
ইকুয়েডর ও পেরুতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৪
১৯ মার্চ ২০২৩, ০৯:৩৫ এএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ০১:৩৬ এএম

ইকুয়েডর ও পেরুতে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পে ইকুয়েডরে ১৩ জন ও পেরুতে একজন প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৮ মার্চ) এ ঘটনা ঘটে। ভূমিকম্পের ফলে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, মেডিকেল সেন্টার ও স্কুল ঘর ধসে গেছে। খবর আল-জাজিরার।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গুয়াস প্রদেশের বালাও শহর থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) দূরে এবং ৬৬ দশমিক ৪ কিলোমিটার গভীরে।
ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করে ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক টুইট বার্তায় বলেছেন, ভূমিকম্পের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা যাচাই করার জন্য আমরা এলাকায় রয়েছি। আমি নিশ্চিত করতে চাই আমি আপনার সঙ্গে আছি।
দেশটির প্রেসিডেন্সির যোগাযোগ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে ১৩ জন মার গেছেন এবং ১২৬ জন আহত হয়েছেন।
সংস্থাটি আরও জানায়, ৪৪টি বাড়ি ধসে পড়েছে। আরও ৯০টির ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া ৫০টিরও বেশি স্কুল ঘর এবং ৩০টিরও বেশি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি এলাকায় ভূমিধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
পেরুতে ভূমিকম্পটি ইকুয়েডরের সঙ্গে তার উত্তর সীমান্ত থেকে মধ্য প্রশান্ত মহাসাগরীয় উপকূল পর্যন্ত অনুভূত হয়েছিল।
পেরুর প্রধানমন্ত্রী আলবার্তো ওতারোলা বলেছেন, ইকুয়েডরের সীমান্তে তুম্বেস অঞ্চলে একটি বাড়ি ধসে পড়ার কারণে মাথায় আঘাতে চার বছরের একটি মেয়ে মারা গেছে।
ইকুয়েডরের জিওফিজিক্স ইনস্টিটিউট অনুসারে, প্রাথমিক ভূমিকম্পের পরের ঘণ্টায় দুটি দুর্বল আফটারশক হয়েছিল।
আরএ/