রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৩ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা

ছবি: সংগৃহীত

গাজায় দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাত অবসানের পথে। শুক্রবার (১৭ জানুয়ারি) ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।

জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। তিনি এক্সে দেওয়া বার্তায় জানিয়েছেন, চুক্তি পূর্ণ মন্ত্রিসভায় অনুমোদিত হলে যুদ্ধবিরতি শুরু হবে। তবে তিনি সতর্ক করেছেন, চুক্তি বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ইসরায়েল।

যদি এই চুক্তি সফলভাবে কার্যকর হয়, তাহলে গাজার সংঘাতে বিপর্যস্ত মানুষের জন্য এটি স্বস্তি বয়ে আনবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত কয়েক মাসে লেবানন, ইয়েমেন ও ইরাকসহ বিভিন্ন অঞ্চলে হিজবুল্লাহ ও হুতির মতো ইরানপন্থি গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল, যা এই চুক্তির গুরুত্ব আরও বাড়িয়েছে।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের ঐকমত্যের খবর প্রথম প্রকাশ করে মধ্যস্থতাকারী দেশ কাতার। পরে শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় এক বিবৃতিতে জানায়, চুক্তি বাস্তবায়নের পাশাপাশি জিম্মি মুক্তির বিষয়টিও নির্ধারিত কাঠামো অনুযায়ী এগোবে। আশা করা হচ্ছে, রবিবার থেকেই জিম্মিদের মুক্তি শুরু হবে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরের সহিংসতার শুরুতে একবার স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু এরপর কয়েক দফা আলোচনা সত্ত্বেও আর কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। সাম্প্রতিক উদ্যোগে হামাস ও ইসরায়েল একমত হলেও ইসরায়েলের কট্টর ডানপন্থি নেতারা চুক্তির বিরোধিতা করছেন।

যুদ্ধবিরতির বিরোধিতা করে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মরিচ পদত্যাগের হুমকি দিয়েছেন। তবুও মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন।

চুক্তি নিয়ে বৃহস্পতিবার মন্ত্রিসভায় ভোট হওয়ার কথা থাকলেও হামাসের কয়েকটি শর্ত মানা নিয়ে বিতর্কের কারণে তা একদিন পিছিয়ে দেওয়া হয়। সব পক্ষের সমঝোতায় চুক্তি কার্যকর হলে এটি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

Header Ad
Header Ad

পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিল

পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিল। ছবি: সংগৃহীত

পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। ফলে এখন থেকে পাসপোর্টে পেতে হলে পুলিশের ক্লিয়ারেন্স লাগবে না। রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা এ ঘোষণা দিয়েছেন।

এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে। আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি, নাগরিক হিসেবে পেয়েছি।

তিনি বলেন, আমরা আইন করে দিয়েছি, কিন্তু গ্রামে-গঞ্জে পৌঁছেনি, অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি। এই যে দূরত্ব এটা যেন না থাকে। এগুলোর কোনো কারণ নেই, বিনা কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে। হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানেই মানুষকে হয়রানি করা, এটাকে উল্টে দিতে হবে। সরকার ভিন্ন জিনিস। আপনার অধিকার পৌঁছে দেওয়াই আমাদের কাজ।

আজ রবিবার শুরু হলো জেলা প্রশাসক সম্মেলন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

Header Ad
Header Ad

গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ২৫ লাশ উদ্ধার  

ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে অবরুদ্ধ উপতক্যাটিতে ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ২৬৪ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

বার্তা সংস্থাটি বলছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ২৫ জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪৮ হাজার ২৬৪ জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় আরও ১২ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্য দিয়ে ইসরাইলি হামলায় আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৬৮৮ জনে পৌঁছৈছে। অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। দীর্ঘ ১৫ মাসের এই হামলায় নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর নিখোঁজ রয়েছেন ১২ হাজারেরও বেশি। এছাড়া এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ১১ হাজারেরও বেশি মানুষ।

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও আছে।

Header Ad
Header Ad

সাকিব যেনো নিঃস্ব প্রাণ এক, একের পর এক হারাচ্ছেন সব

সাকিব আল হাসান। ছবিঃ সংগৃহীত

জাতীয় দল থেকে বাদ পড়ার পর এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও জায়গা হারালেন সাকিব আল হাসান। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের স্কোয়াড পুনর্গঠনে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে। বোলিং নিষেধাজ্ঞার কারণে কেবল ব্যাটার হয়ে পড়া সাকিব প্রথম আসরে ৪ ম্যাচে ৬০ রান আর ১ উইকেট নিয়েছিলেন, যা ছিল খুবই হতাশাজনক।

তবে শুধু সাকিব নন, দল থেকে বাদ পড়েছেন ডেভিড মিলার, জেসন রয় এবং অ্যাডাম জাম্পার মতো তারকারাও। তবে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, সুনিল নারিন এবং অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসনকে ধরে রেখেছে লস অ্যাঞ্জেলস।

রাজনৈতিক জীবনও সাকিবের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মাগুরা-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিতর্ক পিছু ছাড়েনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিক মামলা, জরিমানা—সব মিলিয়ে দেশের বাইরে থাকতে বাধ্য হচ্ছেন সাকিব।

একসময় বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন, আর এখন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও ব্রাত্য সাকিব আল হাসান। কি ফিরতে পারবেন আবারও আগের জৌলুসে? নাকি এভাবেই ক্রিকেট থেকে ধীরে ধীরে হারিয়ে যাবেন এক সময়ের পোস্টারবয়?

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিল
গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ২৫ লাশ উদ্ধার  
সাকিব যেনো নিঃস্ব প্রাণ এক, একের পর এক হারাচ্ছেন সব
সাতক্ষীরায় পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার    
খরা মৌসুমে হঠাৎ ফুঁসে উঠেছে তিস্তা, শঙ্কায় কৃষকরা  
নয়াদিল্লিকে এফ-৩৫ দেবে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ইসলামাবাদ  
রাজধানীর বিভিন্ন সড়কে সিএনজিচালকদের বিক্ষোভ  
দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা
আজ তিন দিনের সফরে কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান  
আ.লীগের শীর্ষ নেতারা ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন  
কুম্ভ মেলার ট্রেনে উঠতে গিয়ে দিল্লি স্টেশনে ১৮ জন নিহত
নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু
দেব চৌধুরীর নাম মুহাম্মদ চৌধুরী
তরুণী সেজে ছাত্রলীগ নেতার ‘অসামাজিক’ কাজ, অবশেষে ধরা  
আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি হাসনাতের  
ঘরে বসে যেভাবে দেখবেন চ্যাম্পিয়নস ট্রফির খেলা    
সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয়ে প্রতারণা, ৩ জনকে আটক
একুশে টিভির ভবনে আগুন  
একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি: প্রধান উপদেষ্টা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী হলেন শিবিরের সাবেক সভাপতি