
নোয়াখালীতে ব্ল্যাক কিং তরমুজ চাষে কৃষকের মুখে হাসি
১৯ মার্চ ২০২৩, ১০:৪১ এএম | আপডেট: ৩০ মার্চ ২০২৩, ০৩:২২ পিএম

নোয়াখালীতে বন্ধন সিডস কোম্পানির কালো তরমুজের বীজ ব্ল্যাক কিং-১ চাষ করে লাভবান ও সফল হয়েছেন কৃষকরা। এতে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।
মাত্র ৬৫ থেকে ৮০ দিনের মধ্যে এই তরমুজ সম্পূর্ণ বাজারজাত করার জন্য প্রস্তুত হয়ে যায়। একেকটি তরমুজের ওজন ৮ থেকে ১২ কেজি পর্যন্ত হয় এবং খেতেও মিষ্টি হয়।
শনিবার (১৮ মার্চ) নোয়াখালী সদর উপজেলার শুল্লুকিয়া গ্রামে বন্ধন সিডস আয়োজিত মাঠ দিবসে সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।
মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন জেনেটিক্স লিমিটেড, কুমিল্লা এরিয়া ইনচার্জ মো. তোজাম্মেল হক এবং এরিয়া ইনচার্জ দুলু রহমান, মেসার্স নিউ মারুফ বীজ ভান্ডারের প্রোঃ মোহাম্মদ ফয়সাল, মেসার্স রাফসান ডিপার্টমেন্টাল ষ্টোর পোঃ আলা উদ্দিন মাষ্টার, মডেল কৃষক ও বন্ধন সিডসের ডিলার সামছু উদ্দিন।
অনুষ্ঠানে তোজাম্মেল হক ও দুলু রহমান বলেন, থাইল্যান্ড থেকে ব্ল্যাক কিং-১ বীজ আনা হয়েছে। বাংলাদেশে এটি পরীক্ষামূলকভাবে বাজারজাত করা হয়েছে। প্রথম ধাপে ফসল ভালো হওয়ায় লাভবান হচ্ছে কৃষকরা।
কৃষক সামছুউদ্দিন বলেন, এর আগেও তিনি অন্য কোম্পানির তরমুজের বীজ রোপন করেছেন কিন্তু এ রকম ফসল তিনি পাননি। এবার আবহাওয়ার কারণে তরমুজ চাষে আশানুরুপ আশানুরুপ লাভবান হতে পারেনি, অনেক তরমুজের সাইজ ছোট কিন্তু ব্ল্যাক কিং-১ রোপন করে ভালো ফসল হওয়ায় তিনি বেশ লাভবান হয়েছে বলে দাবি করেন।
এসআইএইচ