চিরকুটের ২০ বছর পূর্তির কনসার্টে থাকবেন জয়া ও অন্যরা

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৭ পিএম | আপডেট: ০৬ জুন ২০২৩, ০৫:৫১ পিএম


চিরকুটের ২০ বছর পূর্তির কনসার্টে থাকবেন জয়া ও অন্যরা

বাংলাদেশে বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। তাদের অনেক গানই হয়েছে জনপ্রিয়। ২০০২ সালে এই ব্যান্ডের জন্ম। বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি ২০ বছর পূর্ণ করবে চিরকুট।

এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে সন্ধ্যা ৬টায় বিশেষ একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। এর নাম রাখা হয়েছে ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ কনসার্ট।

চিরকুট-এর সঙ্গে এই কনসার্টে অতিথি হিসেবে পারফর্ম করবে ক্রিপটিক ফেইট, অ্যাশেজ, বাংলা ফাইভ, কাঁকতাল ও বাঙ্গু বিবি। সেইসঙ্গে পারফর্ম করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির দূর্গ, কোলস্ত­ ও ইনট্রয়েড।

এতে বিশেষ অতিথি হিসেবে থাকবে ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি মাকসুদুল হক (ঢাকা), ফোয়াদ নাসের বাবু (ফিডব্যাক), নকীব খান (রেনেসাঁ), মাইলস ও অভিনেত্রী জয়া আহসান।

এমন তথ্য নিশ্চিত করেছেন চিরকুট ব্যান্ডের প্রধান সুমী। ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শিরোনামের এই কনসার্টের টিকিট মূল্য ৫০০ টাকা। কনসার্টটি আয়োজন করছে সল্ট ক্রিয়েটিভস।

এএম/এমএমএ/


বিভাগ : বিনোদন