অসুস্থ হয়ে হাসপাতালে কমল হাসান

২৪ নভেম্বর ২০২২, ০৬:৫৯ পিএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩, ০২:২০ পিএম


অসুস্থ হয়ে হাসপাতালে কমল হাসান

প্রখ্যাত তামিল অভিনেতা কমল হাসান প্রবল জ্বরে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৩ নভেম্বর) থেকে তিনি শ্রী রামচন্দ্র মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা তাকে আগামী কয়েকদিন বিশ্রামের পরামর্শও দিয়েছেন। আজই (২৪ নভেম্বর) হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।

এদিকে এই সপ্তাহের শুরুতে কমল হাসান তার গুরু চলচ্চিত্র পরিচালক কে. বিশ্বনাথকে দেখতে হায়দ্রাবাদে তার বাড়িতে যান। এমন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা আলোড়ন তুলে।

ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করে কমল হাসান লিখেন, ‘শিক্ষক কে. বিশ্বনাথ সাহেবের সঙ্গে তার বাড়িতে দেখা করেছি। হাজারও নষ্টালজিয়া ও শ্রদ্ধা।’ তিনি তাকে মাথা নুয়ে সম্মান জানানোর ছবি পোস্ট করেছেন।

চলতি বছরের শুরুতে কমল হাসান রূপালি পর্দায় ফিরেছেন লোকেশ কানাগরাজের অ্যাকশন থ্রিলার ‘বিক্রম’র মাধ্যমে। তার সঙ্গে আছেন বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিল। লোকেশ সিনেমাটিক ইউনিভার্স (এলসিও)’র দ্বিতীয় এই ছবিটি ১৫০ কোটি রূপির বাজেটে বানানো। তামিল, তেলেগু ও হিন্দিতে মুক্তি পাওয়া সিনেমাটি হলগুলোতে ৫০০ কোটি রূপি আয় করে। এটি এই বছরের সেরা দ্বিতীয় আয় করা সিনেমা। এখন এই সুপারস্টার ‘বিগ বস তামিল সেশন ৬’র শুটিং করছেন।

কমল হাসানকে এরপর ১৯৯৬ সালের হিট ছবি ‘ইন্ডিয়ান’র পরের পর্বে দেখা যাবে। তিনি এই ‘শঙ্কর’ ছবির মাধ্যমে আবার প্রায় তিন দশক পর সেখানে ফিরবেন। ইন্ডিয়ান সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন উর্মিলা মাতোন্ডকর, মনিষা কৈরালা ও সুখানায়া। শঙ্কর ছবিতে তিনি সেনাপতি হিসেবে থাকবেন। এতে অভিনয় করবেন কাজল আগারওয়াল ও রাকুল প্রীত সিং।

ওএফএস/এসজি


বিভাগ : বিনোদন



রেল যোগাযোগ শুরু না হতেই নাট বল্টু চুরি, বিলম্বে ছাড়ল ‘কক্সবাজার এক্সপ্রেস’

০২ ডিসেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:১৭ পিএম


রেল যোগাযোগ শুরু না হতেই নাট বল্টু চুরি, বিলম্বে ছাড়ল ‘কক্সবাজার এক্সপ্রেস’
ছবি: সংগৃহীত

সরাসরি ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ শুরু হতে না হতেই রাতের আধারে দুষ্কৃতিকারিরা রেলপথের নাট-বল্টু খুলে নেয়ায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে আধা ঘন্টার পর রেল ছেড়েছে। কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের কাহাতিয়াপাড়া এলাকায় নতুন রেলপথের নাট-বল্টু খুলে নেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। কক্সবাজার-ঢাকা রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেল চালুর দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটল।

এ ঘটনায় কক্সবাজারবাসীকে চরম অভাগা বলে অবহিত করেছেন কক্সবাজার আইকনিক স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী।

খুলে নেওয়া নাট-বল্টু পুনঃস্থাপন করে রেলপথ স্বাভাবিক করা হয়। ছবি : সংগৃহীত

কক্সবাজার স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, শনিবার সকালে রামুর রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়ায় রেললাইনের এ ত্রুটির ঘটনাটি অবহিত হন তারা। ঘটনা জানার পর রেললাইনের সংস্কারকাজ চালানো হয়। ফলে ৩৫ মিনিট বিলম্বে ঢাকার উদ্দ্যেশে ‌‘কক্সবাজার এক্সপ্রেস’ রওনা দেয়।

তিনি আরও বলেন, শত বছরের স্বপ্ন বাস্তবায়নের পর এটিকে সন্তানের মতো লালন করার পরিবর্তে লোভের কারণে রেলকে ঝুঁকির মধ্যে ফেলেছে এসব লোক।

রেল কর্তৃপক্ষের বরাতে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা বলেন, শনিবার (২ ডিসেম্বর) সকালে সরকারি গোয়েন্দা সংস্থার মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার রুটের রামুর কাহাতিয়া পাড়ায় রেললাইনের বিটের নাট-বল্টু খুলের ফেলার ঘটনা জানা যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি রেল অধিদপ্তরের সংশ্লিষ্টরা সকল স্তরে অবহিত করেন। এরপর রেল প্রকৌশলসহ নির্মাণকাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং বিটের খুলে ফেলা নাট-বল্টু পুনঃসংযোজন কাজ শুরু করেন। কাজ শেষ করে ট্রেন চলাচলের উপযোগী করতে বেলা সাড়ে ১২টা বেজে যায়। তাই সিডিউলের আধাঘণ্টা পর কক্সবাজার আইকনিক স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দ্যেশে রওনা দেয়। এটি নিছক চুরি, না কি অন্য কিছু তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

রামুর ওসি আবু তাহের বলেন, যদিও রেল আলাদা শৃঙ্খলা বাহিনী দ্বারা চলে। নতুন পথ হওয়ায় আমাদের সহযোগিতা চাইলে খবরটি শোনার পর পরই প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে রেললাইনের বিটের নাট-বল্টু খুলে ফেলার দৃশ্য দেখা গেছে। ঘটনাটি নিছক চুরি, নাকি কোনো ধরণের নাশকতার চেষ্টা তা নিশ্চিত হওয়া না গেলেও কারা, কী উদ্দেশে এটি সংঘটিত করেছে এবং কারা জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, বিজয়ের মাসের প্রথম দিনেই ১০২০ জন যাত্রি নিয়ে কক্সবাজার-ঢাকা রেলপথে বাণিজ্যিক যাত্রা শুরু হয়। প্রথম যাওয়া রেলের ঢাকা থেকে ফিরতি ট্রিপ সমপরিমাণ যাত্রী নিয়ে এসে পৌঁছায় শনিবার সকাল ৮টায়। সিডিউল মতে শনিবার দুপুরে দ্বিতীয় ট্রিপ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর আগেই বিটের নাট-বল্টু খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। যা হতবাক করেছে সচেতন সকলকে।


দুই জেলায় ডিসি পদে পরিবর্তন

০২ ডিসেম্বর ২০২৩, ০৮:০৩ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:১৭ পিএম


দুই জেলায় ডিসি পদে পরিবর্তন
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় ২ জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন আনা হয়েছে। ময়মনসিংহ জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে সুনামগঞ্জ জেলার ডিসিকে বদলি করে ময়মনসিংহের ডিসি নিয়োগ করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ছবি: সংগৃহীত

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে বদলি করে ময়মনসিংহের জেলা প্রশাসক করা হয়েছে। এছাড়া সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব রাশেদ ইকবাল চৌধুরীকে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ বিষয়ে জানান, “কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ আমরা না চাইলে এখন কোনো বদলি হবে না। ময়মনসিংহের ডিসির প্রত্যাহার চেয়েছিলাম আমরা”।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।


বিভাগ : জাতীয়

বিষয় : ডিসি , পরিবর্তন



মারা গেলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দীপু

০২ ডিসেম্বর ২০২৩, ০৭:০২ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:১৭ পিএম


মারা গেলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দীপু
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপু মারা গেছেন। শনিবার (২ ডিসেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার বড় ছেলে সাজেদুল হোসেন ।- ফাইল ছবি

তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু মারা গেছেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল ও সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবির।

অনুসরণ করুন