শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

চুক্তিভিক্তিক নিয়োগের জন্য তদবিরে ব্যস্ত রেল সচিব ড. হুমায়ুন কবির সহ আরও অনেক সচিব

রেল সচিব ড. হুমায়ুন কবির। ছবি সংগৃহিত

চলতি বছরের জুলাই মাসের মধ্যে অবসরে যাচ্ছেন রেল সচিব ড. হুমায়ুন কবির সহ এক ডজন সচিব। আর এই অবসরে যাওয়া নিয়ে সচিবালয়ে আমলাদের মধ্যে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। একদল চাচ্ছেন নতুন সচিব হতে আর একদল চুক্তিভিক্তিক নিয়োগ। যে সমস্ত সচিব পদগুলো খালি হচ্ছে সেখানে যাওয়ার জন্য এবং কয়েকটি শীর্ষ পদের জন্য আমলাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। আর এই প্রতিযোগিতার কারণে সচিবালয়ে এখন আলাপ-আলোচনা এবং নানা রকম জল্পনা কল্পনার ডালপালা মেলেছে।

বর্তমান রেল সচিব ড. হুমায়ুন কবির অবসরে যাবেন চলতি মাসের ১৯ ফেব্রুয়ারি। তবে তিনি চাচ্ছেন আরো ২ বছরের চুক্তিভিক্তিক নিয়োগ। এই জন্য তিনি সরকারের ওপর মহলে তদবির শুরু করেছেন। সূত্র জানায়, তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রীকে দিয়ে ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করার জন্য চেষ্টা চালাচ্ছেন।সূত্র আরো জানায়, রেল সচিব বর্তমান হেভিওয়েট সচিবদের সাথে নিয়মিত যোগাযোগ করতেছেন। তার মধ্যে অন্যতম হলো, জনপ্রশাসন সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

জানা যায়, রেলপথ মন্ত্রণালয়ের সচিব হয়ে আসার পর বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সাথে সচিবের সম্পর্ক ভালো ছিল না। তিনি সচিব হয়ে আসার পর রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের দূরুত্ব সৃষ্টি হয়েছিল, তার অন্যতম কারণ হলো স্বজনপ্রীতি। বাংলাদেশ রেলওয়ের বর্তমান মহাপরিচালক অবসরে যাচ্ছেন ১২ মার্চে। পরবর্তী মহাপরিচালক নিয়োগের জন্য সিনিয়র হিসাবে যিনি আছেন তাকে চাচ্ছেন না রেল সচিব। তিনি চাচ্ছেন তার কাছের কেউ এই চেয়ারে বসুক। রেলের মহাপরিচালক হতে ২য় গ্রেডের কর্মকর্তা হওয়া লাগে। রেল সচিবের পছন্দমতো না হওয়ায় তিনি ৩য় গ্রেডের একজন কর্মকর্তার ২য় গ্রেডের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসএসবির জন্য প্রেরণ করতে গড়িমসি করছেন।

এর আগে একটি সংস্থার অনুসন্ধানে প্রশাসনের ২৯ সচিবের সন্তানরা বিদেশে থাকেন। তাদের কেউ পড়াশোনা করেন আবার কেউ পড়াশোনা শেষ করে স্থায়ী হয়েছেন।এই অনুসন্ধান রিপোর্ট টি ব্যাপক আলোড়ন সৃস্টি করেছিল । সেই ২৯ জন সচিবের মধ্যে রেল সচিব ড. হুমায়ুন কবিরের নাম ও আছে। অস্ট্রেলিয়ায় বসবাস করছেন রেলপথ সচিব ড. মো. হুমায়ুন কবীরের ছেলেসহ পুরো পরিবার।

এর আগে ২০২১ সালের ডিসেম্বর মাসে সচিব পদে পদোন্নতি লাভ করেন। ৩০ ডিসেম্বর ২০২১ রেলভবনে এসে যোগদান করেন তিনি। তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) থেকে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন। এখন কোনও কারণে তার চুক্তিভিত্তিক নিয়োগ না হলে নতুন রেলসচিব দিতে হবে।

এছাড়াও পরিকল্পনা কমিশনের সদস্য এ কে এম ফজলুল হক অবসরে যাচ্ছেন মার্চের ৪ তারিখে।কৃষি সচিব ওয়াহিদা আক্তার আগামী মার্চের ১২ তারিখে অবসরে যাবেন।আর্থিক বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহর অবসরে যাওয়ার কথা ২০ মে। ১২ জুন অবসরে যাওয়ার কথা পরিকল্পনা কমিশনের সদস্য সত্যজিৎ কর্মকারের। অন্যদিকে, পাবলিক সার্ভিস কমিশনের সচিব হাসানুজ্জামান কল্লোল অবসরে যাবেন জুলাই মাসের ৩ তারিখে।

যে ১২ জন সচিব চুক্তিতে আছেন তাদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৫ জুলাই।গৃহায়ণ ও গণপূর্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন মার্চের ১০ তারিখে চুক্তির মেয়াদ শেষ করছেন। নতুন করে তার চুক্তির মেয়াদ বাড়ানো না হলে তিনিও অবসরে যেতে পারেন।

 

 

Header Ad

টাঙ্গাইলে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, হিটস্ট্রোকে নারীর মৃত্যু

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে তীব্র তাপপ্রবাহ ও ঘনঘন বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জনজীবন। দিন-রাত ২৪ ঘণ্টার মধ্যে ৫ থেকে ৬ ঘণ্টার উপরে বিদ্যুৎ পাচ্ছেন ভুক্তভোগী এই উপজেলাবাসী। ফলে চরম বিপাকে পড়েছেন শিশু ও বয়োজ্যেষ্ঠরা।

এদিকে, গত শুক্রবার রাতে হিট স্ট্রোক করে সালমা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ভূঞাপুর পৌর শহরের ফকিরপাড়ার চরপাড়া এলাকার অবসরপ্রাপ্ত সার্জেন্ট সানাউল্লাহর স্ত্রী।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান, গত শুক্রবার রাতে প্রচণ্ড গরমের কারণে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, গত শুক্রবার রাতে এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। প্রচণ্ড গরমের কারণে স্টোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে।

৬০ বছর বয়সে সেরা সুন্দরীর খেতাব, কে এই আর্জেন্টাইন নারী?

আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ। ছবি: সংগৃহীত

৬০ বছর বয়সে সেরা সুন্দরীর খেতাব জিতে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন নারী আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ। গেল বুধবার বুয়েনস এইরেস প্রদেশের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা সুন্দরীর মুকুট জিতেছেন তিনি।

আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ বিশ্বের প্রথম নারী যিনি ৬০ বছর বয়সে কোনো সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হলেন। বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিলেন তিনি। আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ শুধু বিউটি কুইন নন, পেশায় তিনি একজন সাংবাদিক এবং আইনজীবী।

আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ। ছবি: সংগৃহীত

মুকুট জয়ের পর অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘সৌন্দর্য প্রতিযোগিতায় নতুন এই দৃষ্টান্ত স্থাপন করতে পেরে আমি রোমাঞ্চিত। আমরা একটি নতুন অধ্যায় উন্মোচন করেছি, যেখানে নারীদের শারীরিক সৌন্দর্য নয়, মূল্যবোধ দিয়ে বিচার করা হয়।’

মিস ইউনিভার্স গত বছর ঘোষণা করেছিল, প্রতিযোগীদের জন্য আর বয়সের সীমা থাকবে না। এই বছরের শুরু থেকে, ১৮ বছরের বেশি বয়সী যে কোনো নারী প্রতিযোগিতার জন্য যোগ্য বলে বিবেচ্য হবেন। এর আগে শুধুমাত্র ১৮-২৮ বছর বয়সী নারীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন।

আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের আর্জেন্টিনার সেরা সুন্দরী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর লক্ষ মিস ইউনিভার্স ওয়ার্ল্ডে অংশ নেওয়া। যা চলতি বছর সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।

শুধু আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ নয়, এ বছর ইউনিভার্স প্রতিযোগী ৪৭ বছর বয়সী হেইদি ক্রুজকে নিয়েও আলোচনা হচ্ছে। তিনি চলতি বছর ডমিনিকান রিপাবলিকের হয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন।

গোবিন্দগঞ্জে দুই বন্ধুকে সাথে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

গ্রেপ্তার প্রেমিক মনিরুল ইসলাম। ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেমিকার সাথে একাধিক পুরুষের সম্পর্ক রয়েছে এমন সন্দেহ থেকে প্রতিশোধ নিতে দুই বন্ধুকে সাথে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেছে প্রেমিক মনিরুল ইসলাম (২০)। এ ঘটনায় প্রেমিক মনিরুলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুলাই) গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত মনিরুল ইসলাম উপজেলার শালমারা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। আর ধর্ষণে অংশ নেওয়া তার দুই বন্ধু হলো- একই গ্রামের মজনু শেখের ছেলে অসীম শেখ (২০) ও শরিফুল শেখের ছেলে শহীদ শেখ (২২)। ধর্ষকদের মধ্যে শহীদ পলাতক রয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (গোবিন্দগঞ্জ চৌকি) আদালতে হাজির করলে গ্রেপ্তার দুই আসামি ১৬৪ ধারায় ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

মনিরুল তার জবানবন্দিতে বলেন, শালমারা গ্রামের ১৪ বছরের এক কিশোরীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেম চলাকালীন সে জানতে পারে ওই কিশোরীর সাথে আরো কয়েক জনের সম্পর্ক রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তার সহযোগী বন্ধু অসীম ও শহীদকে সাথে নিয়ে গত ৪ এপ্রিল ওই কিশোরীকে কৌশলে তার বাড়ির পিছনে ডেকে এনে সকলে মিলে তাকে ধর্ষণ করে। ধর্ষণের এই ঘটনাটি উভয় পক্ষই চাপা দিলেও পরবর্তীতে কিশোরীটি অসুস্থ হওয়ায় সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়। পরে ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদি হয়ে গত ১৯ এপ্রিল ওই ৩ জনের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ বলেন, মামলার অভিযুক্ত ৩ জনের মধ্যে মনিরুল ও অসীমকে ১৬৪ ধারার জবানবন্দি শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, হিটস্ট্রোকে নারীর মৃত্যু
৬০ বছর বয়সে সেরা সুন্দরীর খেতাব, কে এই আর্জেন্টাইন নারী?
গোবিন্দগঞ্জে দুই বন্ধুকে সাথে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
হজের প্রথম ফ্লাইট ৯ মে
স্বর্ণের দাম আরও কমলো
আজও দেশের সর্বোচ্চ ৪২.৭ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা
মস্কো চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা
বনানীতে সড়কের মাঝে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন
টাঙ্গাইলে ইসতিসকার নামাজ শেষে মুসল্লিদের অঝোরে কান্না
আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল তিন বিদেশি শক্তি: জিএম কাদের
উন্নয়নের ভেলকিবাজিতে দেশ এখন মৃত্যু উপত্যকা: রিজভী
চিফ হিট অফিসার একটি টাকাও বেতন নেন না: মেয়র আতিক
বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস
বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
সরকারি স্কুল খুলছে রোববার, শ্রেণি কার্যক্রম চলবে যেভাবে
শীতল আবহাওয়া ও বৃষ্টির আশায় নওগাঁয় ইসতিসকার নামাজ
জুলাইয়ের মধ্যে শেষ হচ্ছে তিন গুরুত্বপূর্ণ কর্মকর্তার চাকরির মেয়াদ
ভ্যাম্পায়ার ফেসিয়াল করে এইডসে আক্রান্ত ৩ নারী
ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি: ওবায়দুল কাদের
কোটি টাকার মাদকসহ সংগীত শিল্পী এনামুল কবির গ্রেপ্তার