বুধবার, ৭ মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

স্বাস্থ্যমন্ত্রীকে তদবিরের মেসেজ, ভুয়া রাষ্ট্রপতি গ্রেপ্তার

ভুয়া রাষ্ট্রপতি গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

একটি অপরিচিত নম্বর থেকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের মোবাইলে দুই নার্সকে বদলির সুপারিশ করা হয়। মন্ত্রী মেসেজগুলো ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কাছে পাঠান। পরবর্তীতে ডিবি তদন্ত করে দেখে সেগুলো ভুয়া। এরপর অভিযান চালিয়ে পাবনার সুজানগর থেকে সিরাজ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি।

পুলিশ জানায়, সম্প্রতি রাষ্ট্রপতির পরিচয় দিয়ে স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত ফোনে দুটি এসএমএস করেন মো. সিরাজ। তার বাড়ি পাবনায়। এসএমএস দেখে সন্দেহ হলে স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে জানান।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের এডিসি সাইফুর রহমান আজদ জানান, সিরাজকে গ্রেপ্তার করতে ডিবি তার বাড়িতে গেলে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

তদন্ত সূত্র জানায়, নার্স বদলির আদেশ দেওয়া এসএমএস দুটি স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদকে পাঠান। ডিবি বিষয়টি তদন্ত করে দেখে, রাষ্ট্রপতির ফোন নম্বর অথবা রাষ্ট্রপতির কার্যালয় থেকে এই এসএমএস যায়নি।

এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নবীনা খাতুন ও পারভীন আক্তারকে বদলির জন্য রাষ্ট্রপতি পরিচয় দিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দেন প্রতারক সিরাজ। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী ডিবি পুলিশকে জানান। ঘটনার তদন্তে নেমে ডিবি ভুয়া রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, সাভার এলাকার বাসিন্দা দুই নার্স সিলেট মেডিকেল থেকে গাজীপুরের কোনো একটি মেডিকেলে বদলি হতে কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। বিষয়টি জানতে পেরে সিরাজ তাদের বদলি করিয়ে দেওয়ার জন্য আড়াই লাখ টাকা চুক্তি করেন। এ ছাড়া তিনি সচিবালয় এলাকায় ঘোরাফেরার মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করে প্রতারণা করতেন।

হারুন অর রশীদ বলেন, ‘রাষ্ট্রপতির পরিচয় দেওয়া গ্রেপ্তার সিরাজ একাধিক এমপির ভুয়া ডিও লেটার দিয়েছেন। ডিও লেটার দিয়ে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে বদলির জন্য তদবির করতেন। সিরাজ অষ্টম শ্রেণি পাস। তিনি বিয়ে করেছেন তিনটি। তার এক স্ত্রী নার্স ও অন্যজন শিক্ষক। আট মাস আগে তিনি আরেকটি বিয়ে করেন। রাষ্ট্রপতি ছাড়াও সিরাজ বিভিন্ন এমপি ও মন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা করে আসছিলেন। মোবাইল সিম কেনার পর ট্রুকলারে সিরাজ নম্বর সেভ করতেন রাষ্ট্রপতির নামে। সিরাজ যে সিম দিয়ে তদবির করতেন বা এসএমএস দিতেন, কাজ শেষ হওয়ার পর সেটি ফেলে দিতেন। এর পর সিম হারানোর নাটক সাজিয়ে ডিজি করতেন থানায়। সেটা দিয়ে আবার নতুন সিম কিনে একই প্রতারণা করতেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সিরাজ রাষ্ট্রপতির নাম কেন ব্যবহার করলেন– এমন প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, ‘রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তিনি কেন রাষ্ট্রপতির নাম ব্যবহার করেছেন। প্রধানমন্ত্রী ছাড়া এমপি, মন্ত্রী এমনকি সর্বশেষ রাষ্ট্রপতির নাম ব্যবহার করে যারা প্রতারণা করেছেন এমন সবাইকে ডিবি আইনের আওতায় এনেছে।’

Header Ad
Header Ad

সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য: উপদেষ্টা আসিফ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী জাতীয় ঐক্য প্রয়োজন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৭ মে) ভোর ৪টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে উপদেষ্টা আসিফ লেখেন, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি।

এদিকে রাতে ফেসবুকে এক পোস্টে সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

পোস্টে হাসনাত লেখেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন।

এর আগে মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে ধর্মীয় চাপের মুখে নারী সংস্কার কমিশনের সংস্কার প্রতিবেদন বাতিল করা হবে কি না এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব তা একটি কমিশনের প্রস্তাব, সরকারি সিদ্ধান্ত নয়। আমাদের যতগুলো সংস্কার কমিশন হয়েছে সবগুলোর ব্যাপারে কিছু না কিছু ক্ষেত্রে ভিন্নমত এসেছে। নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব সেখানেও ভিন্ন মত থাকতেই পারে।

তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রেই ভিন্নমত শালীনভাবে প্রকাশ করা হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে অত্যন্ত বিদ্বেষমূলক, আক্রমণাত্মক এবং নারী শুধু নয়, গোটা জাতির প্রতি অবমাননাকরভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। আমরা এটা আশা করি না। সমাজে ভিন্নমতের চর্চা থাকবে।

Header Ad
Header Ad

ভারতের হামলা থেকে রক্ষা পেল না মসজিদ, নারী-শিশুরা

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ভারত মসজিদ, নারী ও শিশুদেরও হামলার লক্ষ্যবস্তু করেছে।

তারার বলেন, পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনী বেশ কয়েকটি শত্রুঘাঁটিও ধ্বংস করেছে।

পাকিস্তানের এই মন্ত্রী বলেন, ক্ষয়ক্ষতির সম্পূর্ণ বিবরণ শিগগির জনসমক্ষে প্রকাশ করা হবে।

এর আগে সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নয়টি স্থানে যথাযথভাবে হামলা চালানো হয়েছে।

ভারত জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালনো হয়েছে।

তবে দেশটির এই হামলাকে ‘লজ্জাজনক’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও সতর্ক করেন তিনি। গুতেরেস জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের এই সামরিক অভিযান নিয়ে তিনি উদ্বিগ্ন।

Header Ad
Header Ad

৭ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

ছবি: সংগৃহীত

এমন বহু বাঁকবদলের সেমিফাইনালে সর্বশেষ কে কবে দেখেছে! সান সিরোতে রোমাঞ্চে ঠাসা, পেন্ডুলামের মতো দুলতে থাকা রুদ্ধশ্বাস সেই লড়াই শেষে হাসি ইন্টার মিলানের, বেদনা বার্সেলোনার।

দুই দলের আরেকটি গোল–উৎসবের ম্যাচ আবারও নির্ধারিত সময়ে ৩–৩ সমতায় অমীমাংসিত থাকল। এরপর অতিরিক্ত সময়ে বাজিমাত করলেন বদলি ডেভিড ফ্রাত্তেসি। শেষ পর্যন্ত ৪–৩ গোলে এই ম্যাচ জিতে দুই লেগ মিলিয়ে ৭–৬ অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেল ইন্টার, বিদায় ঘণ্টা বাজল বার্সার।

ছবি: সংগৃহীত

এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে গত সপ্তাহে প্রথম লেগ ৩–৩ গোলে ড্র হওয়ার পরপরই নিশ্চিত হয়েছিল ১০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে হলে বার্সেলোনাকে ইতিহাস বদলাতে হবে। কারণ, ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতায় ইন্টার মিলান যে নিজেদের মাঠে কখনোই সেমিফাইনালে হারেনি!

সান সিরোয় ইন্টারের সাম্প্রতিক ফর্মও বার্সার কপালে চিন্তার ভাঁজ ফেলার কথা। এই মাঠে চ্যাম্পিয়নস লিগে ৯৭২ দিন অপরাজিত (১৫ ম্যাচের ১২টিতে জয়, ৩টিতে ড্র) থেকে ইয়ামাল–রাফিনিয়াদের বিপক্ষে খেলতে নেমেছিলেন মার্তিনেজ–সোমার–ডামফ্রিসরা।

সেই ধারা ধরে রেখে তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল ইন্টার। আগামী ৩১ মে মিউনিখে শ্রেষ্ঠত্বের মঞ্চে ইতালিয়ান ক্লাবটি পিএসজি অথবা আর্সেনালের মুখোমুখি হবে।

অথচ আজ প্রথমার্ধে লাওতারো মার্তিনেজ ও হাকান চালহানোয়লুর গোলে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও অবিশ্বাস্যভাবে ফিরে এসেছিল বার্সা। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মধ্যে এরিক গার্সিয়া ও দানি ওলমো গোলে কাতালান ক্লাবটি ম্যাচে সমতা আনে। ৮৮ মিনিটে রাফিনিয়ার গোলে ৩–২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল ঘুরে দাঁড়ানোর অদম্য গল্প লিখতে চলেছে বার্সা।

ছবি: সংগৃহীত

কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডেনজেল ডামফ্রিসের ক্রস থেকে গোল করে বার্সাকে স্তব্ধ করে দেন সেন্টারব্যাক ফ্রান্সেসকো আচেরবি। ৩–৩! শেষ মুহূর্তে ইন্টার সমতায় ফেরায় সান সিরোর টইটম্বুর গ্যালারিও যেন প্রাণ ফিরে পায়।

দুই লেগ মিলিয়ে ৬–৬ সমতায় শেষ হওয়ায় ফাইনালিস্ট নির্ধারণে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ইরানি স্ট্রাইকার মেহদী তারেমির পাস থেকে দারুণ এক গোলে ইন্টারকে এগিয়ে দেন ‘ক্রাইসিস ম্যান’ হয়ে ওঠা ফ্রাত্তেসি। শেষ পর্যন্ত ব্যবধানটা ধরে রেখে খুশির জোয়াড়ে ভাসে সিমোন ইনজাগির দল।

এই ফ্রাত্তেসির গোলেই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে তাদেরই মাঠে হারিয়েছিল ইন্টার। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের আরেকটি মহাগুরুত্বপূর্ণ গোলে বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনাল খেলতে যাচ্ছে নেরাজ্জুরিরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য: উপদেষ্টা আসিফ
ভারতের হামলা থেকে রক্ষা পেল না মসজিদ, নারী-শিশুরা
৭ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ‘ লজ্জাজনক’: ডোনাল্ড ট্রাম্প
কানাডাকে বিনিয়োগ সম্পর্ক শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার
ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করলো পাকিস্তান, নিহত ৩
পাকিস্তানে মিসাইল ছুড়ল ভারত, শিশুসহ নিহত ৮
নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে সকল সংস্থাকে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমতি পেলেন শমিত সোম
পাকিস্তানে গোলাগুলিতে সেনা সদস্যসহ নিহত ৯
গুলিসহ এসআইয়ের পিস্তল চুরি, ক্লোজড চাঁদপুরে রাকিব
মালয়েশিয়ায় অবৈধ অবস্থানের অভিযোগে ১১৪ বাংলাদেশি আটক
টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের, আহত ২
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুরবাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর, আটক ৪
পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র
নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চাকুরি ফেরত পেতে পুলিশের চাকুরিচ্যুত এসআইদের আর্তনাদ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আকাশি বিলে টর্নেডো
মায়ের কোল থেকে শিশুকন্যাকে কেড়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি করলেন বাবা (ভিডিও)
গুজরাটে প্রবল বৃষ্টিতে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ১৬