মঙ্গলবার, ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

বাবুল আক্তারের মুক্তি নিয়ে বিতর্ক: জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

ছবি: সংগৃহীত

উচ্চ আদালত থেকে জামিন পেয়েও এখনও কারাগার থেকে মুক্তি পাননি স্ত্রী মাহমুদা খানম মিতু খুনে বাদী থেকে আসামি বনে যাওয়া আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। হাইকোর্ট বাবুল আক্তারকে জামিন দিলেও কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দিচ্ছে না।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী বলেন, বাবুল আক্তারকে মুক্তি না দিয়ে জেল কর্তৃপক্ষ আদালত অবমাননা ও শাস্তিযোগ্য অপরাধ করেছেন। বাবুল আক্তার গত ২৭ নভেম্বর হাইকোর্ট থেকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। কিন্তু কারা কর্তৃপক্ষ বাদীর আইনজীবীর দেওয়া এক সনদের ভিত্তিতে বাবুল আক্তারকে মুক্তি দিচ্ছে না।

কফিল উদ্দিন বলেন, যেই বিষয়টি তৃতীয় মহানগর দায়রা জজ আদালত পিটিশন আকারে শুনানি করে না মঞ্জুর করে আইন অনুযায়ী গ্রহণযোগ্য নয় বিবেচনা করে মুক্তির আদেশ দিয়েছেন সেখানে জেল কর্তৃপক্ষ আবার সেই সনদের আলোকে তাকে মুক্তি না দিয়ে এটার পুনর্বিবেচনা করার এখতিয়ার রাখে না।

তিনি আরও বলেন, আমার দৃষ্টিতে এটা ছাড়া অন্য কোন ডকুমেন্টস যদি না থাকে তাহলে জেল কর্তৃপক্ষ গুরুতর আদালত অবমাননা করেছেন। এটা পেনাল কোডের ৩৪২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

বাবুল আক্তারের আইনজীবীরা কারা কর্তৃপক্ষকে আইনগত নোটিশ পাঠালেও তারা তা গ্রহণ করেননি। এ বিষয়ে সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, আমরা লীভ টু আপীলের শুনানির আদেশ না আসা পর্যন্ত তাকে ছাড়তে পারছি না। ছাড়ার কোনও সুযোগ নেই।

আগামীকাল মঙ্গলবার বাবুল আক্তারের আইনজীবীরা আদালত অবমাননার মামলা করবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তিনি পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয়দের আসামি করে একটি হত্যা মামলা করেন।

তবে পরবর্তীতে স্ত্রী হত্যাকাণ্ডে স্বামী বাবুল আক্তারেরই সম্পৃক্ততা পায় পিবিআই। ২০২১ সালের ১২ মে আগের মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। একই দিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দ্বিতীয় মামলাটি দায়ের করেন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। ওইদিনই মামলাটিতে বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পিবিআই। সেই থেকে কারাগারে রয়েছেন বাবুল।

এদিকে, প্রথম মামলায় পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে ২০২১ সালের ১৪ অক্টোবর নারাজি আবেদন করেন বাবুলের আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে একই বছরের ৩ নভেম্বর নারাজি ও পিবিআইয়ের প্রতিবেদন খারিজ করে মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন। এরপর দুটি মামলাই তদন্ত করতে থাকে পিবিআই। তবে পরে আদালতের নির্দেশনা অনুযায়ী ২০২২ সালের ২৫ জানুয়ারি মিতুর বাবার দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। এরপর একই বছরের ১৩ সেপ্টেম্বর প্রথম মামলাটি অধিকতর তদন্ত শেষে বাবুলসহ ৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

গত বছরের ১৩ মার্চ আলোচিত মামলাটিতে বাবুল আক্তারসহ সাত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

Header Ad
Header Ad

ভারত সফরে আসছেন পুতিন, ফোনে জানালেন মোদিকে

ছবি: সংগৃহীত

ভারত সফরের আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (৫ মে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে তিনি এ ঘোষণা দেন। একইসঙ্গে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পুতিন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন বিষয়টি নিশ্চিত করেছে।

এক্সে দেওয়া এক বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পুতিন বলেন— রাশিয়া সবসময় ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাশে থাকবে। এসময় উভয় নেতা ভারত-রাশিয়ার কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার ৮০তম বিজয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা জানান এবং ভারত সফরের আমন্ত্রণ জানান। পুতিন ফোনেই সেই আমন্ত্রণ গ্রহণ করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকেও একই তথ্য জানিয়ে বলা হয়, পুতিন মোদির আমন্ত্রণ আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং শিগগির নয়াদিল্লি সফরে আসবেন।

এর আগে ২২ এপ্রিল পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, যেটিকে ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে। হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি স্থগিতসহ একাধিক পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতের জন্য আকাশ ও স্থলসীমা বন্ধসহ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে।

সৃষ্ট উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দুই দেশের মধ্যে সমঝোতার আশায় কূটনৈতিক উদ্যোগের কথা বলেছেন।

Header Ad
Header Ad

শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা নয়: ইরান

ছবি: সংগৃহীত

ইরান তাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো সমঝোতা নয় বরং সুস্পষ্ট অবস্থান নিয়েছে বলে জানিয়েছে তেহরান। দেশটি বলছে, আন্তর্জাতিক আইনের আওতায় শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের রয়েছে এবং এটি নিয়ে কোনো আপস হবে না।

সোমবার (৫ মে) তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “আমাদের অবস্থান এবং যে নীতিগত কাঠামোর ভিত্তিতে আমরা আলোচনা করছি, তা অপরিবর্তনীয়। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে ইরানের অধিকার একটি আইনি অধিকার, যা কেউ অস্বীকার করতে পারে না।”

তিনি আরও বলেন, “কেউ শুধু তার দায়িত্ব পালন করলেই হবে না, ইরানকেও সেই চুক্তির সুফল ভোগ করতে হবে।” তিনি পশ্চিমা বিশ্বের বিভিন্ন ভ্রান্ত ও ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং বলেন, পারমাণবিক অ-বিস্তার চুক্তির (এনপিটি) সদস্য হিসেবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার পূর্ণ অধিকার রাখে।

এর আগে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দফায় বৈঠক হয়েছে—১২, ১৯ এবং ২৬ এপ্রিল যথাক্রমে মাস্কাট ও রোমে। আলোচনার লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো এবং তেহরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার।

উভয় পক্ষই আলোচনার অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে এবং তা ‘ইতিবাচক’ বলে অভিহিত করেছে। তবে চতুর্থ দফার আলোচনা ৩ মে মাস্কাটে হওয়ার কথা থাকলেও, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, লজিস্টিক ও কারিগরি কারণে তা স্থগিত করা হয়েছে।

সূত্র: প্রেস টিভি

Header Ad
Header Ad

মাকে বিদায় জানালেন তারেক রহমান

মাকে বিদায় জানালেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরার পথে বিমানবন্দরে মাকে বিদায় জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৫ মে) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪০ মিনিটে বেগম খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এ সময় তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে নিয়ে যান এবং সেখানে বিদায় জানান।

কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া দেশে ফিরছেন। তার সঙ্গে দেশে আসছেন পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও। উল্লেখ্য, একই বিমানে তিনি জানুয়ারিতে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন।

বেগম জিয়ার দেশে ফেরার খবরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। তাকে অভ্যর্থনা জানাতে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একাধিক প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বরং গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের মানুষের জন্য আলোকবর্তিকা। তিনি কখনো ফ্যাসিবাদের কাছে মাথানত করেননি, বরং নির্যাতনের মুখেও সাহসিকতার প্রতীক হয়ে উঠেছেন। এ সময় তিনি নেতাকর্মীদের যানজট সৃষ্টি না করে রাস্তার দুই পাশে জাতীয় ও দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে নেত্রীকে স্বাগত জানানোর আহ্বান জানান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারত সফরে আসছেন পুতিন, ফোনে জানালেন মোদিকে
শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা নয়: ইরান
মাকে বিদায় জানালেন তারেক রহমান
বেইলি রোডের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
প্রধান শিক্ষককে পিটিয়ে গুরুতর জখম করল দশম শ্রেণির এক ছাত্র
১২০০ কিলোমিটার পাল্লার অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনলো ইরান
মঙ্গলবার এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি চলাচলের অনুমতি
রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
বিরামপুরে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
ফেনীতে নারীর নাকে খত দেওয়ানো কাণ্ডে বিএনপি নেতা দেলুকে দল থেকে অব্যাহতি
এ বছর নজরুল পুরস্কার পাচ্ছেন যে ৪ গুণীজন
রাজধানীতে অটোরিকশায় চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু
সাবেক বিসিবি সভাপতি পাপনের বিরুদ্ধে দুদকের ২ মামলা
নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে  কিশোরের মৃত্যু
পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯, আহত ৬০’র বেশি
স্কাইপ যুগের সমাপ্তি, বন্ধ আজ থেকেই
ইতালির শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য নতুন দুয়ার, সই হচ্ছে সমঝোতা স্মারক
আইপিএল বিস্ময় বৈভবকে প্রশংসায় ভাসালেন মোদি (ভিডিও)
লাইসেন্স ছাড়াই চলছে এক হাজারেরও বেশি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান: সংস্কার কমিশন
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট ২১ মে থেকে, চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন ও পশুবাহী ট্রেন