগ করো নোভাক।’

এমএমএ/


বিভাগ : খেলা