
অপরাধ
রাজধানীর কদমতলীতে অর্ধশত চোরাই মোবাইল উদ্ধার, গ্রেফতার ২

রাজধানীর কদমতলীতে চোরাই মোবাইল ফোন কেনাবেচার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫০টি চোরাই মোবাইল ফোনসেট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন—আল আমিন (২৭) ও হাবিব সরকার (৩৫)। মঙ্গলবার (২৮ মে) রাতে কদমতলীর ঢাকা ম্যাচ শিল্প নগরী জামে মসজিদের পাশে ‘দ্য গেজেট অ্যাম্পরিয়াম টেলিকম’ নামের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করে কদমতলী থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান বুধবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেন।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই দোকানে চোরাই মোবাইল ফোনসেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। পরে একটি টিম অভিযান চালিয়ে আল আমিন ও হাবিব সরকারকে হাতেনাতে ধরে ফেলে।
অভিযানকালে তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। কিন্তু তারা কোনো মোবাইলেরই বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এবং ফোনগুলোর উৎস সম্পর্কে সন্তোষজনক জবাবও দিতে পারেনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পলাতক এক ব্যক্তির কাছ থেকে এসব চোরাই মোবাইল কিনে বিক্রি করত। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।