সোমবার, ১৩ মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

দিন হবে রাতের মতো অন্ধকার, স্কুল বন্ধ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কারণে যুক্তরাষ্ট্রের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। এদিন চাঁদ পূর্ণরূপে সূর্যকে ঢেকে ফেলবে।

সোমবার (৮ এপ্রিল) এই বিরল দৃশ্যের সাক্ষী হতে চলছে দেশটি। এদিন সব স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এই উত্তেজনার মাঝেই সাধারণ নাগরিকদের সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। জানানো হয়েছে, এ সময় সরাসরি সূর্যের দিকে তাকালে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, আগামী ৮ এপ্রিল স্থানীয় সময় সকাল ১১টা ৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। নাসার বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণকে বিশেষ বলে বর্ণনা করেছেন। কেননা ৫৪ বছর পর এমন সূর্যগ্রহণ হচ্ছে। এর আগে ১৯৭০ সালে এমন সূর্যগ্রহণ হয়েছিল। ২০৭৮ সালে হতে পারে আবারও।

আমেরিকার টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেনটাকি, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভানিয়া, নিউইয়র্ক, ভার্মন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইন অঙ্গরাজ্য থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে।

Header Ad

শূন্য রানে আউট হয়েও বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ছবি: সংগৃহীত

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-২০তে পাকিস্তানকে ১৯৪ রানের লক্ষ্য দেয় আয়ারল্যান্ড। যেখানে চারটি বল খেলেও কোনো রান করতে পারেননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পাক কাপ্তান শূন্য রানে আউট হলেও তার দল ৭ উইকেটে জিতেছে। এতে সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারীরা।

আর এই জয়ের মধ্যে দিয়েই নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন বাবর আজম। আয়ারল্যান্ডের বিপক্ষে এটি পাকিস্তান অধিনায়কের ৪৫তম জয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত ম্যাচ জয়ের রেকর্ড নেই আর কোনো অধিনায়কের। এদিন তিনি পেছনে ফেলেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে।

৫৬ ম্যাচে ৪৪ জয়ের রেকর্ড মাসাবার। আর ৭৮ ম্যাচে অধিনায়কত্ব করে ৪৫ ম্যাচে জয় পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক। এই তালিকার তৃতীয়স্থানে রয়েছে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগার। ৭২ ম্যাচে ইংলিশ অধিনায়ক জয় পান ৪২টিতে।

তার সমান ৪২ টি-টোয়েন্টিতে জয় পেতে আফগানিস্তানের আসগর আফগান অধিনায়কত্ব করেন ৫২ ম্যাচে। ৭২ ম্যাচে অধিনায়কত্ব করে ৪১টিতে জিতেছেন ভারতের মহেন্দ্র সিংহ ধোনি। আর ভারতের বর্তমান অধিনায়ক শর্মার জয় রয়েছেন ৪১টিতে। তিনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৫৪ ম্যাচে। আর অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ৭৬ ম্যাচের মধ্যে জিতেছেন ৪০টিতে।

হার দিয়ে আয়ারল্যান্ড সিরিজ শুরু করেছিল পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়ালো তারা। দ্বিতীয় টি-টোয়েন্টি আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯৩ রান করে আইরিশরা। উইকেটকিপার লোরকান টাকার ৩৪ বলে করেন ৫১ রান। শাহিন শাহ আফ্রিদি নেন ৩ উইকেট।

জবাবে ১৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান। চার বলে শূন্য রানে আউট বাবর। তবে মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের ১৪০ রানের জুটিতে ম্যাচে ফেলে পাকিস্তান। জামান ৭৮ রান রানে আউট হলেও ৭৫ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। শেষ দিকে ১০ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংসে পাকিস্তানের জয় নিশ্চিত করেন আজম খান।

স্পেনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নিহত মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

স্পেনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী এক যুবক নিহত হয়েছেন। মেহেদী হাসান (২৩) নামের এ যুবকের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

রবিবার (১২ মে) স্থানীয় সময় ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেদী। এর আগে শনিবার (১১ মে) রাতে মাদ্রিদের মিগেল ফেন্রান্দেজে ফ্রুতেরিয়ার দোকানে কাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

নিহতের চাচা মুক্তার হোসেন জানান, প্রতিদিনের মতো মেহেদী হাসান দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিল। তখন রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান জানান, নিহতের মরদেহ মাদ্রিদের প্লাজা কাস্তিয়ায় সরকারি পর্যবেক্ষণ চলছে। মরদেহ দেশে পাঠানো ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা চলছে।

আওয়ামী লীগ পালানোর দল নয়: ওবায়দুল কাদের

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ পালানোর দল নয় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১৩ মে) ধানমন্ডিতে দলটির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ পালানোর দল নয়। আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার ইতিহাস নেই। আন্দোলনের নামে আবার সন্ত্রাস শুরু করলে বিএনপিকে ২৮ অক্টোবরের মতো পালাতে হবে। বিএনপির নেতিবাচক রাজনীতিই তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট।

তিনি বলেন, বিদেশ থেকে কেউ এসে বিএনপিকে চাঙা করবে এমন পরিস্থিতি এখন বিশ্বে নেই। মার্কিন প্রেসিডেন্টের কথা ইসরায়েলই শোনে না। আর যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার তারা কাকে ভয় পাবে? যারা বাংলাদেশে এসে দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে চিঠি পাঠিয়েছেন, তার বাস্তব প্রতিফলন দেখতে চায় সরকার।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মূলনেতা পালিয়ে আছেন। গত বছরের ২৮ অক্টোবর দলটির নেতারা বলেছিলেন, আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। পরে দেখা যায়, তারা অলিগলি দিয়ে পালিয়েছেন। আবারও আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে আবারও পালাতে হবে তাদের।

সেতুমন্ত্রী বলেন, তারা রাজনৈতিকভাবে রাজপথে নামলে, রাজনৈতিকভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ। বিকল্পভাবে আন্দোলন করলে সেভাবে মোকাবিলা করা হবে।

কাদের বলেন, বিএনপিকে নির্বাচনে আসতে কেউ বাধা দেয়নি। নির্বাচনে না আসার মাশুল আগামী দিনে আরও গুনতে হবে তাদের। এতে আওয়ামী লীগের কোনো দায় নেই বলেও জানান সেতুমন্ত্রী।

উপজেলা নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রী-এমপির স্বজনদের উপজেলা নির্বাচনে, অংশ গ্রহণ না করার সিদ্ধান্তে অটল আছে আওয়ামী লীগ। যারা দাঁড়িয়েছেন, তাদের শাস্তি বিভিন্নভাবেই হতে পারে। এর আগে আওয়ামী লীগ ৭৩ জন এমপি ও ২৫ জন মন্ত্রীকে বাদ দিয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গোলাপ, উপ দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

সর্বশেষ সংবাদ

শূন্য রানে আউট হয়েও বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম
স্পেনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
আওয়ামী লীগ পালানোর দল নয়: ওবায়দুল কাদের
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হতে পারে ২৬ মে
রাজধানীতে ২৩ জন গ্রেপ্তার
এসএসসি পাস করেছে বিদ্যালয়ের একমাত্র পরীক্ষার্থী রুবিনা
আবারও সীমান্তে বিএসএফের গুলি, হাসপাতালে বাংলাদেশী যুবক
আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশী অভিবাসী আটক
রাতেই কুবুবদিয়ায় পৌঁছাবে এমভি আবদুল্লাহ
সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু
এসএসসির খাতা চ্যালেঞ্জ শুরু, চলবে ১৯ মে পর্যন্ত
হাসপাতাল চত্বরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
সৌদি পৌঁছেছেন ১২ হাজার ৬৪৯ হজযাত্রী
এসএসসির ফল প্রকাশের পর সারাদেশে ৮ শিক্ষার্থীর আত্মহত্যা
মাহমুদউল্লাহকে নিয়ে বিসিবি সভাপতির হঠাৎ বৈঠক, অধিনায়ক বদলের গুঞ্জন!
অন্তর্বাসে লুকানো থাকত ডিভাইস, ১০ মিনিটে শেষ হতো চাকরির পরীক্ষা
নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত
বিএনপিকে নিশ্চিহ্নে ক্র্যাকডাউনের পরিকল্পনা করছে সরকার: রিজভী
নওগাঁয় ধান ব্যবসায়ী ও কৃষকদের ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ