শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

১৩৫তম দেশ ভ্রমণে উগান্ডায় আসমা আজমেরী

বাংলাদেশি পাসপোর্টে ১৩৫তম দেশের মাইলফলক উগান্ডা। গত ১৩ অক্টোবর ভোর রাত ১টা ৪৫ মিনিটে এসে কাম্পলায় পৌঁছেন। রাতে এসিয়াকা ভিলা নামে একটি গেস্ট হাউসে অবস্থান করেন বিশ্বপর্যটক কাজী আসমা আজমেরী। দেখা হয় বাংলাদেশি শোলো ট্র্যাভেলার গ্রুপের মেম্বার রাকিব আহাদ ও তার সহকর্মীর সঙ্গে।

বিশ্ব ভ্রমণের এ অসাধারণ জয়ে বাংলাদেশি।‌ ট্রাভেলারদের পেয়ে অসম্ভব আনন্দিত এবং তারা শেয়ার করেন তাদের অনুভূতিগুলো। বিশ্ব ভ্রমণের সময় বিভিন্ন দেশে বাংলাদেশি পাসপোর্টে কী ধরনের হয়রানি হতে হয়েছে। এভাবেই নিজের বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতার কথা বলছিলেন কাজী আসমা আজমেরী।

বাংলাদেশি পাসপোর্ট এর ১৩৫টি দেশ। কখনো এয়ারপোর্টে ইমিগ্রেশনের হয়রানি এবং কখনো কখনো বা ফ্লাইট টিকেট কেটেও যেতে পারিনি। হাজার গল্প ১৩৫টি দেশের ভিতরে রয়েছে এবং চৌদ্দশ শহরে আনাচে কানাচে গ্রাম আছে হাজারো গল্প রয়েছে।

২০০৯ সাল থেকে ১৩ বছরে প্রতি দুই বছরে, চাকরি করে টাকা জমিয়ে ছয় মাসের জন্য বিশ্ব ভ্রমণে বের হয়েছেন আজমেরী। তরুণ পরিবর্তনকারী (চেঞ্জ মেকার) কাজী আসমার বিশ্বজয়ের উদ্দেশে ৫ সেপ্টেম্বর বাংলাদেশে থেকে বিশ্বজয়ের উদ্দেশে আফ্রিকায় পাড়ি জামান। এখন পর্যন্ত নতুন পাঁচটি দেশ ভ্রমণ করেছেন। মরিশাস, রিইউনিয়ন, তানজানিয়া, কেনিয়া ও উগান্ডা। কখনো নীলসমুদ্র, ঐতিহ্যবাহী শহর ও পাহাড় পর্বত ক্লেমেন্টজারু, বনে জঙ্গলে, আদি গ্রামবাসীদের সঙ্গে ঘুমিয়েছেন কিংবা আধুনিক শহরে ভ্রমণ করেন।

১৩৫ নম্বর দেশে বাংলাদেশি পাসপোর্টে থাপ্পড় মারেন কেনিয়ান বর্ডারে ব্যুসিয়া শহরে। পূর্ব আফ্রিকার ভিসা যা কি না তিনটি দেশ--কেনিয়া, উগান্ডা ও রুয়ান্ডা--কাভার করে মাত্র ১১০ ডলারের মাল্টিপল তিস মাসের ভিসা। বর্ডার পার হয়ে উগান্ডা বর্ডারে শুধুমাত্র পাসপোর্টে প্রবেশ এসটেম লাগিয়ে দিয়েছে মাত্র ৫ মিনিটের মধ্যে বর্ডারের কাজকর্ম শেষ হয়ে গিয়েছে ‌।

কেনিয়ার কিছু স্কুল কলেজ কিছু সেশন করে (মোটিভেটর স্পিকার হিসেবে বক্তৃতা দেন) এবং রোটারি ক্লাবের কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করে এখানে দুই দিন থাকার পরে ১৩৫তম দেশের উদ্দেশে রওনা দিয়ে পৌছানো হয়। উগান্ডার জিনজা শহরে নীল নদের উৎপত্তি তা দর্শন করেন। পরে ইনকুয়াটর দেখতে যান। ‘বর্তমানে কাবালে লেক আছি’। সৌন্দর্য সত্যিই মুগ্ধ করেছে।

আজমেরী জানান, বাংলাদেশের থেকে অর্থনৈতিকভাবে অনেক দুর্বল উগান্ডা। দারিদ্র্যসীমার নিচে অধিকাংশ মানুষই একবেলা খেয়ে থাকে গ্রামে। সত্যি দেখলে খুবই খারাপ লাগে। এত দরিদ্র মানুষ আমি আগে জীবনে কখনো দেখিনি। অনেকটা কান্না পায় তাদের দুঃখ দুর্দশা দেখে।

বিদ্যালয়ের ছোট বড় বাচ্চাগুলো অনেক মজা করে খেতে দেখে অনেক আনন্দই লাগে। জনসংখ্যার ৬০ শতাংশ ১৫ বছরের নিচে। মহিলা ক্ষেত খামারে কাজ করেন বাচ্চা কাধে নিয়ে, রাস্তায় কাদামাখা ছোট ছোট বাচ্চাগুলোকে দেখা যায়। সত্যিই উগান্ডা মানেই আসলেই জোকস করার একটি দেশ। আল্লাহ না করুক কারও যেন এ রকম অবস্থায় না পড়তে হয়,আজমেরী।

অনেকে প্রশ্ন করেন আজমেরী ভ্রমণের জন্য আর্থিক সহযোগিতা কোথা থেকে পান? তাদের কেই উদ্দেশ করে তিনি জানান, ৫ তারিখ থেকে আজকে পর্যন্ত এই পাঁচটি দেশে প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো খরচ হয়েছে। এ টাকা তার জমানো টাকা থেকে এবং অনলাইনের কাজ থেকে আসছে।

তবে টাকা থাকলেই যে ভ্রমণ করা যায় সেটা নয়, একজন নারী বিশ্ব ভ্রমণে বের হতে এত সহজেই পারেনি। তার পরিবার সমাজ সবকিছুর সমালোচনার ঊর্ধ্বে গিয়েই সব ওভারকাম করতে পেরেছেন।। এ ছাড়া, এখানে অনেক ঝামেলাও রয়েছে বিশেষ করে ভিসা পাওয়ার, যোগ করেন আজমেরী।

উনি একজন নারী। একজন নারী হিসেবে উনি বিশ্বজয় করে বিশ্বকে এটাই দেখিয়ে দিতে চায় যে নারীরা কোন অংশেই কম নয়। নারীরা চাইলে সবকিছুই পারে। আর বাংলাদেশের মতো একটি দেশকে উনি ১৩৫ টি দেশে পরিচিত করতে পেরেছে এটাই ওনার সার্থকতা। আশা রাখেন একদিন উনি বিশ্ব জয়ী নারী হবেন ইনশাআল্লাহ।।

আজমেরী এক্সাইটেড যে তিনি এ রকম ১৩৫টি দেশ ভ্রমণ করেছেন। এই ভ্রমণের সঙ্গে সঙ্গে মোটিভেটেড স্পিকার হিসেবে মরিশাসের দুটি স্কুল এবং কলেজ, তানজানিয়ার দুই স্কুল, কেনিয়ার দুটি, উগান্ডার কাম্পালা শহরের একটু পাশেই স্কুলে বিভিন্ন সেশনে, কাবালে শহরে একটি স্কুলে প্রায় ৩০০০ ছেলে-মেয়েদের সঙ্গে তার ভ্রমণের গল্প ও ছেলে-মেয়েদেরকে স্বপ্নবাজ হয়ে তোলার জন্য উৎসাহিত করেন। এবং তিনি স্বপ্ন দেখেন পৃথিবীর সমস্ত তরুণ সম্প্রদায় পরিবর্তনের ছোঁয়া লাগাবে তাদের নিজস্ব সমাজে।

একটি নারী হয়ে যদি পারেন তাহলে কেন তরুণ প্রজন্ম পারবে না এই উৎসাহ দিয়েই অনুপ্রাণিত করেন ওখানকার ছেলে-মেয়েদেরকে। ইচ্ছা আছে পৃথিবীর সমস্ত দেশে যাওয়ার এবং সেখানকার ছেলে-মেয়েদেরকে তার ভ্রমণের গল্প এবং সেই বাচ্চাদেরকে স্বপ্নবাজ হিসেবে গড়ে তোলা যা এক লক্ষ ছেলে-মেয়েদের মধ্যে এখন পর্যন্ত ৫৩ হাজার হয়েছে, তিনি বলেন।

এমএমএ/

জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

শিব নারায়ণ দাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার ও জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস (৭৮) মারা গেছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে তিনি রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, শিব নারায়ণ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

১৯৭০ সালের ছয় জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ১১৬ নম্বর কক্ষে রাত ১১টার পর পুরো পতাকার নকশা সম্পন্ন করেন। এ পতাকাই পরবর্তীতে ১৯৭১-এর দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলিত হয়।

১৯৭০ সালের সাত জুন ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ছাত্রদের এক সামরিক কুচকাওয়াজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশ গ্রহণের কথা ছিল। এই জন্য ছাত্রদের নিয়ে একটি জয়বাংলা বাহিনী, মতান্তরে 'ফেব্রুয়ারি ১৫ বাহিনী' গঠন করা হয়। ছাত্র নেতারা এই বাহিনীর একটি পতাকা তৈরির সিদ্ধান্ত নেন।

১৯৭১ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসে সমগ্র পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে শিবনারায়ন দাশের নকশা করা বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানের সরকার শিবনারায়ন দাসের নকশা করা পতাকার মধ্যে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রঙ, ও তার ব্যাখ্যা সংবলিত একটি প্রতিবেদন দিতে বলে পটূয়া কামরুল হাসানকে। কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা।

ক্ষেপণাস্ত্র হামলার খবর অস্বীকার ইরানের, তেহরানে বিমান চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার দাবিটি নাকচ করে দিয়েছে ইরান। তেহরানের দাবি, ইরানে কোনো ক্ষেপণাস্ত্রের হামলা হয়নি, তিনটি ড্রোন এসেছিল সেগুলো আকাশেই ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানি ওই কর্মকর্তা বলেন, ইসফাহানের বিমানবন্দরে বিস্ফোরণের যে শব্দ পাওয়া গেছে তার কারণ ইরানের আকাশ সুরক্ষাব্যবস্থা সক্রিয় হয়ে ওঠা। ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি।

এদিকে ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিরিয়ান সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, এয়ার ডিফেন্সের মাধ্যমে বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। আপাতত কোনো ক্ষেপণাস্ত্র হামলার খবর নেই।

এর আগে ইসফাহান শহরের কাছে বিস্ফোরণের খবর পাওয়ার পর বিভিন্ন প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে ইরান। একই সঙ্গে তেহরান, ইসফাহান এবং শিরাজের ফ্লাইট স্থগিত করা হয়। এবার তেহরানের প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) এ খবর জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাতে ইরানের ইসফাহান শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসফাহান শহরের কাছে বিস্ফোরণের খবর পাওয়ার পর বিভিন্ন প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ইরান। একই সঙ্গে তেহরান, ইসফাহান এবং শিরাজের ফ্লাইট স্থগিত করা হয়েছিল।

এর আগে, গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল।

এর আগে, ইরান বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানায়, ইসরায়েলকে তাদের স্বার্থের বিরুদ্ধে সামরিক দুঃসাহসিকতা বন্ধ করতে বাধ্য করতে হবে।

নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার

নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর ধামুরহাটে ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রেজওয়ানুল আহমেদ পিয়াল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার রুপনারায়নপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

গ্রেপ্তারকৃত রেজওয়ানুল আহমেদ পিয়াল বগুড়া জেলার আদমদিঘী উপজেলার রিয়াজ আহমেদ এর ছেলে।

ভুক্তভোগী মানুয়েল তপন বলেন, ভয়ভীতি দেখিয়ে বিকাশ এবং নগদের মাধ্যমে ২৯,৫৩৮ টাকা গ্রহণ করে এবং আরো টাকা দাবি করলে স্থানীয় জনতা এই ভুয়া সিআইডি পুলিশ কর্মকর্তাকে চ্যালেঞ্জ করে ধামইরহাট থানায় খবর দেয়। বেশকিছু দিন ধরে আমার মতো এলাকার অন্য লোকজনের কাছেও বিভিন্ন ফন্দি এঁটে প্রতারণা করে এই প্রতারক।

নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার। ছবি: ঢাকাপ্রকাশ

পরে থানার এসআই (নিঃ) পরিতোষ চন্দ্র সরকার সঙ্গীয় কনস্টেবল মো. ইকবাল হোসেন, মো. নুর ইসলাম ও মো. ফরহাদ হোসেন গিয়ে ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক রেজওয়ানুল আহমেদ পিয়ালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ প্রসঙ্গে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম ঢাকাপ্রকাশকে বলেন, ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক রেজওয়ানুল আহমেদ পিয়াল বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতেন। সিউডি কর্মকর্তার পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও ভুয়া পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতেন। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ সংবাদ

জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন
ক্ষেপণাস্ত্র হামলার খবর অস্বীকার ইরানের, তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার
মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে: প্রধানমন্ত্রী
দাঁড়িয়ে থাকা বাসকে পিকআপের ধাক্কা, ১০ পোশাককর্মী আহত
নতুন রেকর্ড গড়ে ইউরোপা লিগের সেমিতে লেভারকুসেন
ইরানে ইসরাইলের হামলা: লাফিয়ে বাড়ছে তেল ও স্বর্ণের দাম
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য
চুয়াডাঙ্গায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে কিশোর-কিশোরীদের নিয়ে সেমিনার
ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ডিপজলকে শোকজ
টাঙ্গাইলে সেরা ওসি হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার
দেশে প্রতিদিন সড়কে প্রাণ হারাচ্ছেন ১৬ জনের বেশি
টানা তিনদিন চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট অ্যালার্ট জারি
তীব্র গরমে পশ্চিমবঙ্গে স্কুল ছুটি ঘোষণা
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের 'প্রিমিয়াম টিম': সেনাপ্রধান
আগামীকাল ঢাকা মাতাবেন আতিফ আসলাম
এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াতে আ.লীগের নির্দেশনা
নওগাঁয় শান্ত বাহিনীর শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন