আইন আদালত

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ডের খালাস চেয়ে আপিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :০১ জুলাই ২০২৫, ০৪:৫৬ পিএম

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ডের খালাস চেয়ে আপিল
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ডের খালাস চেয়ে আপিল। ছবি: সংগৃহীত

মাগুরায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি হিটু শেখ খালাস চেয়ে হাইকোর্টে আপিল আবেদন করেছেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন।

মঙ্গলবার (১ জুলাই) আইনজীবী নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে, গত ১৭ মে বহুল আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন আদালত। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন।

অন্যদিকে মামলার বাকি তিন আসামি শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের স্ত্রী রোকেয়া বেগমকে খালাস দেন আদালত।

অভিযোগ গঠন বা বিচার শুরুর ২১ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হয়।

মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে এসে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। এ ঘটনার পর মাগুরাসহ সারা দেশের মানুষ প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে। 

ধর্ষণের ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ফরিদপুর মেডিকেল এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ মার্চ সে মারা যায়।