হিরো আলমের পক্ষ নিয়ে মামুনুর রশীদকে প্রশ্ন ছুঁড়লেন ওমর সানী

২৮ মার্চ ২০২৩, ০৬:১৭ পিএম | আপডেট: ০৯ জুন ২০২৩, ০৫:৪৬ এএম


হিরো আলমের পক্ষ নিয়ে মামুনুর রশীদকে প্রশ্ন ছুঁড়লেন ওমর সানী

খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। হিরো আলমকে নিয়ে দেশের একটি গণমাধ্যমে মন্তব্য করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

‘রুচির দুর্ভিক্ষ’ নিয়ে সেই মন্তব্যের জেরে কেউ কেউ মামুনুর রশীদের সঙ্গে সহমত প্রকাশ করেছেন। আবার কেউ কেউ তার মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে আক্রোশের উত্তাপ ছড়াচ্ছেন স্যোশাল মিডিয়ায়। আর এই তর্ক যুদ্ধে যোগদান করেছেন অনেক তারকা অভিনেতা ও অভিনেত্রীরা।

এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী।

‘রুচির দুর্ভিক্ষ’ নিয়ে করা মন্তব্যে হিরো আলমের পক্ষ নিয়ে মামুনুর রশীদকে প্রশ্ন ছুঁড়ে দিলেন এই নায়ক।

মঙ্গলবার (২৮ মার্চ) ওমর সানী তার ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘শুধু আলমের নাম নিলেন বড় ভাই মামুনুর রশীদ, এরকম তো সংগীতে আছে, অভিনয়ে আছে, কলাতে আছে, লেখনীতে আছে, রাজনীতির মঞ্চে আছে, ওনাদের নাম নিতে ভয় লাগে? শুধু পাইছেন মাটির গন্ধওয়ালা হিরো আলমকে। আর ওনারা আতর মাখে তাই নাম নেন নাই বড় ভাই (স্যার)’।

এএম/এমএমএ/


বিভাগ : বিনোদন