বুধবার, ১ মে ২০২৪ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১
Dhaka Prokash

কারা পেলেন স্বাধীনতা পুরস্কার?

স্বাধীনতা পুরস্কার ২০২২ পেয়েছেন ১০ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। ১০ ব্যক্তির মধ্যে ছয় জনকে পুরস্কার দেওয়া হয়েছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য। চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য পেয়েছেন দুই জন। সাহিত্য ও স্থাপত্য ক্যাটাগরিতে পেয়েছেন একজন করে। আর গবেষণা ও প্রশিক্ষণে পদক পেয়েছে একটি প্রতিষ্ঠান।

সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (১৫ মার্চ) পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। তালিকায় শুধুমাত্র নাম প্রকাশ করা হয়েছে। পরিচয় কিংবা অবদানের কোনো উল্লেখ নেই। এ কারণে পুরস্কারপ্রাপ্তদের সম্পর্কে নানা বিভ্রান্তি তৈরি হচ্ছে। বিশেষ করে পুরস্কারপ্রাপ্তদের একজন হচ্ছেন আব্দুল জলিল। অনেককেই ধরে নিয়েছিলেন তিনি হচ্ছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। কিন্তু তিনি এ পুরস্কার পাননি। এ ছাড়াও সাহিত্য ক্যাটাগরির পুরস্কার নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। এ কারণে পুরস্কারপ্রাপ্তদের নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতুহল। এ পরিপ্রেক্ষিতে ঢাকাপ্রকাশ পুরস্কারপ্রাপ্তদের পরিচয় সংগ্রহ করেছে।

এবারের পুরস্কারপ্রাপ্ত ১০ জনের মধ্যে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে ৬ জনকে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের পদক পাওয়া ছয় জনের মধ্যে দুই জন হচ্ছে সরকারের এক মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর বাবা। পুরস্কার পাওয়া দুই জনের সন্তান বর্তমানে জাতীয় সংসদ সদস্য। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে দুই জন রয়েছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সরাসরি প্রতিবাদকারী।

পুরস্কারপ্রাপ্তদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো।

ইলিয়াস আহমেদ চৌধুরী
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাঁকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। তিনি ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগঠক ছিলেন। একই সঙ্গে মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
দাদাভাই নামে পরিচিত চৌধুরী গণপরিষদের প্রাক্তন সদস্য ও সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। এর পর ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদে ফরিদপুর-১৩ (বিলুপ্ত) আসন থেকে ও ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদে মাদারীপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের ১৯ মে মারা যান।
তার দুই ছেলে বর্তমানে সংসদ সদস্য। এরমধ্যে বড় ছেলে মাদারীপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী জাতীয় সংসদের প্রধান হুইপ। ছোট ছেলে মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য।

শহীদ খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম
ফরিদপুরের নগরকান্দার বাসিন্দা নাজমুল হুদা পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন । ১৯৬৮ সালের ৩ জানুয়ারি তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা অভিযুক্ত হিসেবে আরও অনেকের সঙ্গে আটক হন। তিনি ছিলেন ২৭ নম্বর আসামি। ১৯৬৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বেকসুর খালাস পান। কিন্তু চাকরিচ্যুত করা হয়। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তখন তাকে বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। ১৯৭২ সালে খন্দকার নাজমুল হুদা মেজর হিসেবে কাজ করতেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর নভেম্বরের অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানে তিনি খালেদ মোশাররফ ও এ টি এম হায়দারের সঙ্গে নিহত হন। তার মেয়ে নাহিদ ইজাহার খান বর্তমানে সংসদ সদস্য। সংরক্ষিত নারী আসন থেকে তিনি আওয়ামীলীগের সংসদ সদস্য নির্বাচিত হন।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাঁকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে।

আব্দুল জলিল
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তিনি। তিনি একজন অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট। জন্মসূত্রে নরসিংদীর বেলাবো উপজেলার মানুষ। ১৯৩৫ সালে জন্ম নেওয়া জলিল আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত ও মুক্তিযোদ্ধা। ঐতিহাসিক আগরতলা মামলার ২৯নম্বর অভিযুক্ত হিসেবে গ্রেফতার হন ও চরম কারানির্যাতন ভোগ করেন। দ্বিতীয় পর্যায়ে গ্রেফতার হন তিনি ও করাচীর বিমানবাহিনীর পুলিশ সেলে সপ্তাহখানেক আটক থাকেন। ১৯৬৮ সালের ১৯ জুন থেকে ৬৯ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধুর সঙ্গে বন্দী ছিলেন।

সিরাজ উদদীন আহমেদ
সাবেক সরকারি কর্মকর্তা, লেখক ও মুক্তিযোদ্ধা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য এবারের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।
১৯৪১ সালে বরিশালের বাবুগঞ্জে জন্ম নেওয়া সিরাজ উদদীন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বরগুনা জেলা সংগ্রাম কমিটির সমন্বয়কারী ছিলেন। ১৯৭৫ সালে তিনি ছিলেন বরগুনা মহকুমার এসডিও। ওই সময় ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তিনি প্রতিবাদ করেন ও বিভিন্ন কর্মসূচি পালন করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা।

মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস
মেহেরপুর জেলার বাসিন্দা। রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা ছিলেন। কুষ্টিয়া ও মেহেরপুর থেকে একাধিকবার সংসদ সদস্য ছিলেন।
১৯২৩ সালে জন্ম নেওয়া ছহিউদ্দিন মেহেরপুর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৫৮ সালে তিনি মেহেরপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৬৬ সালে তিনি ছয়দফা আন্দোলনে ভূমিকা রাখেন। ১৯৭০ সালের পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হন।
তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৫ সালে বাকশাল সরকারে মেহেরপুরের গভর্নর ছিলেন। ১৯৭৩ ও ১৯৮৬ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
তার ছেলে ফরহাদ হোসেন বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসন সংসদ সদস্য।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি ২০২২ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।

সিরাজুল হক
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য এবারের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন সিরাজুল হক।
ব্যক্তিগত জীবনে ছিলেন আইনজীবী। মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনীতিবিদ। তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও স্বাধীন বাংলাদেশে জাতীয় সংসদ সদস্য ছিলেন।
১৯২৫ সালে জন্ম নেওয়া সিরাজুল হক কলকাতার প্রেসিডেন্সি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠী ছিলেন।
সিরাজুল হক ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যূত্থান, ১৯৭০ এর সাধারণ নির্বাচন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৬৮ সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, জাতীয় চার নেতা হত্যা মামলা, বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান কৌশলী ছিলেন এই আইনজীবী। তিনি সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট ছিলেন।
১৯৭২ সালে কামাল হোসেনকে সভাপতি করে গঠিত সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন তিনি।
তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সরাসরি প্রতিবাদকারী। ১৯৭৫ সালে তিনি এমপি ছিলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ক্ষমতাদখলকারী প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদ তৎকালীন এমপিদের সভা আহবান করলে সেখানে সিরাজুল হক প্রতিবাদ করেন।
তিনি বর্তমান সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের পিতা।

অধ্যাপক কনক কান্তি বড়ুয়া
পেশায় একজন স্নায়ুশল্যচিকিৎসক এবং অধ্যাপক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর ১০ম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
চিকিৎসাবিদ্যায় বিশেষ অবদানের জন্য ডা. কনক কান্তি ২০২২ সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।

ডা. কামরুল ইসলাম
তিনি একজন খ্যাতিমান চিকিৎসক। ২০০৭ সালে তিনি প্রথমবারের মতো সফলভাবে কিডনি প্রতিস্থাপনের কাজ করেন। এক হাজারেরও বেশি কিডনি বিকল রোগীর দেহে কিডনি ট্রান্সপ্লান্টের নেতৃত্ব দিয়েছেন। ২০১১ সালে সরকারি চাকরি ছেড়ে প্রতিষ্ঠা করেন সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতাল।
চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ডা. কামরুল এবারের স্বাধীনতা পদক পেয়েছেন।

মো. আমির হামজা
তিনি একজন মুক্তিযোদ্ধা। মাগুরা জেলার শ্রীপুরে গড়ে উঠা শ্রীপুর বাহিনীর একজন অন্যতম যোদ্ধা ছিলেন। তিনি এবার সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।
সাহিত্যে তার পুরস্কার প্রাপ্তি নিয়ে বিতর্ক চলছে।

আরও জানতে পড়ুন

স্থপতি সৈয়দ মাইনুল হোসেন
বাংলাদেশের প্রখ্যাত স্থপতি। তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের স্থপতি। স্থাপত্যে অবদানের জন্য তাকে ২০২২ সালে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে।
গবেষণা ও প্রশিক্ষণের ক্ষেত্রে অবদানের জন্য প্রতিষ্ঠান হিসেবে এবারের স্বাধীনতা পুরস্কার লাভ করেছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।

স্বাধীনতা পুরস্কার কমিটিতে কারা?
স্বাধীনতা পুরস্কার, একুশে পদকসহ বিভিন্ন জাতীয় পদক বা পুরস্কার দেওয়ার জন্য সরকারের একটি উচ্চ পর্যায়ের কমিটি আছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভাপতি হচ্ছেন মন্ত্রিসভার সিনিয়র সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম.মোজাম্মেল হক।
তার নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন মন্ত্রিসভার ১৩ জন সদস্য। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিবসহ ১৩ সচিব।

‘স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলী’র আলোকে বিভিন্ন পর্যায়ে থেকে পাওয়া প্রস্তাবের ভিত্তিতে ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ স্বাধীনতা পুরস্কার চূড়ান্ত করে থাকে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়।

এনএইচবি/এপি/

Header Ad

মহাদেবপুরে খাদ্যগুদামের ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

খাদ্যগুদামের জব্দকৃত ট্রাক। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর মহাদেবপুরে সরকারি খাদ্যগুদাম থেকে ভালো মানের চাল বের করে অধিক মুনাফা লাভের আশায় অপেক্ষাকৃত নিম্নমানের চাল গুদামে প্রবেশ করার অপরাধে খাদ্যগুদামের দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এঘটনায় অজ্ঞাত আরো ২-৩ জনকে আসামী করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমদ বাদী হয়ে এ মামলা করেন।

মামলার আসামীরা হলেন- নওগাঁ শহরের খাস-নওগাঁ মহল্লার বাসিন্দা, খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম (৪৬), বদলগাছী থানার দ্বাড়িশন গ্রামের বাসিন্দা ও উপ-খাদ্য পরিদর্শক রাশেদুল ইসলাম (৪৯) এবং মহাদেবপুর থানার চকগোবিন্দপুর গ্রামের বাসিন্দা খাদ্য গুদামের শ্রমিক সর্দার আজমের আলী (৫২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়- মহাদেবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান গত দুই বছর থেকে কর্মরত আছেন। গত ১৭ এপ্রিল সকাল ১০ টার দিকে মহাদেবপুর উপজেলার ইউএনও কামরুল হাসান সোহাগ এলএসডির ১নং গুদামের দক্ষিন পার্শ্বে একটি ট্রাক দাঁড়ানো অবস্থায় দেখতে পান। এসময় তিনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসানকে ফোনে ডেকে নেন। এরপর সেখানে উপ-খাদ্য পরিদর্শক রাশেদুল ইসলাম এবং আজমের আলীকে দেখতে পান। উক্ত ট্রাক হতে অপেক্ষাকৃত নিম্নমানের ৩০০ বস্তা চাল ১নং গুদামের ১০৯/১০১১৫৫৬ নং ধামালে খামালজাত করা হয়েছে। আর বাঁকী ১২০ বস্তা চাল গুদামজাত করার অপেক্ষায় ট্রাকের উপরে আছে। ইউএনও বিষয়টি মোহাজের হাসানের কাছে গুদামের ভেতরে চাল ঢুকানোর জন্য কোন সরকারি নির্দেশনা আছে কিনা জানতে চান। মোহাজের হাসান সাফ জানিয়ে দেন এমন কোন নির্দেশনা নেই।

এ বিষয়ে রাশেদুল ইসলাম ও আজমের আলী চালের বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি। খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনিও কোন সদুত্তর দিতে পারেননি এবং তার জ্ঞাতসারেই চালের বস্তাগুলো পরিবর্তন করা হচ্ছিল বলে জানা যায়। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউএনও নির্দেশক্রমে মোট ৪২০ বস্তা (প্রতিটি বস্তা ৩০ কেজি) চালসহ ট্রাক থানায় পাঠানো হয়। সেই সাথে ১ নং গুদামটি সিলগালা করা হয়।

মামলার বাদী দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমদ বলেন- আতিকুল ইসলাম, রাশেদুল ইসলাম ও আজমের আলী সহ অজ্ঞাত আরো ২-৩ জন মিলে পরস্পর যোগসাজসে অধিক মুনাফা লাভের আশায় ভালো মানের চাল গুদামের মধ্য থেকে বের করে অপেক্ষাকৃত নিম্নমানের চাল গুদামের মধ্যে ঢুকানোর চেষ্টা করছিল। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে দন্ডবিধির ৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ফিলিপাইনে গরমে জেগে উঠল ৩০০ বছর আগে ডুবে যাওয়া শহর

ফিলিপাইনে গরমে জেগে উঠল ৩০০ বছর আগে ডুবে যাওয়া শহর। ছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ। এমন পরিস্থিতিতে ফিলিপাইনে পানিতে তলিয়ে যাওয়া একটি শহরের ধ্বংসাবশেষ নতুন করে দৃশ্যমান হয়েছে। প্রচণ্ড গরমে বড় একটি বাঁধের পানি আংশিক শুকিয়ে যাওয়ার পর শহরটি জেগে উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রচণ্ড গরমে বড় একটি বাঁধের পানি আংশিক শুকিয়ে যাওয়ার পর শহরটি জেগে ওঠে।

ফিলিপাইনে গরমে জেগে উঠল ৩০০ বছর আগে ডুবে যাওয়া শহর। ছবি: সংগৃহীত

বলা হচ্ছে, ফিলিপিন্সের পান্তাবাঙ্গান নামের ওই শহর ৩০০ বছর পুরনো। ১৯৭০-এর দশকে পানি সংরক্ষণের জন্য কৃত্রিম জলাধার তৈরির সময় এটি পানিতে তলিয়ে যায়। আবহাওয়া যখন অনেক শুষ্ক ও গরম থাকে, তখন বাঁধের পানি শুকিয়ে শহরটি কখনো কখনো দৃশ্যমান হয়ে ওঠে, যা বিরল ঘটনা।

ফিলিপিন্সের বাঁধগুলো দেখভালকারী রাষ্ট্রীয় সংস্থার প্রকৌশলী মারলন পালাদিন বলেন, তলিয়ে যাওয়া শহরটি আগে দৃশ্যমান হলেও এবারের মতো এতটা দৃশ্যমান হয়নি।

ফিলিপিন্সে এখন গরম ও শুষ্ক মৌসুম চলছে। এল নিনোর (প্রশান্ত মহাসাগরের পানি অস্বাভাবিক রকমের উষ্ণ হয়ে ওঠা) প্রভাবে সেখানে গরমের তীব্রতা বেড়েছে। এতে জলাধারের পানিও শুকিয়ে যাচ্ছে। দেশটির প্রায় অর্ধেক জায়গায় এখন খরা চলছে। কিছু জায়গায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে (১২২ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছেছে।

ফিলিপিন্সের বাঁধ দেখভালকারী রাষ্ট্রীয় সংস্থার প্রকৌশলী মারলন পালাদিন এএফপিকে বলেছেন, বৃষ্টি না হওয়ায় গত মার্চ মাস থেকেই ডুবে থাকার শহরটির ধ্বংসাবশেষ দৃশ্যমান হতে শুরু করে। শহরটি নতুন করে জেগে ওঠায় পর্যটকরা ভিড় করছেন।

দাম বাড়ল জ্বালানি তেলের

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

দেশের বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে তৃতীয়বারের মতো জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের ঘোষিত প্রজ্ঞাপনে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি এক টাকা করে বেড়েছে। একই সঙ্গে অকটেন ও পেট্রলের দাম লিটারপ্রতি ২ টাকা ৫০ পয়সা করে বাড়ানো হয়।

আগামীকাল বুধবার থেকে এ নতুন দর কার্যকর হবে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে দাম বৃদ্ধির এই প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত মার্চ হতে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে সরকার। তারই ধারাবাহিকতার প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম ১০৬ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৭ টাকা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়। পেট্রলের নতুন দাম প্রতি লিটার ১২৪ টাকা ৫০ পয়সা ও অকটেনের দাম ১২৮ টাকা ৫০ পয়সা।

এর আগে এপ্রিলের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ২ টাকা ২৫ পয়সা করে কমানো হয়েছিল। তবে মার্চে অকটেনের দাম ১৩০ টাকা থেকে কমে হয়েছিল ১২৬ টাকা। আর পেট্রলের দাম ১২৫ টাকা থেকে কমে হয়েছিল ১২২ টাকা।

জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে গত ২৯ ফেব্রুয়ারি। এতে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহার করা হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য (লাক্সারি আইটেম) হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রলের দাম বেশি রাখা হয়।

অকটেন ও পেট্রল বিক্রি করে সব সময় মুনাফা করে সরকারি প্রতিষ্ঠান বিপিসি। মূলত ডিজেলের ওপর বিপিসির লাভ-লোকসান নির্ভর করে। দেশে ব্যবহৃত জ্বালানি তেলের ৭৫ শতাংশই ডিজেল।

জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এছাড়া পৃথক একটি প্রজ্ঞাপনে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ইউনিটে ৭৫ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সরকারি ও বেসরকারি খাতে বিদ্যুৎকেন্দ্রে (আইপিপি ও রেন্টাল) প্রতি ইউনিট গ্যাসের নতুন দাম ১৫ টাকা ৫০ পয়সা। আর ক্যাপটিভে (শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎ) গ্যাসের নতুন দাম ৩১ টাকা ৫০ পয়সা।

সর্বশেষ সংবাদ

মহাদেবপুরে খাদ্যগুদামের ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
ফিলিপাইনে গরমে জেগে উঠল ৩০০ বছর আগে ডুবে যাওয়া শহর
দাম বাড়ল জ্বালানি তেলের
সুন্দরবনের খালে ভাসছে মরা বাঘ
তিন ইসলামি ব্যাংকের ‘ঋণ কেলেঙ্কারি’ তদন্তের নির্দেশ বাতিল
টাঙ্গাইলে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, হিট স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু
অতি বাম-অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে: প্রধানমন্ত্রী
রাত ৮টার পর দোকান খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ কাটা হবে: মেয়র তাপস
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
বড় চমক রেখে ভারতের বিশ্বকাপ দল ঘোষণা
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ
নেটদুনিয়ায় ঝড় তুলেছে ‘লাপাতা লেডিস’-এর ফুল
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, ৭০ শতাংশই ফেল
মুন্সীগঞ্জে হিট স্ট্রোকে ২ জনের মৃত্যু, অসুস্থ ৪
বাংলাদেশের অর্থনীতি আগের চেয়ে ভালো করছে: আইএমএফ
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আজ মুখোমুখি রিয়াল-বায়ার্ন
রেলের ভাড়া না বাড়ানোর আহ্বান জাতীয় কমিটির
আজ চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ
ড. ইউনূসের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতের মামলা হাইকোর্টে স্থগিত
বিরামপুরে বন্ধুর পড়ে যাওয়া ব্যাগ তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত