
এক কনসার্টে টেইলর সুইফটের ৪৪ গান
১৯ মার্চ ২০২৩, ০৭:২৩ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৩, ০৮:৪৫ এএম

তিন ঘন্টার একটি ট্যুরের মাধ্যমে টেইলর সুইফট তার মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্টের শুরু করেছেন। তিনি ২৭টি কনসাটের তার এরাস ট্যুর নামের বহুল প্রতিক্ষিত কনসাটের প্রথমটি নিজের ‘লাভার’ অ্যালবামের ছয়টি গান দিয়ে শুরু করেছেন।
শুক্রবার (১৭ মার্চ) রাতে ছিলেন অ্যারিজোনার গ্রেনডালের স্টেট ফার্ম স্টেডিয়ামে। এখানেই একটি মাস আগে সুপার বোল খেলাটি সম্পন্ন হয়েছে।
শো শুরুর আগে বলেছেন, ‘আমাকে এই অনুভূতি দেবার জন্য কীভাবে শুরু করতে হবে সেই উপায়টি আমি জানি না।’
২০১৮ সালের পর থেকে আর কোনো শো করেননি মার্কিন এই তারকা গায়িকা।
তিনি একটি গান গেয়েছেন ২০০৬ সালে নিজের নামে প্রকাশিত অ্যালবামের ‘টিম ম্যাকগ্রো’।
টানা তিন ঘন্টার এই শোতে মোট ৪৪টি গান গেয়েছেন টেইলর সুইফট। বেশিরভাগই নিজের ১৭ বছরের ক্যারিয়ারের। এই কনসার্টে ৭০ হাজারের বেশি ভক্ত ও শ্রোতা উপস্থিত হয়েছেন।
ওএফএস/এএস