ছিন্নমূল মানুষদের ইফতার দিল ‘হাসি ফোটানো চেষ্টা সংগঠন’

২৪ মার্চ ২০২৩, ০৮:৫৭ পিএম | আপডেট: ০২ জুন ২০২৩, ০২:৫৭ এএম


ছিন্নমূল মানুষদের ইফতার দিল ‘হাসি ফোটানো চেষ্টা সংগঠন’

পবিত্র রমজান মাস উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ‘হাসি ফোটানো চেষ্টা সংগঠন’। শুক্রবার (২৪ মার্চ) রাজধানীর সংসদ ভবন এলাকায় শতাধিক অসহায়, ছিন্নমূল ও রোজাজারদের মাঝে ইফতার বিতরণ করে সংগঠনটি।

সংগঠনটির উদ্যোক্তা মো. রাজু আহমেদ শাওন বলেন, প্রায় শতাধিক অসহায় ছিন্নমূল ও রোজাদার মানুষের মাঝে আমরা ইফতার বিতরণ করেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- হাসি ফোটানো চেষ্টা সংগঠনের মো. মামুম, লিটন, সালাম, কাদের, রবিউল, শান্ত, জাকির প্রমুখ।

কেএম/এসজি