জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন নিয়ে যে আলাপ হয়েছে সিইসির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :০১ জুলাই ২০২৫, ০৫:১৮ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন নিয়ে যে আলাপ হয়েছে সিইসির
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ ছিল মূলত সৌজন্য সাক্ষাৎ। সেখানে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা হলেও ভোটের নির্দিষ্ট তারিখ নিয়ে কোনো কথা হয়নি।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, “জোর করে চেয়ারে বসে যাইনি, কাজ করতেই বসেছি।”

তিনি জানান, প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন কমিশনের প্রস্তুতি কতটা এগিয়েছে এবং নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সিইসি জানান, কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, “ফুল গিয়ারে গাড়ি চলছে”, অর্থাৎ নির্বাচন আয়োজনের প্রস্তুতি পুরোপুরি চলছে।

সিইসি আরও বলেন, সরকার ও নির্বাচন কমিশন— উভয়ই নিরপেক্ষভাবে কাজ করছে। সময় এলে কমিশন থেকেই ভোটের তারিখ ঘোষণা করা হবে। তিনি বলেন, “ধৈর্য রাখতে হবে। নির্দিষ্ট সময়েই সব জানতে পারবেন।”

একইসঙ্গে সিইসি স্পষ্ট করেন, নির্বাচন কমিশনের সব প্রস্তুতি জাতীয় নির্বাচন ঘিরেই। স্থানীয় সরকার নির্বাচন নয়, প্রধান উপদেষ্টাও জাতীয় নির্বাচন নিয়েই আগ্রহ দেখিয়েছেন বলে জানান তিনি।

তফসিল প্রসঙ্গে সিইসি বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কমিশন।

সাবেক দুই সিইসির গ্রেফতার ইস্যুতে বর্তমান কমিশনের মতামত জানতে চাইলে সিইসি সংক্ষিপ্তভাবে বলেন, “বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে চাই না।”

প্রসঙ্গত, গত ২৬ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকটি ‘একান্ত’ হওয়ায় আলোচনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে, নির্বাচন প্রসঙ্গই ছিল মুখ্য।

অন্যদিকে, ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও একটি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ওই বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।