অপরাধ

চাঁদা দাবির সময় সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :৩০ মে ২০২৫, ০২:২৪ পিএম

চাঁদা দাবির সময় সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রাক থামিয়ে চাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৯ মে) রাতে মিঠাপুকুর-ফুলবাড়ী সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম তারিকুল ইসলাম (৪০)। তিনি পার্বতীপুর উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের বাসিন্দা এবং এনসিপির পার্বতীপুর উপজেলা সংগঠক।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, সেনাকল্যাণ সংস্থা কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাপ) সরকারি টেন্ডারের মাধ্যমে পায়। বৃহস্পতিবার সন্ধ্যার পর সেই মালামালবাহী দুটি ট্রাক কয়লাখনি এলাকা থেকে বের হলে রাত ৭টা ৪৫ মিনিটে রসুলপুর এলাকায় ট্রাকগুলোকে আটকান তারিকুলসহ কয়েকজন। তারা চালকদের কাছ থেকে চাঁদা দাবি করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের একটি টিম। সেনাসদস্যরা অভিযানে তারিকুল ইসলামকে হাতেনাতে আটক করলেও, তার সহযোগীরা পালিয়ে যায়।

পরে সেনাবাহিনী ও র‍্যাব-১৩-এর একটি যৌথ দল তাকে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করে।

ঘটনার পর সেনাকল্যাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পলাতক সহযোগীদের আটকে অভিযান চলছে এবং অভিযুক্ত তারিকুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।