শুক্রবার, ৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

চার ছাত্রের সিট বাতিলের বিপক্ষে, নানা দাবীতে অগ্নিবীণার প্রভোস্টের রুমে তালা

লেখা ও ছবি : আতোয়ার রহমান, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের প্রাধ্যক্ষ বা প্রভোস্ট অধ্যাপক কল্যাণাংশু নাহার বিপক্ষে নানা অভিযোগ করে আবাসিক ছাত্ররা তার অফিস রুমে তালা লাগিয়ে দিয়েছেন। এই ঘটনা ঘটেছে ২১ মার্চ সোমবার। রবিবার ২৭ মার্চ বিকেল ৪টায়ও তার রুমটি বন্ধ রয়েছে। সাতটি দিন এই রিপোট লেখা পর্যন্ত প্রভোস্ট স্যার রুমে বসে অফিস করতে পারেননি।

অগ্নিবীণা হলে স্বাধীনতা দিবসের আয়োজন করলেও তিনি তাই তার রুমে বসতে পারেননি। হল সুপারের রুমে বসেই কর্তৃপক্ষ হিসেবে কাজ করেছেন ও অংশ নিয়েছেন অধ্যাপক কল্যাণাংশু নাহা।

তার বিপক্ষে হলের আবসিক ছাত্রদের অভিযোগ, যে চারজন ছাত্রের আসন বাতিল করা হয়েছে, সেগুলো অযৌক্তিক। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শৃংখলা কমিটির অন্যতম সদস্য তিনি, হলের প্রধান হিসেবে তদন্তে অন্যতম প্রধান ভূমিকা রাখতে হয়েছে।

২০ মার্চ তার হলেই সঙ্গীত বিভাগের ছাত্র সাগরচন্দ্র দে’কে র‌্যাগিংয়ের মাধ্যমে গুরুতর আহত করা হয়েছে। এই ঘটনায় চারুকলার সৌমিক জাহানকে সাময়িক বহিস্কার ও তার অভিভাবকদের হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। তাকে স্থায়ী বহিস্কারের বিপক্ষে কারণ জানানোর নিদেশ দেওয়া হয়েছে। তাকে সাগরের চিকিৎসার খরচ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সাগরকে তাদের মারার ঘটনাস্থল ২০৪ নম্বর রুমের চার আবাসিক ছাত্র লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যার রাজু মিয়া, অর্থনীতির নাজমুল হুদা দেওয়ানী ও চারুকলার আফজাল হোসাইন শান্ত ও খন্দকার রিফাদুল হাসানের সিটগুলো বাতিল করে দেওয়া হয়েছে। দুঃখজনক ঘটনাটির তদন্ত কমিটির সভাপতি তিনি। হলের ছাত্রদের একটি অংশ তার বিপক্ষে তদন্তের প্রতিবেদনে ঘটনাটি যথাথ প্রতিফলন না ঘটনার অভিযোগ এনেছে ও আন্দোলনে নেমেছে। সেটির অংশ হিসেবে তার রুমে তালা দিয়েছে। তার বিপক্ষে হল প্রশাসনের প্রধানের দায়িত্ব পালনের অনীহার অভিযোগ আছে বরাবর আবাসিক ছাত্রদের। তারা অনেক সমস্যার সমাধানে তিনি উদ্যোগী নন বলে জানিয়েছেন।

তানজীম হাসান বলেছেন, ‘প্রাধ্যক্ষ হিসেবে স্যারের নিয়োগপত্রে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২৪ ঘন্টা থাকার কথা আছে। তবে তিনি ময়মনসিংহ শহরে বাসা ভাড়া করে থাকেন। কিছুদিন ধরে স্যার বিশ্ববিদ্যালয়ে থাকছেন। আমাদের ডাইনিংয়ের খাবারের মান ভালো নয়। তিনি কোনো পদক্ষেপ নেন না। প্রায়ই পানি থাকে না বাথরুমে। দুর্গন্ধে যাওয়া যায় না। রান্নার গ্যাসের সংকট প্রকট হচ্ছে। তার হল প্রশাসনের কোনো উদ্যোগ নেই।’

কল্যাণাংশু নাহা উত্তরে বলেছেন, ‘আবাসিক ছাত্ররা কটি দাবী নিয়ে আমার হলের অফিসে তালা দিয়েছে। যদিও তাদের কাছ থেকে কোনো দাবী আমি পাইনি। নিজে খোঁজ নিয়ে জেনেছি, ১২ মার্চ এই হলের সাগরকে র‌্যাগিংয়ের নামে মারধর ও গুরুতর আহত করার দায়ে আমাদের শৃংখলা কমিটি ২০ মার্চ তদন্তের মাধ্যমে কটি সিদ্ধান্ত প্রদান করেছে। এই প্রতিবেদন নিয়ে প্রশ্ন করেছে তারা। তারা শৃংখলা কমিটিকে চার ছাত্রের আসন বাতিলে সিদ্ধান্ত থেকে সরার জন্য দাবী করেছে। কেন সেটি আমি জানি না। তবে হল প্রশাসন তো এই নিয়ে প্রশ্ন করতে পারে না বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে। বড়জোড় জানাতে পারে। আমরা জানিয়েছি।’

এই অধ্যাপক ও অন্যতম প্রভোস্ট বলেছেন, ‘আমার হলের রুমে ওরা তালা দিয়েছে, সেটিও প্রশাসনকে বলেছি। তারা কতদূর এগিয়েছেন আমি এখনো জানি না।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান বলেছেন, ‘অধ্যাপক কল্যাণাংশু নাহার বিষয়টি সমাধানে হল প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ছাত্রদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত প্রদান করতে পারেন।’

উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, ‘হলের ভেতরের বিষয় হল প্রশাসনের, আমাদের প্রক্টরিয়াল বডির প্রধান হিসেবে আমার কোনো বক্তব্য এই বিষয়ে নেই।’

ওএস।

 

Header Ad

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে দুই ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চল রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি উত্তরবঙ্গ থেকে ছেড়ে এসে গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে টাঙ্গাইল কমিউটারে খুব বেশি যাত্রী ছিল না।

দুর্ঘটনার পর থেকে ওই রুটে কোনো ট্রেন চলছে না বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার। তিনি বলেন, এখন ওই রুটে ট্রেন নেই। আর শুধু জয়দেবপুরে কোনো ট্রেন যাবে না। দুপুরের পরে ওই রুট দিয়ে ট্রেন চলাচল করবে।

কারামুক্ত হলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন।

শুক্রবার (৩ মে) সকাল ১০ টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাওলানা মামুনুল হক এ কারাগারে দীর্ঘদিন যাবত বন্দি ছিলেন। বৃহস্পতিবার (২ মে) বিকেলে জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। কিন্তু অনেকগুলো মামলা থাকায় তা যাচাই-বাছাই করতে অনেক সময় লাগায় গতকাল মুক্তি দেওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় অবস্থান করেন মামুনুল হক।

১৫ দিন পর ১৮ এপ্রিল ওই মাদরাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া নারী। যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক। এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ অর্ধশতাধিক মামলা হয়। পরে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর থেকে এসব মামলায় তিনি কারাগারে ছিলেন। অর্থাৎ ২০২১ সালের ১৮ এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারেই ছিলেন মামুনুল হক।

রোমাকে হারিয়ে ইউরোপার ফাইনালে এক পা লেভারকুসেনের

ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোমাকে হারিয়েছে লেভারকুসেন। ছবি: সংগৃহীত

লিগ ম্যাচে এক হারের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটি হেরেছ ৩টি লিগ ম্যাচ। এসবের ভিড়ে বায়ার লেভারকুসেনের ৪৭ ম্যাচে অপরাজিত থাকা চমক জাগানিয়া বটেই।

বৃহস্পতিবার (২ মে) রাতে ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোমাকে ২-০ হারিয়েছে জাবি আলোনসোর দল।

ইতালির জায়ান্টদের মাঠ থেকে সহজে জিতে ফেরায় দলটি ইউরোপা লিগের ফাইনালে এক পা দিয়ে ফেলেছে। অপরাজিত ফিফটির পথে ছোঁটা লেভারকুসেন ঘরের মাঠে দ্বিতীয় লেগে বড় ব্যবধানে না হারলেই ফাইনালে উঠে যাবে। ক্লাব ইতিহাসে প্রথম লিগ শিরোপা জয়ী দলটি এখন ইউরোপের শিরোপাসহ ট্রেবলের স্বপ্ন দেখতেই পারে।

রোমের অলিম্পিকো স্টেডিয়ামে বেশ সহজ জয়ই পেয়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। ২৮তম মিনিটে প্রথম গোলটি করেন দারুণ ছন্দে থাকা ফ্লোরিয়ান ভাইর্টজ। দ্বিতীয়ার্ধের ৭৩তম মিনিটে ব্যবধান বাড়ান রবার্ট আনড্রিখ।

জয় নিয়ে বাড়ি ফিরতে পারায় বেশ খুশি আলোনসো। বায়ার্ন কোচ বলেন, ২-০ ভালো রেজাল্ট। আমরা খুশিমনে বাড়ি ফিরব তবে সতর্কও থাকব। এই মৌসুমে আমরা যা করছি তা অসাধারণ। আমাদের খুবই উচ্চমানের ফুটবলার আছে। তবে সবচেয়ে কঠিন জিনিস হলো ধারাবাহিকতা ধরে রাখা। আমরা থামতে চাই না। মৌসুম শেষের আগপর্যন্ত এভাবেই চালিয়ে যেতে চাই।

১৯৮৮ সালে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল লেভারকুসেন। সেটাই তাদের একমাত্র ইউরোপিয়ান শিরোপা। ২০০২ সালে চ্যাম্পিয়ন লিগের ফাইনালে উঠলেও রিয়াল মাদ্রিদের কাছে হেরে যাওয়ায় শিরোপার স্বাদ পাওয়া হয়নি।

এদিকে ইউরোপা লিগের অপর সেমিফাইনালে ১-১ গোলে ড্র করেছে আতালান্তা ও মার্শেই।

সর্বশেষ সংবাদ

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
কারামুক্ত হলেন মামুনুল হক
রোমাকে হারিয়ে ইউরোপার ফাইনালে এক পা লেভারকুসেনের
অপহৃত ১২ জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি
জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন গৃহীত
আজ তিনশ ফিট এলাকায় বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি উৎসব
দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা, ৬ জেলায় সতর্কসংকেত
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইরান
বজ্রপাতে পাঁচ জেলায় প্রাণ গেল ১১ জনের
যুগ্ম সচিব মর্যাদার ৩ জনকে বদলি
টিকেট নিয়ে সেনা সদস্য-টিটিই'র বাকবিতন্ডায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ভাংচুর, আহত ৫
সারা দেশে আরও ২ দিন হিট অ্যালার্ট জারি
জমি নিয়ে বিরোধ: স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
কক্সবাজারে হবে উন্মুক্ত কারাগার, শিগগিরই নির্মাণ শুরু : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় পাওয়ার টিলার চালক নিহত
আরেক দফা কমলো স্বর্ণের দাম
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : সেতুমন্ত্রী
মে মাসে আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
জায়েদ খানের উপস্থাপনায় মঞ্চ মাতাবেন জেমস