মঙ্গলবার, ২১ মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
Dhaka Prokash

রমজান উপলক্ষে ডিএমপি কমিশনারের নির্দেশনা

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার। ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।

সভায় ঢাকা মহানগর এলাকার ব্যাংক, বিপনী বিতান, শপিংমল সমূহের নিরাপত্তা, সড়ক, রেল ও নৌ-যান চলাচল, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

জনসাধারণের নিরাপত্তা প্রদানপূর্বক তারা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এবং পরিবারের সাথে ইফতার করতে পারে সে লক্ষ্যে ডিএমপি কমিশনার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন।

এর মধ্যে রয়েছে-

* মহানগরীর সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পবিত্র রমজান উপলক্ষে তিন ধাপে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, পুলিশী টহল জোরদার করা, শপিং মল, স্বর্ণ মার্কেট এবং বাজারসমূহের পৃথক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা। ইফতারীর পর হতে তারাবী নামাজ পর্যন্ত আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ঝুঁকি সংক্রান্তে পিক আওয়ার বিবেচনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা। পিক আওয়ারে সন্ধ্যা ছয়টা হতে রাত এগারটা পর্যন্ত) সোয়াট ও বোম্ব ডিসপোজাল টিম স্ট্যান্ডবাই রাখা, মাদকের স্পটসমূহে টহল এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা। ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞানপার্টি, মলমপার্টির অপতৎপরতা এবং স্পট চিহ্নিত পূর্বক তা রোধকল্পে পোশাকে ও সাদা পোশাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। মার্কেটকেন্দ্রিক এপিবিএন ফোর্স মোতায়েন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের প্রতি বিশেষ নজরদারি রাখা।

* সোশ্যাল মিডিয়া মনিটরিং ও সাইবার ক্রাইম সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং অপরাধী সনাক্তকরণ, গুজব প্রতিরোধে সাইবার পেট্রোলিং অব্যাহত রাখা, কাদিয়ানি ও শিয়া মসজিদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা।

* ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে ইফতারীর পূর্বে পিক আওয়ারে বিকাল তিনটা হতে রাত সাতটা অতিরিক্ত জনবল মোতায়েন করা। ট্রাফিক পিক আওয়ার বিবেচনায় বিশেষ ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন করা। ট্রাফিক পুলিশ এবং থানা পুলিশ যৌথভাবে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে দায়িত্ব পালন করা।

সায়েদাবাদ, গাবতলী, মহাখালী, ফুলবাড়িয়া ভিত্তিক বিভিন্ন টার্মিনালের পরিবহন মালিক এবং শ্রমিকদের সাথে সভার আয়োজন করা। ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ত বিভিন্ন ইন্টারসেকশনের মোড়ে মোড়ে যেন রিক্সা, মোটরসাইকেল, সিএনজি যত্রতত্র দাঁড়িয়ে যানবাহনের গতি ব্যহত না করে সে ব্যাপারে সচেষ্ট থাকা।

যেসব বাণিজ্যিক ভবনে পার্কিংয়ের সুবিধা আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশে সড়কে এক লেনের অতিরিক্ত কোন যানবাহন দাঁড়িয়ে থেকে সড়কের প্রশস্ততা যেন কমে না যায় সে বিষয়ে নজরদারি করা। প্রধান সড়কে হকাররা যেন কোন অবস্থাতেই তাদের পসরা সাজিয়ে না বসে সে দিকে খেয়াল রাখা। বিভিন্ন টার্মিনাল, মার্কেট, বিপনী বিতানে ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল করার জন্য ট্রাফিক কন্ট্রোল রুম স্থাপন করা এবং প্রয়োজনীয় ওয়াচ টাওয়ার রাখা।

* অগ্নিকাণ্ডের ঝুঁকি হ্রাস করতে গুরুত্বপূর্ণ মার্কেট/ দোকান মালিক সমিতির সাথে সমন্বয় সভা করে মার্কেটের নিজস্ব জনবলের মাধ্যমে নজরদারী বৃদ্ধি করাসহ প্রশিক্ষণ এবং তদারকির ব্যবস্থা করা। প্রতিটি মার্কেট/ দোকানে বহনযোগ্য অগ্নিনির্বাপনী যন্ত্র বা ফায়ার বল ইত্যাদি রাখার ব্যবস্থা গ্রহণ করা।

ব্যবসা প্রতিষ্ঠানের সিড়িঁতে মালামাল রাখা বা দোকান বসানো থেকে বিরত থাকা এবং প্রয়োজনে সংস্কার করা। জরুরি বহির্গমনের রাস্তা ব্যবহারের জন্য পর্যাপ্ত নির্দেশক চিহ্ন ব্যবহার করা। অগ্নি নির্বাপণ মহড়ায় মালিক/ কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করা। বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ড প্রতিরোধে রমজানের পূর্বেই বৈদ্যুতিক সংযোগ ও তার পরীক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।
দোকানে গাদাগাদি করে মালামাল না রেখে একাধিক গোডাউনে মালামাল রাখার ব্যবস্থা করা। গুরুত্বপূর্ণ মার্কেট/ দোকান মালিক সমিতির মাধ্যমে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও দিন রাত ২৪ ঘন্টা মনিটরিং নিশ্চিতকরণ করা। গুরুত্বপূর্ণ মার্কেট/ দোকানসমূহে সিসিটিভি ক্যামেরা আছে কিনা এবং সচল আছে কিনা তা যাচাই করা। সিসি ক্যামেরার ডিভিআর সচল আছে কিনা তা যাচাই করা।

* সকল ব্যবসায়ী প্রতিনিধিগণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং খাদ্যদ্রব্যে ভেজালের বিরুদ্ধে ডিএমপি'র তত্ত্বাবধানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা।

ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সংক্রান্তে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, ডাচবাংলা মোবাইল ব্যাংকিং ইত্যাদি) কর্তৃপক্ষ/এজেন্ট/ডিস্ট্রিবিউটরদের সাথে টাকা পরিবহন সংক্রান্তে সংশ্লিষ্ট অপরাধ বিভাগের সমন্বয় সভা করা। শপিং মল ও মার্কেট সমূহে জালনোট সনাক্তকরণ মেশিন স্থাপন করা।

ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহে বড় ধরনের লেনদেনের জন্য মানি এস্কর্ট সহায়তা নেয়া। শপিং মল, জুয়েলারী মার্কেট এবং বাজার কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। শপিং মল, জুয়েলারী মার্কেট ও বাজার কমিটির সাথে বিভাগভিত্তিক সমন্বয় সভা করা। শপিং মল সমূহে অপরাধ প্রতিরোধে গোয়েন্দা বিভাগ কর্তৃক সাদা পোষাকে পুলিশ মোতায়েন করা ও সিসি ক্যামেরার আওতায় আনা।

প্রতিটি শপিং মলের সামনে ও আশেপাশে কমিউনিটি পুলিশ এবং স্বেচ্ছাসেবক মোতায়েনের ব্যবস্থা করা। প্রতিটি জুয়েলারী দোকানে সিসি ক্যামেরা স্থাপন করাসহ এ্যালার্ম সিষ্টেম চালু করা। শপিং মল/মার্কেটসমূহে কর্মরত নারী বিক্রয় কর্মীদের বাড়ী ফেরার পথে রাত্রীকালীন নিরাপত্তার ব্যবস্থা করা।

অন্যান্য সেবা প্রদানকারী সংস্থার প্রতি ডিএমপির সুপারিশ-

* দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মনিটরিং বাড়ানো এবং ব্যবসায়ীদের সাথে সভা করা। রাস্তায় স্ট্রিট লাইট নতুন করে সংযোজন এবং মেরামতের ব্যবস্থা করা। রাস্তায় বা ফুটপাতে ইফতার সামগ্রী বিক্রয়ের সময় পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। রমজানে রাস্তা খনন বন্ধ রাখা, পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়মিত রাখা। পাওয়ার স্টেশন ও গ্যাস স্টেশন এর নিরাপত্তা বৃদ্ধি করা এবং ঢাকা মহানগরী এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা।

সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্পেশাল ব্রাঞ্চ , র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ডিজিএফআই, এনএসআই, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সিটি-এসবি, পুলিশ সদরদপ্তর, এমআরটি পুলিশ, তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা, ডিপিডিসি, বাংলাদেশ ব্যাংক, এফবিসিসিআই, বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান মালিক সমিতি, ইসলামপুর কাপড় ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ ডাল ও ছোলার ডাল ব্যবসায়ী সমিতি, পিঁয়াজ ব্যবসায়ী সমিতি, কাওরান বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ জুয়েলারী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Header Ad

সরকারি লোগো লাগানো গাড়িতে মিলল ৭ লাখ ইয়াবা, গ্রেপ্তার ৪

সরকারি লোগো লাগিয়ে বিলাসবহুল গাড়িতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার চারজন। ছবি: সংগৃহীত

টেকনাফ হয়ে মেরিন ড্রাইভ পার হচ্ছিল সড়ক ও জনপদ বিভাগের লোগো লাগানো বিলাস বহুল (এসইউভি) পাজেরো গাড়ি। ওই গাড়িতে পাওয়া যায় ৭ লাখ ইয়াবা। পরে ইয়াবাগুলো জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ৩ কোটি টাকারও বেশি বলে জানা গেছে। গাড়িতে তল্লাশি চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আত্মসমর্পণকৃত ইয়াবাকারবারি আবদুল আমিনকে (৪০) তার ৩ সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

রবিবার (১৯ মে) দিবাগত রাতে বিলাস বহুল (এসইউভি) পাজারো গাড়িতে করে ইয়াবাগুলো কক্সবাজার পাচারকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন সংলগ্ন মেরিন ড্রাইভের পাটুয়ারটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফের পৌরসভার ডেইল পাড়া গ্রামের হাজী মোহাম্মদ আলীর পুত্র আব্দুল আমিন (৪০), টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল গ্রামেন আবু সৈয়দ এর ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (৩৫), একই গ্রামের মৃত মোহাম্মদ কাশেমের ছেলে

নুরুল আবসার (২৮) ও টেকনাফের ডেইল পাড়া গ্রামের মৃত দীল মোহাম্মদ এর ছেলে জাফর আলম (২৬)।

আব্দুল আমিন কুখ্যাত মাদক কারবারি ইয়াবা সম্রাট ও পার্শ্ববর্তী দেশ হতে মাদক চোরাকারবারীর অন্যতম হোতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আত্মসমর্পণ কৃত ইয়াবা কারবারি। এছাড়া টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবু সৈয়দ এর ছেলে, তার ভগ্নিপতি রয়েছে। শনিবার র‍্যাব-১৫ কার্যলয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানায় র‍্যাব-১৫ এর উপ অধিনায়ক মেজর শরিফুল আহসান।

তিনি জানান, আটক আবদুল্লাহর বাবা আবু সৈয়দের মালিকানাধীন বিলাসবহুল গাড়িতেটিতে সড়ক ও জনপদ অধিদপ্তর এর লোগো লাগানো ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতেই ইয়াবা কারবারিরা এই পন্থা অবলম্বন করেছিল বলে জানায় র‍্যাব।

এছাড়া আত্মসমর্পণ কৃত ইয়াবা কারবারি আবদুল আমিনের বিরুদ্ধে কক্সবাজারসহ সারাদেশের বিভিন্ন থানায় ১১টি অধিক মামলা রয়েছে। তার ভাগ্নে মোহাম্মদ আবদুল্লাহ বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। নুরুল আবসারে একটি মাদক মামলা আছে। এছাড়া জাফর আলমের বিরুদ্ধে টেকনাফ থানায় নারী ও নির্যাতন দমন আইনে দুইটি মামলা রয়েছে বলে জানা গেছে।

র‍্যাব আরো জানায়, মিয়ানমার থেকে ইয়াবাগুলো বাংলাদেশে সরবরাহ করছিল মিয়ানমারের বাসিন্দা বার্মাইয়া সিরাজ। তার মাধ্যমেই বেশির ভাগ ইয়াবা টেকনাফ সিমান্ত দিয়ে বাংলাদেশে আসে।

গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

সাজাপ্রাপ্ত আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

গাইবান্ধায় মাদক মামলায় সীমা বেগম (৩৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার অপর আসামি ময়নুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২০ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফিরোজ কবীর এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সীমা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চরমগাছা পার্বতীপুর গ্রামের খোকন মোল্লার স্ত্রী।

মামলার বিবরণীতে জানা গেছে, ২০২২ সালের ২৯ ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম হেরোইন ও ছয় বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সীমা খাতুনকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বদরুন্নাহার বেবি বলেন, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের উপস্থিতিতে সোমবার আদালত এ রায় দেন।

তবে এসময় আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মেসি-ডি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কোপা আমেরিকার প্রাথমিক দলও এটি।

আগামী ১০ জুন ইকুয়েডর ও ১৪ জুন গুয়াতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ধারণা করা হচ্ছে, দুই প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে তিনজনকে ছাঁটাই করে চূড়ান্ত করা হবে আলবিসেলেস্তেদের কোপা আমেরিকার দল। কারণ, এবারের আসরে ২৬ সদস্যের দল ঘোষণার অনুমোদন দিয়েছে কনমেবল।

এদিকে দলে বড় চমক বলতে ইতালির ক্লাব মোনজায় খেলা ১৯ বছরের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ভ্যালেন্টিন কারবোনি।

আগামী ২০ জুন কোপায় আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে কানাডার বিপক্ষে, আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। ২৫ জুন নিউজার্সিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ চিলি। আর ২৯ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ পেরু।

এক নজরে আর্জেন্টিনার স্কোয়াড:

ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিস্টিয়ান রোমেরো, জের্মান পেজ্জেলা, লুকাস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভ্যালেন্তিন বার্কো, গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যারাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, আনহেল ডি মারিয়া, ভ্যালেন্তিন কার্বোনি, লিওনেল মেসি, আনহেল কোরেয়া, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।

সর্বশেষ সংবাদ

সরকারি লোগো লাগানো গাড়িতে মিলল ৭ লাখ ইয়াবা, গ্রেপ্তার ৪
গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড
মেসি-ডি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা
মেয়রের সামনে কাউন্সিলরকে জুতাপেটা করলেন নারী কাউন্সিলর
ওলামা লীগে ধর্মের নামে 'ধর্ম ব্যবসা' চলবে না: ওবায়দুল কাদের
উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের নির্বাচনী ব্রিফিং
ম্যানচেস্টার সিটিকে বিদায়ের ইঙ্গিত পেপ গার্দিওলার
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক হোসেনউদ্দীন আর নেই
সংসদের বাজেট অধিবেশন শুরু ৫ জুন
টাঙ্গাইলে আনসার সদস্যদের নির্বাচনী ডিউটি দিতে ঘুষ বাণিজ্যের অভিযোগ
‘বঙ্গবন্ধু শান্তি পদক’ চালু, পুরস্কার কোটি টাকা ও স্বর্ণ পদক
রাইসির মৃত্যু আর সৌদি বাদশাহর অসুস্থতার জেরে বেড়েছে তেলের দাম!
অস্ট্রেলিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত জাহিন
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
ভারতের নাগরিকত্ব পেয়ে প্রথমবারের মতো ভোট দিলেন অক্ষয়
রাইসির মৃত্যুতে ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
৩০ ফ্রিল্যান্সিং দেশের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান তলানিতে!
বজ্রপাতে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে ফাটল, ফ্লাইট ওঠানামা বন্ধ
আইপিএলের প্লে-অফের ম্যাচগুলো কবে-কখন-কার বিপক্ষে?
ভোটারের উপস্থিতি নিয়ে ইসি উদ্বিগ্ন নয়, বললেন ইসি আলমগীর