বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

স্ত্রীর চিকিৎসার জন্য সপরিবারে সিঙ্গাপুরে বেনজীর

ছবি: সংগৃহীত

গত ২৬ মে সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী ও তিন মেয়ের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। একই সঙ্গে এ পাঁচজনের নামে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানিতে তাঁদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়। চলমান এই পরিস্থিতি তৈরির আগেই গত ৪ মে সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন সদ্য অবসরে যাওয়া পুলিশের এই কর্মকর্তা।

বেনজীর আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, গত ৪ মে সিঙ্গাপুর এয়ারলাইনের একটি ফ্লাইটে তিন মেয়ে ও স্ত্রীসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। স্ত্রী জীশান মির্জার চিকিৎসাজনিত কারণে তাঁরা সেদেশেই অবস্থান করছেন।

এদিকে সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী জীশান মির্জা ও তিন মেয়েকে তলব করেছে দুদক। গত মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে তাঁদের তলবি নোটিশ পাঠানো হয়েছে। দুদক উপপরিচালক হাফিজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে, আগামী ৬ জুন বেনজীর আহমেদকে এবং ৯ জুন তাঁর স্ত্রী জীশান মির্জাসহ সন্তানদের দুদকে হাজির হতে বলা হয়।

দুদকের এক কর্মকর্তা বলেন, অনুসন্ধানের শুরুতে বেনজীর পরিবারের বিপুল পরিমাণ সম্পদের তথ্য উঠে এসেছে। এসব সম্পদের বিষয়ে ওই পরিবারের সদস্যদের আয়কর নথি যাচাই-বাছাই করা হচ্ছে। কীভাবে তাঁরা এসব সম্পদ গড়েছেন, এর ব্যাখ্যা দরকার। সে কারণে তাঁদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করছে অনুসন্ধানী দল। আগামী ৬ জুন বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য অনুসন্ধানী দলের সুপারিশের পরিপ্রেক্ষিতে কমিশন অনুমোদন দিয়েছে।

দুদকের উচ্চপর্যায়ের একাধিক সূত্র বলছে, শুধু দেশে নয়, যুক্তরাষ্ট্র, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পদ রয়েছে- এমন খবরে বিষয়টি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশ তিনটিতে বেনজীরের কী পরিমাণ সম্পদ রয়েছে, তা জানতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাধ্যমে ওই সব দেশে তথ্য চেয়েছে সংস্থাটি।

Header Ad
Header Ad

ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত ১০

ছবি: সংগৃহীত

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় আসাম রাইফেলসের সঙ্গে সংঘর্ষে ১০ জন সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে। বুধবার (১৪ মে) ভোরে সীমান্তঘেঁষা নিউ সমতল গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী।

পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড এক্স (প্রাক্তন টুইটার) পোস্টে জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পিয়ার কর্পসের অধীনস্থ আসাম রাইফেলস ইউনিট এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। এতে ঘটনাস্থলেই ১০ জন বন্দুকধারী নিহত হন।

বন্দুকধারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সন্দেহজনক সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। অপারেশন এখনও চলমান রয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এই অঞ্চলটি মিয়ানমার সীমান্তঘেঁষা হওয়ায় দীর্ঘদিন ধরেই সেখানে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিঁদুর’ চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও সীমান্তে হামলা চালায়। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

Header Ad
Header Ad

রংপুরের পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

নিহত সিহাব মিয়া। ছবি: ঢাকাপ্রকাশ

রংপুরের মিঠাপুকুরে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিহাব মিয়া (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তারা সবাই পেশায় ইলেকট্রিক মিস্ত্রী বলে জানা গেছে।

বুধবার (১৪ মে) দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিহাব মিয়া মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের জালাদিপুর গ্রামের বাসিন্দা মজনু মিয়ার ছেলে। আহতদের মধ্যে একজনের নাম মনিরুজ্জামান, তিনি একই ইউনিয়নের পাগলারহাট জালাদিপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অন্যজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

দুর্ঘটনায় আহত দুজন। ছবি: ঢাকাপ্রকাশ

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ঢাকা থেকে রংপুরগামী একটি মাছ বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর একজন, সিহাব, ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর দুইজনকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পরপরই পিকআপটি পালিয়ে যায়।

বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং যান চলাচল স্বাভাবিক করি।” তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক পিকআপটি শনাক্তে কাজ চলছে।

Header Ad
Header Ad

উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

উপদেষ্টা মাহফুজের মাথায় জবি শিক্ষার্থীদের বোতল নিক্ষেপ। ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত যুবককে শনাক্তে কাজ করছে পুলিশ। ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ওই যুবককে শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”

উল্লেখ্য, বুধবার (১৪ মে) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে কাকরাইল মসজিদের সামনে যান উপদেষ্টা মাহফুজ আলম। বক্তব্য রাখার একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার ভিড় থেকে হঠাৎ তার দিকে একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারা হয়। ঘটনাটি মুহূর্তেই সেখানে উত্তেজনা ছড়িয়ে দেয়।

ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, মাহফুজ আলম বক্তব্য দেওয়ার সময় হঠাৎ ভিড়ের মধ্য থেকে এক যুবক বোতল ছুঁড়ে মারেন। ওই যুবকের মাথায় একটি ক্যাপ ছিল এবং ঘটনার সময় তিনি পুলিশের কাছাকাছিও অবস্থান করছিলেন। এমনকি ভিডিওতে পুলিশ সদস্যদের সঙ্গে তাকে কথা বলতেও দেখা যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত ১০
রংপুরের পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, অভিযুক্তকে খুঁজছে পুলিশ
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি
আমরা ভারতের বিরুদ্ধে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: শেহবাজ শরিফ
পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ নার্সিং শিক্ষার্থীরা, শাহবাগে যান চলাচল শুরু
অভিযানে ক্ষতিগ্রস্ত ৩ রিকশাচালককে দেড় লাখ টাকা অনুদান, পাবেন চাকরিও
বিশ্বের ‘সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট’ হোসে মুজিকা মারা গেছেন
পিএসএলে দল পেলেন সাকিব আল হাসান!
বিজিবির অভিযানে মেহেরপুর সীমান্তে ৯৪ লাখ টাকার স্বর্ণসহ আটক ২
আ.লীগ সরকারের করা চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব: দুদক
আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজ, বিসিবি জানে না কিছুই!
টাঙ্গাইলে জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক, থানায় ১২৯ জিডি
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে
আত্মপক্ষের সুযোগ হারালেন টিউলিপ সিদ্দিক
১ মাস না যেতেই পাল্টে গেল ডেসটিনির রফিকুলের দলের নাম
অশ্লীলতার অভিযোগে ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল থেকে রেইড: আসিফ মাহমুদ
ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা (ভিডিও)
আইপিএলে ৬ কোটিতে মুস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস