অপরাধ

তরুণীকে ‘স্ত্রী সাজিয়ে’ চীনে পাচারের চেষ্টা, গ্রেপ্তার ৩


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :২৮ মে ২০২৫, ০৭:১৬ এএম

তরুণীকে ‘স্ত্রী সাজিয়ে’ চীনে পাচারের চেষ্টা, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

তরুণীকে বিয়ের প্রলোভনে চীনে পাচারের চেষ্টার অভিযোগে দুই চীনা নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তারকৃতরা হলেন—চীনা নাগরিক হু জুনজুন (৩০), ঝ্যাং লেইজি (৫৪) এবং বাংলাদেশি মো. নয়ন আলি (৩০)।

এপিবিএনের অভিযানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই চীনা নাগরিক এবং বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বাংলাদেশি নাগরিক নয়ন আলিকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মঙ্গলবার রাতে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে বিমানবন্দর থানায় মানবপাচার দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এপিবিএন জানায়, গাইবান্ধার ১৯ বছর বয়সী এক তরুণী অভিযোগ করেন, তাঁকে চীনে পাচারের চেষ্টা করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফাউজুল কবীর মঈনের নেতৃত্বে অভিযান চালিয়ে বিমানবন্দর থেকে দুই চীনা নাগরিককে আটক করা হয়।

পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নয়ন আলিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। ওই বাসা থেকে পাচারের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা ভুক্তভোগী তরুণীকে চীনে পাঠানোর জন্য ভুয়া ঠিকানায় পাসপোর্টসহ অন্যান্য নথি তৈরি করেন এবং ১০ লাখ টাকা দেনমোহরে হু জুনজুনের সঙ্গে তরুণীর বিয়ে দেন। পরে তরুণীর অজ্ঞাতসারে চীনের বিমান টিকিট কেটে তাঁকে বিমানবন্দরে আনা হয়।

এপিবিএনের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “এটি শাহজালাল বিমানবন্দরে চীনা নাগরিক দ্বারা পরিচালিত মানবপাচারের দ্বিতীয় ঘটনা। মানবপাচারকারী চক্রগুলো স্থানীয় দালালদের সহায়তায় দরিদ্র, অশিক্ষিত নারীদের টার্গেট করছে।”

তিনি আরও বলেন, “আমরা পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি এবং নিয়মিত অভিযান চালানো হচ্ছে।”