মঙ্গলবার, ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

শিল্পী সমিতিতে সাংবাদিকদের ওপর হামলা

জয়কে আজীবন বয়কট, ২ জনকে সাময়িক বহিষ্কার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুজন সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে সমিতি। আর সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী হামলার নির্দেশনা ও উদ্ধত্বপূর্ণ আচরণ করায় তাকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছে সিনে সাংবাদিকরা।

১ মাসের জন্য সাময়িক বহিষ্কৃতরা হলেন খল অভিনেতা শিবা শানু ও সুশান্ত। এছাড়া ন্যক্কারজনক ঘটনার দিন ২৩ এপ্রিলকে কালো দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন বিনোদন সাংবাদিকরা।

বৈঠকে শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী হামলার নির্দেশনা দিয়েছেন বলে অভিযোগ আনা হয়। বৈঠক শেষে জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দেন বিনোদন বিটের সাংবাদিকরা।

এ বিষয়ে সাংবাদিক লিমন আহমেদ বলেন, ঘটনার তদন্তে বৈঠকে আলোচনা শুরুর পরও জয় চৌধুরী ঔদ্ধত্যপূর্ণ আচরণ চালিয়ে যান। তিনি কারো কথা মানতে নারাজ। তাই তাকে আজীবনের জন্য বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‌‘জয় চৌধুরীকে নিয়ে শিল্পী সমিতি যদি কোনো কার্যক্রমে অংশ নেন তবে সমিতিকেও বয়কট করা হবে। কোনো প্রযোজক বা পরিচালক সিনেমা নির্মাণ করলে তাদের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকা হবে। ’

বৈঠকে শিল্পী সমিতি আহত সাংবাদিকদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি।

লিমন আহমেদ ছাড়াও ওই বৈঠকে সাংবাদিকদের পক্ষ থেকে ছিলেন রাহাত সাইফুল, আহমেদ তৌকীর, বুলবুল আহমেদ জয়, আবুল কালাম। শিল্পী সমিতির পক্ষ থেকে ছিলেন মিশা সওদাগর, ডি এ তায়েব, নানা-শাহ, রুবেল ও রত্না।

এছাড়াও সিনিয়র সাংবাদিক রিমন মাহফুজ ও কামরুজ্জামান বাবুসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। উপদেষ্টা হিসেবে ছিলেন প্রযোজক আরশাদ আদনান।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে শপথগ্রহণ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা। কিন্তু অনুষ্ঠান শেষ হতে না হতেই ঘটে অপ্রীতিকর ঘটনা। এক সাক্ষাৎকার গ্রহণকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলা চালান অভিনয়শিল্পীরা। এতে সাংবাদিকসহ প্রায় ১০ জন আহত হন।

Header Ad
Header Ad

হিলিতে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ছবি : ঢাকাপ্রকাশ

দিনাজপুরের হিলিতে মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৬ মে) দুপুরে হিলির মাঠপাড়া থেকে গ্রামবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চারমাথা মোড়ে গিয়ে মানববন্ধনে রূপ নেয়। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাঠপাড়া এলাকার সুখি ও তার স্বামী ফারুক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, পাচার এবং অসামাজিক কার্যকলাপে জড়িত। তাদের কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে। এ ছাড়াও তারা স্থানীয়দের ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দিয়ে এসব অপরাধ চালিয়ে যাচ্ছে।

গ্রামবাসী জানান, সম্প্রতি জিয়া নামে এক ব্যক্তি সুখি ও ফারুকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার ওপর সন্ত্রাসী হামলা হয়। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। বর্তমানে জিয়া দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুশয্যায় রয়েছেন। ঘটনার সময় ইনসাফ আলী নামে এক হামলাকারীকে অস্ত্রসহ আটক করে পুলিশে দেওয়া হলেও তাকে ছেড়ে দেওয়া হয়।

 

ছবি : ঢাকাপ্রকাশ

বক্তারা অভিযোগ করেন, পুলিশ এসব ঘটনা জানলেও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। মামলা দিতে গেলেও গড়িমসি করছে। বাধ্য হয়ে তারা মানববন্ধন ও বিক্ষোভের পথ বেছে নিয়েছেন।

এ সময় আরও জানানো হয়, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Header Ad
Header Ad

তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিলেন খালেদা জিয়ার চিকিৎসক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

চার মাস পর লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকালে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পৌঁছান সাবেক এই প্রধানমন্ত্রী। তার সঙ্গে ফিরেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ হোসেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেন, “ইনশাআল্লাহ, সেই দিন আর বেশিদিন নয়—তারেক রহমান মাঠে এসে নেতৃত্ব দেবেন। এখন যেমন ব্রিটেন থেকে নেতৃত্ব দিচ্ছেন, অল্প সময়ের মধ্যেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সরাসরি মাঠে থাকবেন।”

ডা. জাহিদ আরও জানান, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বর্তমানে দেশে থাকলেও আবার ফিরে গিয়ে পরিবারসহ স্থায়ীভাবে দেশে ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেন।

খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন থাকাকালে তার পাশে ছিলেন ডা. জাহিদ হোসেন। দীর্ঘ ১৭ ঘণ্টার ভ্রমণ শেষে দেশে ফিরলেও বিএনপি নেত্রী মানসিকভাবে সুস্থ আছেন বলে জানান তিনি। বলেন, “ম্যাডাম এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান। দেশবাসীর দোয়া ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।”

উল্লেখ্য, খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। সম্প্রতি তার মেয়ে জাইমা রহমান যুক্তরাষ্ট্রে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির পরবর্তী নেতৃত্বে বিদেশে থাকা পরিবারের সদস্যদের সক্রিয় অংশগ্রহণের বার্তা দিয়েছেন।

Header Ad
Header Ad

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত, চেম্বার আদালতের আদেশ

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত। ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শেষে মঙ্গলবার (৬ মে) চেম্বার জজ আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন না মঞ্জুর হওয়ায় চিন্ময় দাসকে কারাগারে পাঠানো হলে চট্টগ্রাম আদালত চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়, যা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।

রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করা হয় গত বছরের ৩১ অক্টোবর। চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় দাসসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে ফিরোজ খানকে দলীয় সিদ্ধান্তে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়।

ওই মামলায় গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাসসহ কয়েকজন অভিযুক্ত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

হিলিতে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিলেন খালেদা জিয়ার চিকিৎসক
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত, চেম্বার আদালতের আদেশ
টাঙ্গাইলে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩ কারবারিকে জেল জরিমানা
সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা জানা গেল
ফিরোজায় ফিরেই দেশবাসীকে ধন্যবাদ জানালেন খালেদা জিয়া
জিআই পণ্যের স্বীকৃতি পেল নওগাঁর নাক ফজলি আম
পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগ নেতা মাসুদ আটক, জুতার মালা পরানোর চেষ্টা
গাজায় গণহত্যা চললে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অর্থহীন: হামাস
শিশু আছিয়া ধর্ষণ মামলায় ঢামেকের দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
৭১-এর পর প্রথমবার ভারতের রাজ্যজুড়ে যুদ্ধ প্রস্তুতির মহড়া
কিশোরগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে ৩ ছাত্রীর মৃত্যু
কানাডার সেরা একাদশে সামিত সোম, বাংলাদেশের জার্সি এখন সময়ের অপেক্ষা
ঈদুল আজহায় ছুটি ১০ দিন: প্রেস সচিব
দুই পুত্রবধূকে নিয়ে ফিরোজায় খালেদা জিয়া, নেতাকর্মীদের উল্লাস
প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ
মোহাম্মদ শামিকে হত্যার হুমকি, এক কোটি রুপি দাবি
জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু
ঢাকাসহ ১৩ জেলায় বিকেল ৪টার মধ্যে তীব্র ঝড়ের আভাস
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক