এফডিসিকে পরিত্যক্ত পাটকল বললেন শাকিব

১৪ মার্চ ২০২৩, ০৪:৩০ পিএম | আপডেট: ০৯ জুন ২০২৩, ০৯:৫৮ পিএম


এফডিসিকে পরিত্যক্ত পাটকল বললেন শাকিব

অনেকে কাজ বাদ দিয়ে সমিতিনির্ভর হয়ে পড়ল। সেই সঙ্গে এফডিসি চলচ্চিত্র নয়, সমিতিনির্ভর একটি প্রতিষ্ঠানে পরিণত হলো। কিছু অযোগ্য লোকের কাছে সিনেমার পরিবর্তে সমিতি হয়ে গেল ধ্যান-জ্ঞান। সমিতির নির্বাচন, পিকনিক, ইফতার পার্টি নিয়ে তাদের যেভাবে ব্যস্ত থাকতে দেখা যায় সিনেমা নিয়ে তত নয়। এতে করে চলচ্চিত্রের বারোটা বেজেই চলেছে। দেশের এক সংবাদমাধ্যমে এভাবেই কথাগুলো বললেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান।

শুধু তাই নয়, গত পাঁচ বছর ধরে এফডিসির অভ্যন্তরে কাজের চেয়ে সমিতি কালচার চর্চার ফলে সিনেমার পরিবেশ নষ্ট হয়েছে বলেও মনে করেন তিনি।

এফডিসিকে পরিত্যক্ত পাটকলের সঙ্গে তুলনা করে শাকিব খান বলেন, জরুরি ছিল এফডিসি থেকে সার্ভার সিস্টেমের মাধ্যমে সিনেমা প্রদর্শন করা, এফডিসিতে পোস্ট প্রোডাকশনের কাজের ব্যবস্থা করা। এমন আরও অনেক আধুনিক কাজের কোনো ব্যবস্থা নেই এফডিসিতে। তাই এফডিসি চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখবে কীভাবে? এফডিসি এখন হয়েছে পরিত্যক্ত পাটকলের মতো। এমন সব দুরবস্থা থেকে বেরিয়ে আসতে পারলেই চলচ্চিত্রের সংকট নিশ্চিত কেটে যাবে।

এদিকে, গত দুই বছর ধরেই নতুন সিনেমার শুটিংয়ে নেই শাকিব খান। এ সময় তার সিনেমা মুক্তি পেলেও দর্শক তেমনভাবে গ্রহণ করেনি। তবে গত দুই বছরে নতুন সিনেমার কাজ না করলেও সিনেমার ঘোষণা দিয়ে আলোচনায় ছিলেন তিনি। এ সব আলোচনাকে ছাপিয়ে প্রেম, বিয়ে, সন্তান নিয়ে তুমুল সমালোচনাও তৈরি করেন এই নায়ক।

‘রাজকুমার’, ‘প্রিয়তমা’, ‘কবি’, ‘প্রেমিক’ সিনেমার পর এবার ঘোষণার তালিকায় যুক্ত হয়েছে ‘শের খান’ সিনেমাটিও। শাকিব সিনেমার ঘোষণার তালিকা দিনে দিলে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই সিনেমাগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত। এ ছাড়াও সরকারি অনুদান পাওয়া শাকিব প্রযোজিত ‘মায়া’ সিনেমার কাজ কবে শুরু হবে এ বিষয় নিয়ে কিছুই নিশ্চিত করেননি তিনি।

শাকিব অভিনীত মুক্তির অপেক্ষায় আছে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’, তপু খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’, ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’। আসন্ন রোজার ঈদে সিনেমাগুলো মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এএম/আরএ/