রবিবার, ৪ মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে পড়ল ইয়েমেনের ছোড়া ব্যালিস্টিক মিসাইল

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে পড়ল ইয়েমেনের ছোড়া ব্যালিস্টিক মিসাইল। ছবি: সংগৃহীত

ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিওন-এ আঘাত হেনেছে। রোববার (৪ মে) সকালের এই হামলায় বিমানবন্দরের রানওয়ের একটি অংশ এবং একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। আহত হয়েছেন অন্তত চারজন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে তারা একাধিকবার চেষ্টা করলেও ব্যর্থ হয়। ঘটনার তদন্ত এখনও চলমান। হামলার পরপরই ইসরায়েলের মধ্যাঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং লক্ষ লক্ষ মানুষ দ্রুত আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার পরপরই বেন গুরিওন বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় সমস্ত প্রবেশপথ ও ট্রেন চলাচল। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের সংযোগ সড়কে আঘাত হানে এবং আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

যদিও ইয়েমেনের হুথি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় তারা ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

অন্যদিকে, হুথিদের দমন করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে প্রতিদিন বিমান হামলা চালাচ্ছে। আল মাসিরাহ টিভি জানিয়েছে, রোববার ভোরে মার্কিন যুদ্ধবিমানগুলো আল-জাওফে ১০টি ও মারিবে ৩টি বিমান হামলা চালায়।

ইসরায়েল রেজিলিয়েন্স পার্টির নেতা বেনি গ্যান্টজ এই হামলার জন্য ইরানকে দায়ী করে বলেন, "ইরানই ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং তাদের এর জবাব দিতে হবে।"

বিরোধীদলীয় নেতা ইয়ার গোলান বলেন, "দেশজুড়ে আবারও আতঙ্ক, মানুষ আশ্রয়কেন্দ্রে, গাজায় বন্দি ইসরায়েলিরা মরছে, জীবনযাত্রার ব্যয় অসহনীয় — এটা নেতানিয়াহুর সরকারের বড় ব্যর্থতা। যুদ্ধ থামাতে এবং অপহৃতদের ফিরিয়ে আনতে এখনই পদক্ষেপ নিতে হবে।"

Header Ad
Header Ad

সিরাজগঞ্জে রহস্যময় ‘আয়না ঘর’: বন্দী নারী ও বৃদ্ধ উদ্ধার, মূল রহস্য এখনো অজানা

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনারাম গ্রামে নির্মাণাধীন একটি ভবনের নিচে পাওয়া ‘আয়না ঘর’ নামের একটি রহস্যময় কক্ষে বন্দী থাকা এক নারী ও এক বৃদ্ধ মাটি খুঁড়ে বেরিয়ে আসার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

প্রায় পাঁচ মাস ওই ঘরে আটকে থাকার পর শুক্রবার ভোররাতে শিল্পী খাতুন (৩৮) ও আব্দুল জুব্বার (৭৫) নামের ওই দুজন মুক্ত হন। তবে দীর্ঘ সময় বন্দী থাকার পরও তাঁদের শরীরে নির্যাতনের দৃশ্যমান কোনো চিহ্ন না থাকায় বিষয়টি ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

এ ঘটনায় 'আয়না ঘর' নির্মাণকারী এবং এর মালিক, গ্রাম্য চিকিৎসক নাজমুল ইসলাম আরাফাতসহ ২৫ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রধান আসামি আরাফাতকে শনিবার গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি পশ্চিম লক্ষ্মীকোলা গ্রামের মৃত রেজাউল করিম তালুকদারের ছেলে।

রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, কক্ষে প্রবেশের ছোট দরজা, করিডোর এবং মাটির নিচে থাকা চার বাই নয় ফুটের কবরসদৃশ ঘরগুলো ঘিরে তদন্ত চলছে। এই ঘটনায় শিল্পী খাতুনের স্বামী মনছুর রহমান এবং আব্দুল জুব্বারের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। মামলায় রিমান্ড আবেদনও করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরাফাত পেশায় একজন গ্রাম্য ডাক্তার হলেও তাঁর কোনো বৈধ সনদ নেই। তাঁর ভাই বাঁধন এনাম মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসক। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন আরাফাত। তাঁর বিরুদ্ধে চুরি, ব্ল্যাকমেইল, মামলাবাজি এবং অপহরণসহ নানা অভিযোগ রয়েছে। স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করেন, আরাফাত একটি চক্রের মাধ্যমে মানুষ অপহরণ করে এনে ওই আয়না ঘরে আটকে রাখতেন এবং তারা কিডনি পাচার কার্যক্রমে জড়িত থাকতে পারে।

ভুক্তভোগী শিল্পী খাতুন জানান, ছয় মাস আগে তাঁকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ঘুমের ইনজেকশন দেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় ঘোরানোর পর চার মাস আগে আয়না ঘরে রাখা হয়। সেখানে আগেই আব্দুল জুব্বার বন্দী ছিলেন। আরাফাত তাঁদের কিডনিসহ অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করার হুমকি দিয়েছিলেন।

অপর ভুক্তভোগী আব্দুল জুব্বার জানান, তাঁর কাছ থেকে আট বিঘা জমি লিখে নেওয়ার চেষ্টা করেন আরাফাত। এতে রাজি না হওয়ায় তাঁকে নির্যাতন করা হয় এবং দিনে মাত্র একবার খাবার দেওয়া হতো। ঘরে গোসল বা প্রাকৃতিক কাজের কোনো ব্যবস্থা ছিল না।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান জানান, এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত শেষে প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, ভবনের নিচের কক্ষসমূহ যেন আগের মতোই রাখা হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করা হবে।

Header Ad
Header Ad

গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা

ছবি: সংগৃহীত

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

রবিবার (৪ মে) ঢাকার দিকে যাওয়ার পথে ১০-১২টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁর গাড়িকে পেছন দিক থেকে ঘিরে ফেলে এবং হামলা চালায়। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং হাসনাত আবদুল্লাহর হাতে আঘাত লাগে। বর্তমানে তিনি ঢাকায় ফিরছেন বলে জানা গেছে।

এ বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, "হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, তিনি রক্তাক্ত হয়েছেন। আশপাশে যারা আছেন, দয়া করে সহযোগিতা করুন।"

এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ সামাজিক মাধ্যমে সবাইকে দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসার আহ্বান জানান।

Header Ad
Header Ad

এনা ও স্টারলাইন পরিবহনের ১৯০টি গাড়ি জব্দের নির্দেশ

ছবি: সংগৃহীত

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, তার স্ত্রী, সন্তান এবং স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত মোট ১৯০টি পরিবহন জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৪ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান আদালতে দেওয়া আবেদনে জানান, খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত দল গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে দুদক জানতে পারে, অভিযুক্ত এনায়েত উল্লাহ, তার স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয়, মেয়ে চামশে জাহান নিশি এবং তাদের মালিকানাধীন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে এই ১৯০টি বাস ও অন্যান্য যানবাহন নিবন্ধিত রয়েছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ‘এনা পরিবহন’ এবং ‘স্টারলাইন স্পেশাল লিমিটেড’। দুদকের আবেদনে আরও বলা হয়, অভিযুক্তরা এই যানবাহনের মালিকানা অন্যত্র হস্তান্তর করে দেশ ছেড়ে পালানোর পাঁয়তারা করছেন। তাই অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এসব যানবাহন জব্দ করা জরুরি হয়ে পড়েছে।

আদালত শুনানি শেষে দুদকের আবেদন মঞ্জুর করে ১৯০টি যানবাহন জব্দের আদেশ প্রদান করেন। বিষয়টি নিয়ে পরিবহন খাতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সিরাজগঞ্জে রহস্যময় ‘আয়না ঘর’: বন্দী নারী ও বৃদ্ধ উদ্ধার, মূল রহস্য এখনো অজানা
গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা
এনা ও স্টারলাইন পরিবহনের ১৯০টি গাড়ি জব্দের নির্দেশ
টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস
যশোরে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক
জম্মু-কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন
নওগাঁ আ'লীগের অফিসে চুরি করতে গিয়ে ৭ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে পড়ল ইয়েমেনের ছোড়া ব্যালিস্টিক মিসাইল
কাশ্মিরে হামলা মোদি সরকারের রাজনৈতিক কৌশল: অভিযোগ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
কপাল পুড়লো ভারতের, বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন
রাখাইনে মানবিক করিডর চালুর বিষয়ে কোনও চুক্তি হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: গণশিক্ষা উপদেষ্টা
“নির্বাচন চায় না অন্তর্বর্তী সরকারের কেউ কেউ” প্রেসক্লাবে রিজভীর অভিযোগ
কুরবানি ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড গড়লেন মালদ্বীপের প্রেসিডেন্ট
সঙ্গীকে নিয়ে দুঃস্বপ্ন দেখছেন? সাবধান, হতে পারে সম্পর্কের অজানা সংকেত!
কত তাড়াতাড়ি নির্বাচন হবে, তা জানতে চেয়েছে রাশিয়া: আমির খসরু
ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে সবাইকে কিছু ছাড় দিতে হবে: আলী রীয়াজ
নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন বিবাহিতরাও