সোমবার, ৬ মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

ইরানে শিগগির বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব

সৌদি আরবের অর্থমন্ত্রী মোহামেদ আল জাদান বলেছেন, ইরানে তার দেশ খুব শিগগির বিনিয়োগ করতে যাচ্ছে। দুই দেশের কূটনৈতিক বন্ধনের সমঝোতা হওয়ার পর এ পথে অগ্রসর হলো সৌদি আরব।

অনুষ্ঠানিকভাবে গত শুক্রবার চীনের মাধ্যমে ইরান ও সৌদি আরবের সম্পর্ক নতুন করে শুরু হয়েছে। এর আগে ইরাক ও ওমানে দেশ দুটি কয়েক বছর ধরে তাদের কূটনৈতিক সম্পর্কের জন্য আলোচনা চালিয়ে গিয়েছিল।

‘ইরানে সৌদি বিনিয়োগ করার প্রচুর সুযোগ রয়েছে। আমরা অন্তরায়গুলোর কোনোটি দেখেনি। যেকোনো ধরনের সমঝোতার শর্তগুলোকে সম্মান করা উচিত’, সৌদি অর্থমন্ত্রী আল জাদান গতকাল বুধবার রাজধানী রিয়াদে অর্থনৈতিক খাতের সম্মেলনে আরও বলেছেন।

গত সপ্তাহে সৌদি আরবের সরকার বলেছে, তার দেশের গড় দেশীয় উৎপাদন ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তেলের দাম রেকর্ড ভেঙে বাড়ার মাধ্যমে সৌদি আরব এই অর্থনৈতিক উন্নতি করেছে।

কয়েক দশক ধরে ইসলামিক প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিকভাবে বাণিজ্যিক অনুমোদনের অভাবে প্রবল অর্থনৈতিক সংকটে ভুগছে। বিশ্বশক্তি ইরানকে তার পারমানবিক কর্মসূচি বাতিল করতে প্রধানত এই চাপ প্রয়োগ করছে। এর বাদেও ইসরায়েল-ফিলিস্থিন ইস্যুতে ইরানের অনমনীয় ভূমিকা রয়েছে। তবে এই মধ্যপ্রাচ্যের পরাশক্তির তেলের রপ্তানি তরঙ্গায়িত হয়েছে, বলেছেন তেহরানের তেল মন্ত্রী জাওয়াদ ওজি এই মাসের শুরুতে।

আন্তজাতিক শক্তি সংস্থা বা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্যানুসারে, ইরান এই মাসে প্রায় ৫৮ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা ঘরে আনতে পেরেছে। তাদের আনুমানিক বাজেট ৬০ বিলিয়ন মার্কিন ডলারের সামান্য কম মুনাফা হয়েছে।

রয়টার্সকে দেওয়া একটি স্বাক্ষাৎকারে সৌদি অর্থমন্ত্রী বলেছেন, ‘এই অঞ্চলের জন্য স্থায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনিভাবে পুরো বিশ্বের জন্য ও এই অঞ্চলের দেশগুলোর জন্য। আমরা সবসময় বলেছি যে, ইরান আমাদের প্রতিবেশী ও আমাদের প্রতিবেশীদের সঙ্গে সংঘাতের কোনো আগ্রহ নেই, যদি তাদের সহযোগিতার আগ্রহ থাকে।’

ইরানের জটিল বদলি সেনাদল ইয়েমেনের হুতি বিদ্র্রোহী ও ইরাকি মিলিশিয়াদের মধ্যে পাঠানোয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সহযোগী দেশগুলো নিয়মিতভাবে তাদের উদ্বেগ বাড়িয়ে চলেছে।

এর মধ্যে চীনের সহযোগিতায় মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের প্রধান দুটি দেশের মধ্যে উত্তেজনা থামলো। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র এর ফলে তাদের শুভেচ্ছা জানিয়েছে।
সৌদি অথমন্ত্রী আরও বলেছেন, ‘আমাদের ইরানে বিনিয়োগ না করার কোনো কারণ নেই এবং তাদের সৌদি আরবে বিনিয়োগ না করতে দেওয়ার কোনো কারণ নেই। আমাদের আগ্রহ এটি যে, একে-অন্যের সম্পদগুলো থেকে দুটি দেশই যেন লাভবান হতে পারে তা নিশ্চিত করা এবং আমাদের মধ্যে যেন প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি হয়।’

তিনি বলেছেন, ‘যদি তারা (ইরান) এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে আগ্রহী থাকে, তাহলে আমাদের আরো আগ্রহ রয়েছে এই প্রক্রিয়াতে এবং তাদের দেখানোর বাসনা আছে যে, ‘আপনারা স্বাগত’। আমরা তাদের উন্নয়নে অংশীদার হতে পারলে আরো বেশি খুশি হব।’

২০১৬ সালে ইরানের সঙ্গে সকল ধরনের বন্ধন বিচ্ছিন্ন করেছে সৌদি আরব দুই দেশের উত্তপ্ত বাদানুবাদের পর রাজধানী রিয়াদে একজন প্রধান শিয়া মুসলমানের প্রাণদন্ড দেবার পর এবং তাদের তেহরান দূতাবাসের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ায়।
সৌদি রাজত্ব ২০১৯ সালে তাদের কমপ্লেক্সগুলোর ওপর ইরানি মিসাইল ও ড্রোন হামলার জন্যও দেশটিকে চরমভাবে দায়ী করে চলেছে। এ ছাড়া, তারা গলফের পানিতে তাদের তেলবাহী ট্যাংকারগুলোর ওপর আক্রমণের জন্যও দেশটিকে দায়ী করেছে। এই অভিযোগগুলো ইরান অস্বীকার করে চলেছে।

চীনের মধ্যস্থতায় দুই দেশের কূটনীতি আবার চালু হওয়ার পর দুটি দেশটি ২০০১ সালের নিরাপত্তা চুক্তিকে আবার চালু করতে রাজি হয়েছে। এই চুক্তির অধীনে মাদকগুলোর পরিবহনের ক্ষেত্রে ইরান ও সৌদি আরবের যৌথ সমঝোতা রয়েছে। চিহ্নিত এবং সংঘবদ্ধ সন্ত্রাসের বিপক্ষেও তাদের যৌথ অপারেশন রয়েছে, তার বাদেও তাদের বাণিজ্য, অথনৈতিক ও বিনিয়োগের সহযোগিতা পুরোনো ও নতুন চুক্তিতে রয়েছে।

সৌদি অর্থমন্ত্রী বলেছেন, ‘আবার কূটনৈতিক সম্পক শুরু করার মানে এই নয় যে আমরা কঠোর তপস্যা করছি...সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কগুলো হলো তার আদর্শ এবং আমাদের সবার সঙ্গেই তা থাকা উচিত।’

ওএফএস/

Header Ad

সেলফি তুলতে চাওয়ায় ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

সেলফি তুলতে চাওয়ায় ভক্তকে চড় মারতে গেলেন সাকিব। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় - সাকিব আল হাসান। নিজের পারফরম্যান্স দিয়ে বিশ্ব ক্রিকেটে সমীহ আদায় করেছেন। একক নৈপুণ্যে অনেক ম্যাচ জেতালেও ক্যারিয়ারে বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারেননি এই ক্রিকেটার। ফের নতুন বিতর্কে জড়াল এই তারকা ক্রিকেটারের নাম। আবারও মেজাজ হারালেন সাকিব।

ক্রিকেট মাঠে ব্যাটে বলের নৈপুণ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একক নৈপুণ্যে অনেক ম্যাচ জেতালেও ক্যারিয়ারে বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারেননি এই ক্রিকেটার। ফের নতুন বিতর্কে জড়াল এই তারকা ক্রিকেটারের নাম। আবারও মেজাজ হারালেন সাকিব।

সোমবার (৬ মে) খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ডিপিএলে লড়ছে প্রাইম ব্যাংক আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচ শুরুর আগে মাঠের পাশে প্রাইম ব্যাংক কোচ সালাহ উদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। এ সময় হঠাৎ সেলফি তুলতে যান এক ভক্ত। প্রথমবার মানা করলেও সাকিবের কথা শোনেননি সেই ভক্ত। আর তখনই মেজাজ হারান সাকিব। এ সময় বাধ্য হয়েই তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন সাকিব। তেড়ে গিয়ে সেই ভক্তের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং মারতে উদ্যত হন। তাকে (ভক্ত) চড় মারতে গিয়েও থেমে যান তারকা অলরাউন্ডার। শেষমেশ সেই ভক্তকে মাঠ থেকে বের করে দেন তিনি।

সেলফি তুলতে চাওয়ায় ভক্তকে চড় মারতে গেলেন সাকিব। ছবি: সংগৃহীত

বিষয়টি নজর এড়ায়নি উপস্থিত গনমাধ্যমকর্মীদেরও। এখানেই শেষ নয়, সকালে স্টেডিয়ামের প্রবেশের সময়ও মেজাজ হারান সাকিব। তখনও এক ভক্ত সেলফি তোলার জন্য ফোন নিয়ে এগিয়ে আসলে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে হাত দিয়ে দূরে সরিয়ে দেন সাকিব। সবমিলিয়ে ম্যাচের আগে বেশ আগ্রাসী ভূমিকায় দেখা গেছে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

এমন ঘটনার পর মাঠে ভক্তদের এমন অবাধ বিচরণে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। অনেক সমর্থক সাকিবের সেই ভক্তের সময়ের জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে। কেউ কেউ জানান, সেই ভক্ত নিরাপত্তা ভেঙে প্রবেশ করে আদতে নিয়ম ভাঙলেন। অনেকে আবার সাকিবের এমন আগ্রাসী ভূমিকায় নিন্দা জানাচ্ছে। তাদের মতে, ভক্তদের সঙ্গে এমন ব্যবহার সাকিবের থেকে মোটেই কাম্য নয়।

অবশ্য সাকিবের ক্যারিয়ারে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও নানা সময়ে ভক্তদের ওপর মেজাজ হারিয়েছেন তিনি।

হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহে নাকাল দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। এদিকে তীব্র এই গরমে হিট স্ট্রোকে সারাদেশে গত ১৫ দিনে ১৫ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

এদিকে সোমবার (৬ মে) সকাল ১১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজন হিট স্ট্রোক করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তিনি নড়াইলের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে এখন পর্যন্ত ৩৪ জন হিট স্ট্রোক করেছেন। মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও দুজন নারী।

তবে হিট স্ট্রোকে মারা যাওয়া মানুষের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ স্বাস্থ্য অধিদপ্তর ২২ এপ্রিল থেকে, অর্থাৎ তাপদাহ বয়ে যাওয়ার ২০ দিন পর থেকে এই তথ্য সংগ্রহ শুরু করেছে।

এবারই প্রথম স্বাস্থ্য অধিদপ্তর হিট স্ট্রোক সংক্রান্ত তথ্য প্রকাশ করছে। এর আগে ডেঙ্গু ও করোনায় মারা যাওয়া ব্যক্তিদের তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা। ছবি: সংগৃহীত

স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছে তার প্রতি সংহতি প্রকাশ করে বিশাল পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ মে) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা। ছবি: সংগৃহীত

এরপর সেখানে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ’সহ ঢাবি ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা।

মিছিলে ফ্রি ফ্রি প্যালেস্টাইন-স্টপ জেনোসাইড, স্বৈরাচার নিপাত যাক-ফিলিস্তিন মুক্তি পাক, উই ওয়ান্ট জাস্টিস-জয় জয় ফিলিস্তিন, ফ্রম দ্য রিভার টু দ্য সি-প্যালেস্টাইন উইল বি ফ্রি ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের সমাবেশ। ছবি: সংগৃহীত

সমাবেশে ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু, মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক সাগর আহমেদসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও অংশ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

পদযাত্রায় অংশ নেওয়া ছাত্রলীগ নেতারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে নির্বিচারে হত্যা করছে। ধ্বংস করছে পুরো গাজাকে। আমরা সাধারণ মানুষ হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাই। ইসরাইল যে গণহত্যা চাচিয়েছে তার নিন্দা জানাই এবং আন্তর্জাতিক আইনের আওতায় তাদের শাস্তি জানাই।

সর্বশেষ সংবাদ

সেলফি তুলতে চাওয়ায় ভক্তকে চড় মারতে গেলেন সাকিব
হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ
টাইটানিকের সেই ক্যাপ্টেন বার্নার্ড হিল আর নেই
সম্পদ অর্জনে এমপিদের পেছনে ফেলেছেন চেয়ারম্যানরা: টিআইবি
স্বামীর সঙ্গে ঝগড়া, ছেলেকে কুমির ভর্তি নদীতে ফেলে দিলেন মা!
অবৈধ দেশি-বিদেশি টিভি চ্যানেল বন্ধের কার্যক্রম শুরু
হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি
আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ মেনোত্তি মারা গেছেন
বিদেশ যাওয়ার অনুমতি পেলেন বিএনপি নেতা আমান
ফের পেছালো রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়
রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ২
সারাদেশে ঝড় ও বজ্রপাতে মা-ছেলেসহ ৯ জনের মৃত্যু
হামাসের রকেট হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত
অনুমতি ছাড়া গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট
ওবায়দুল কাদেরের ভাইসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
গ্রামে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না, সংসদে ক্ষোভ চুন্নুর
আটকে গেল এমপিওভুক্ত শিক্ষকদের বদলি